হলদিয়া, 21 ডিসেম্বর : হলদিয়া আইওসি-তে (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন) লাগল বিধ্বংসী আগুন (Haldia IOC Fire ) ৷ মঙ্গলবার বিকেলের এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 3 জনের (Several died after massive fire breaks out at haldia IOC) ৷ আহত 44 জনের মতো ৷ বেশ কয়েকজন আহতদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । গুরুতর আহত কয়েকজনকে কলকাতা রেফার করা হয়েছে ।
দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে ৷ পরে আরও 7-8টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ জানা গিয়েছে, আইওসিএলের রিফাইনারিতে হাইড্রোজেন সালফাইড ট্যাঙ্কার থেকে আগুন ছড়িয়ে পড়ে ৷ আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 জনের (3 died after massive fire breaks out at haldia IOC) ৷ আহত হয়েছেন 25 জনের বেশি ৷ গুরুতর আহতদের গ্রিন করিডর করে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে ৷
জানা গিয়েছে, হলদিয়ার ওই তেল সংশোধনাগার বন্ধ করে কয়েকদিন ধরে মেরামতের কাজ চলছিল । তবে আজ মঙ্গলবার বিপর্যয় মোকাবিলার মহড়া বা মকডিল ছিল । মকডিল শেষ হওয়ার ঘণ্টাখানেক পর দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ রিফাইনারির এমএসকিউ ইউনিটে পেট্রল বা মোটর স্পিরিট তৈরির ইউনিটের একটি টাওয়ারে ওয়েল্ডিংয়ের সময় আগুনের ফুলকি পড়ে ৷ তাতেই আগুন ধরে যায় ৷ দ্রুত ছড়িয়ে পড়ে আগুন । সেই সময় ওই টাওয়ারের উপর মেরামতির কাজ করছিলেন শ্রমিকরা । তাঁরা আগুনে ঝলসে যান ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের ৷
অনেকের শরীরের 60 শতাংশের ও বেশি পুড়ে গিয়েছে বলে আইওসি সূত্রে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে আইওসি ও বন্দরের হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছিল । বাকি গুরুতর আহতদের চিকিৎসার জন্যে তমলুক জেলা হাসপাতাল ও কলকাতা নিয়ে যাওয়া হয়েছে । মৃতদের পরিচয় জানা যায়নি । তবে আইওসির তরফে আগুন লাগার কারণ সরকারিভাবে জানা যায়নি ৷ তবে আইওসি রিফাইনারিতে এর আগে ছোটাখাটো দুর্ঘটনা ঘটলেও মঙ্গলবারের মতো ভয়াবহ দুর্ঘটনা অতীতে হয়নি ।
-
Deeply anguished by the fire in IOC, Haldia.
— Mamata Banerjee (@MamataOfficial) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Three precious lives were lost and my thoughts are with the bereaved families in this hour of grief. Those injured are being brought to Kolkata through a green corridor. GoWB will extend all assistance to ensure their speedy recovery.
">Deeply anguished by the fire in IOC, Haldia.
— Mamata Banerjee (@MamataOfficial) December 21, 2021
Three precious lives were lost and my thoughts are with the bereaved families in this hour of grief. Those injured are being brought to Kolkata through a green corridor. GoWB will extend all assistance to ensure their speedy recovery.Deeply anguished by the fire in IOC, Haldia.
— Mamata Banerjee (@MamataOfficial) December 21, 2021
Three precious lives were lost and my thoughts are with the bereaved families in this hour of grief. Those injured are being brought to Kolkata through a green corridor. GoWB will extend all assistance to ensure their speedy recovery.
আরও পড়ুন : Fire Factory At Burdwan: কারখানায় ভয়াবহ আগুন, কয়েক লক্ষ টাকার ক্ষতি
দুর্ঘটনার খবর পেয়েই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি রাজ্য সরকার চিকিৎসায় সবরকম সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷ মুখ্যমন্ত্রী লেখেন, "আইওসি হলদিয়ায় আগুন লাগার ঘটনায় গভীরভাবে ব্যাথিত ৷ তিনটি মূল্যবান জীবন অকালে ঝরে গেল ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল ৷ আহতদের মধ্যে কয়েকজনকে গ্রিন করিডর করে কলাকাতা নিয়ে আসা হয়েছে ৷ তাঁদের দ্রুত সুস্থতার জন্য রাজ্য সরকার সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেবে ৷"