ETV Bharat / state

মধুচক্রের পর্দা ফাঁস: তৃণমূল নেতার বাড়িতে আপত্তিকর অবস্থায় যুবক-যুবতি ! - sex racket

মধুচক্র চালানোর অভিযোগ তুলে তৃণমূল নেতার বাড়িতে চড়াও হলেন স্থানীয় বাসিন্দারা । পূর্ব মেদিনীপুরের খেঁজুরি থানার হেঁড়িয়া কৃষ্ণনগর এলাকার ঘটনা ।

যুবতি
author img

By

Published : Jun 19, 2019, 2:10 PM IST

খেজুরি, 19 জুন : মধুচক্র চালানোর অভিযোগে এক তৃণমূল নেতার বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা । পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার হেঁড়িয়া কৃষ্ণনগর এলাকার ঘটনা । অভিযুক্ত তৃণমূল নেতার নাম মঙ্গল মাইতি । ঘটনার পর থেকে সে পলাতক ।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িতে মধুচক্র চালাত মঙ্গল । গতকাল স্থানীয় এক মহিলা এর প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করে । আজ সকালে তার বাড়িতে চড়াও হন স্থানীয়রা । সেখানে যুবক-যুবতিকে আপত্তিকর অবস্থায় দেখতে পান । স্থানীয়দের দেখেই চম্পট দেয় যুবক । ওই যুবতিকে গাছে বেঁধে রাখা হয় ।

খবর পয়ে ঘটনাস্থানে যায় খেজুরি থানার পুলিশ । তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এবিষয়ে খেজুরির বিধায়ক রণজিৎ মণ্ডল বলেন, "এই ঘটনা আমার জানা নেই । আমি কলকাতায় আছি ।"

এদিকে, বিরোধীদের টিপ্পনি, তোলাবাজির সঙ্গে এবার এসব কাজও শুরু করেছে তৃণমূল নেতারা !

খেজুরি, 19 জুন : মধুচক্র চালানোর অভিযোগে এক তৃণমূল নেতার বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা । পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার হেঁড়িয়া কৃষ্ণনগর এলাকার ঘটনা । অভিযুক্ত তৃণমূল নেতার নাম মঙ্গল মাইতি । ঘটনার পর থেকে সে পলাতক ।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িতে মধুচক্র চালাত মঙ্গল । গতকাল স্থানীয় এক মহিলা এর প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করে । আজ সকালে তার বাড়িতে চড়াও হন স্থানীয়রা । সেখানে যুবক-যুবতিকে আপত্তিকর অবস্থায় দেখতে পান । স্থানীয়দের দেখেই চম্পট দেয় যুবক । ওই যুবতিকে গাছে বেঁধে রাখা হয় ।

খবর পয়ে ঘটনাস্থানে যায় খেজুরি থানার পুলিশ । তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এবিষয়ে খেজুরির বিধায়ক রণজিৎ মণ্ডল বলেন, "এই ঘটনা আমার জানা নেই । আমি কলকাতায় আছি ।"

এদিকে, বিরোধীদের টিপ্পনি, তোলাবাজির সঙ্গে এবার এসব কাজও শুরু করেছে তৃণমূল নেতারা !

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.