ETV Bharat / state

Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস পুকুরে, আহত 45

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস উলটে গেল পুকুরে (Haldia Bus Accident) ৷ আহত হয়েছেন প্রায় 45 জন যাত্রী ৷ ঘটনাটি ঘটেছে হলদিয়া থানার চকদীপা হাই স্কুল সংলগ্ন এলাকায় ।

Haldia Bus Accident
দুর্ঘটনাগ্রস্ত বাস পড়ে রয়েছে পুকুরে
author img

By

Published : Sep 27, 2022, 10:03 AM IST

Updated : Sep 27, 2022, 11:58 AM IST

হলদিয়া, 27 সেপ্টেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস পড়ল পুকুরে ৷ আহত হয়েছেন প্রায় 45 জন যাত্রী ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থানার চকদীপা হাই স্কুল সংলগ্ন এলাকায় (Haldia Bus Accident) ।

স্থানীয় সূত্রে জানা যায় , বালুঘাটা থেকে কুকড়াহাটি একটি যাত্রী বোঝাই বাস যাচ্ছিল । হঠাৎ চকদিপার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে যায় । বাসে প্রায় 47 জনেরও বেশী যাত্রী ছিলেন । এর মধ্যে 5 থেকে 6 জন মহিলা ও চার জন শিশু রয়েছে বলে খবর । প্রায় সবাই কমবেশি আহত বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: সংঘর্ষে মৃত্যু স্কুটিচালকের, শিলিগুড়িতে ঘাতক বাসে আগুন জনতার

স্থানীয়দের তৎপরতায় তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । ক্রেন এনে উদ্ধারের কাজ শুরু হয়েছে । দুলাল বড়ুয়া নামে এক যাত্রী জানান, বাসটি গতি ছিল খুব বেশি ৷ বিভিন্ন জায়গা থেকে যাত্রী তাড়াতাড়ি করে তুলছিল । এরপরই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পুজোর একটি গেটে ধাক্কা মারে ৷ এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে তা পুকুরে পড়ে যায় । বাসে থাকা প্রায় সকলেই কমবেশি আহত হয়েছি ৷

আরও পড়ুন: দিঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী বাস, আহত 40

ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আশপাশের গ্রামের লোকজন ছুটে আসে ৷ একে একে সকলকে উদ্ধার করে ৷ বাসটি পুকুরে পড়ে যাওয়ায় স্থানীয় ছেলেরাই বাসটি তুলতে পুকুরে নেমে হাত লাগায় ৷ কিন্তু তা সম্ভব হয়নি ৷ আপাপতত ক্রেন আনা হয়েছে ৷ আমার নিজের অনেক কাগজ ও টাকা ছিল । সব নষ্ট হয়ে গিয়েছে । তবে এত বড় দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফিরব ভাবতে পারিনি ৷

দুর্ঘটনাগ্রস্ত বাস পড়ে রয়েছে পুকুরে

পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় যাত্রীরা অল্পবিস্তর আহত হয়েছেন । তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি । ক্রেন দিয়ে বাসটিকে পুকুর থেকে তোলার ব্যবস্থা করা হচ্ছে । দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ছুটে এসেছে ৷ ইতিমধ্যেই সেখানে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী । পাশাপাশি পুকুর থেকে যাত্রীদের দামী জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করা হবে বলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৷

হলদিয়া, 27 সেপ্টেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস পড়ল পুকুরে ৷ আহত হয়েছেন প্রায় 45 জন যাত্রী ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থানার চকদীপা হাই স্কুল সংলগ্ন এলাকায় (Haldia Bus Accident) ।

স্থানীয় সূত্রে জানা যায় , বালুঘাটা থেকে কুকড়াহাটি একটি যাত্রী বোঝাই বাস যাচ্ছিল । হঠাৎ চকদিপার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে যায় । বাসে প্রায় 47 জনেরও বেশী যাত্রী ছিলেন । এর মধ্যে 5 থেকে 6 জন মহিলা ও চার জন শিশু রয়েছে বলে খবর । প্রায় সবাই কমবেশি আহত বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: সংঘর্ষে মৃত্যু স্কুটিচালকের, শিলিগুড়িতে ঘাতক বাসে আগুন জনতার

স্থানীয়দের তৎপরতায় তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । ক্রেন এনে উদ্ধারের কাজ শুরু হয়েছে । দুলাল বড়ুয়া নামে এক যাত্রী জানান, বাসটি গতি ছিল খুব বেশি ৷ বিভিন্ন জায়গা থেকে যাত্রী তাড়াতাড়ি করে তুলছিল । এরপরই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পুজোর একটি গেটে ধাক্কা মারে ৷ এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে তা পুকুরে পড়ে যায় । বাসে থাকা প্রায় সকলেই কমবেশি আহত হয়েছি ৷

আরও পড়ুন: দিঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী বাস, আহত 40

ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আশপাশের গ্রামের লোকজন ছুটে আসে ৷ একে একে সকলকে উদ্ধার করে ৷ বাসটি পুকুরে পড়ে যাওয়ায় স্থানীয় ছেলেরাই বাসটি তুলতে পুকুরে নেমে হাত লাগায় ৷ কিন্তু তা সম্ভব হয়নি ৷ আপাপতত ক্রেন আনা হয়েছে ৷ আমার নিজের অনেক কাগজ ও টাকা ছিল । সব নষ্ট হয়ে গিয়েছে । তবে এত বড় দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফিরব ভাবতে পারিনি ৷

দুর্ঘটনাগ্রস্ত বাস পড়ে রয়েছে পুকুরে

পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় যাত্রীরা অল্পবিস্তর আহত হয়েছেন । তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি । ক্রেন দিয়ে বাসটিকে পুকুর থেকে তোলার ব্যবস্থা করা হচ্ছে । দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ছুটে এসেছে ৷ ইতিমধ্যেই সেখানে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী । পাশাপাশি পুকুর থেকে যাত্রীদের দামী জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করা হবে বলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৷

Last Updated : Sep 27, 2022, 11:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.