ETV Bharat / state

Road Accident in Contai: কাঁথিতে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 4, আহত 2 - কাঁথিতে পথ দুর্ঘটনা

Bus-Car collision: কাঁথিতে পথ দুর্ঘটনায় মৃত্যু চারজনের ৷ গুরুতর আহত দু'জনকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে ৷

Road Accident
বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ কাঁথিতে
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 4:51 PM IST

কাঁথিতে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 4

কাঁথি, 1 নভেম্বর: বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে কাঁথিতে চারজনের মৃত্যু ৷ আহত দু'জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর 2টো নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়ক কাঁথির শকুন্তলা লজের কাছে ।

জানা গিয়েছে, দিঘা থেকে কলকাতার দিকে যাচ্ছিল বেসরকারি বাসটি ৷ উলটো দিক থেকে কলকাতা থেকে দিঘার দিকে আসছিল গাড়িটি ৷ ওভারটেক করতে গিয়ে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ সোজা এসে ধাক্কা মারে বাসে । মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে প্রথমে তিনজনের মৃত্যু হয় । বাকি দু'জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে পরে একজনের মৃত্যু হয়েছে ৷ এই দুর্ঘনায় বাসের এক যাত্রীও গুরুতর জখম হন ৷ আহত দু'জনকে পরে কলকাতায় রেফার করা হয়েছে ৷ এই দুর্ঘটনার জেরে দিঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে । বিপাকে পড়ে যায় পর্যটক থেকে নিত্য যাত্রীরা ।

দুর্ঘটনার খবর পেয়ে এখানে আসে কাঁথি থানার পুলিশ । পুলিশরে ঘিরে ধরে সেখানে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা ৷ তাদের দাবি, রাস্তার দু'ধারে হোটেলগুলির জেরে এবং ইট, বালি রাখার ফলে ফুটপাত বলে কিছু নেই ৷ সেগুলিকে ওখান থেকে সরানোর জন্য ব্যবস্থা নিক প্রশাসন ৷ সূত্রের খবর, পুজো থেকে এখন পর্যন্ত দুর্ঘটনায় এই জায়গাতেই 7-8 জন মারা গিয়েছেন ৷ পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানজট মুক্ত করে এলাকা ।

আরও পড়ুন: একদিনে জোড়া দুর্ঘটনা, একই পরিবারের 5 জন-সহ উত্তরপ্রদেশে মৃত 10

ঘটনার পরেই বাসটির চালক ও খালাসি সেখান থেকে পালিয়ে যান । বাসের যাত্রীদের আরও কয়েকজন ঘটনায় জখম হয়েছেন বলে জানা গিয়েছে ৷ তবে তাদের চোট গুরুতর নয় ৷ পুলিশ সূত্রে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে তাঁরা প্রত্যেকেই কলকাতার নিমতা থানার রবীন্দ্রপল্লির বাসিন্দা বলে খবর । স্থানীয় বাসিন্দা সিদ্ধার্থ মাইতি বলেন, "মেচেদা বাইপাস জুড়ে ফুটপাত দখল করে চলছে ইট বালির ব্যবসা । যার ফলে মালপত্র পড়ে থাকায় রাস্তা অবরুদ্ধ হয়ে যাচ্ছে ৷ এর জেরেই 116 বি জাতীয় সড়কে প্রায়শই এই দুর্ঘটনা ঘটছে ।"

কাঁথিতে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 4

কাঁথি, 1 নভেম্বর: বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে কাঁথিতে চারজনের মৃত্যু ৷ আহত দু'জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর 2টো নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়ক কাঁথির শকুন্তলা লজের কাছে ।

জানা গিয়েছে, দিঘা থেকে কলকাতার দিকে যাচ্ছিল বেসরকারি বাসটি ৷ উলটো দিক থেকে কলকাতা থেকে দিঘার দিকে আসছিল গাড়িটি ৷ ওভারটেক করতে গিয়ে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ সোজা এসে ধাক্কা মারে বাসে । মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে প্রথমে তিনজনের মৃত্যু হয় । বাকি দু'জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে পরে একজনের মৃত্যু হয়েছে ৷ এই দুর্ঘনায় বাসের এক যাত্রীও গুরুতর জখম হন ৷ আহত দু'জনকে পরে কলকাতায় রেফার করা হয়েছে ৷ এই দুর্ঘটনার জেরে দিঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে । বিপাকে পড়ে যায় পর্যটক থেকে নিত্য যাত্রীরা ।

দুর্ঘটনার খবর পেয়ে এখানে আসে কাঁথি থানার পুলিশ । পুলিশরে ঘিরে ধরে সেখানে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা ৷ তাদের দাবি, রাস্তার দু'ধারে হোটেলগুলির জেরে এবং ইট, বালি রাখার ফলে ফুটপাত বলে কিছু নেই ৷ সেগুলিকে ওখান থেকে সরানোর জন্য ব্যবস্থা নিক প্রশাসন ৷ সূত্রের খবর, পুজো থেকে এখন পর্যন্ত দুর্ঘটনায় এই জায়গাতেই 7-8 জন মারা গিয়েছেন ৷ পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানজট মুক্ত করে এলাকা ।

আরও পড়ুন: একদিনে জোড়া দুর্ঘটনা, একই পরিবারের 5 জন-সহ উত্তরপ্রদেশে মৃত 10

ঘটনার পরেই বাসটির চালক ও খালাসি সেখান থেকে পালিয়ে যান । বাসের যাত্রীদের আরও কয়েকজন ঘটনায় জখম হয়েছেন বলে জানা গিয়েছে ৷ তবে তাদের চোট গুরুতর নয় ৷ পুলিশ সূত্রে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে তাঁরা প্রত্যেকেই কলকাতার নিমতা থানার রবীন্দ্রপল্লির বাসিন্দা বলে খবর । স্থানীয় বাসিন্দা সিদ্ধার্থ মাইতি বলেন, "মেচেদা বাইপাস জুড়ে ফুটপাত দখল করে চলছে ইট বালির ব্যবসা । যার ফলে মালপত্র পড়ে থাকায় রাস্তা অবরুদ্ধ হয়ে যাচ্ছে ৷ এর জেরেই 116 বি জাতীয় সড়কে প্রায়শই এই দুর্ঘটনা ঘটছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.