তমলুক, 30 মার্চ : কোরোনার সংক্রমণ প্রতিরোধে পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায় আজ থেকে শুরু হল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ । কয়েক হাজার সাফাই কর্মী ও পূর্ব মেদিনীপুরের দমকল বিভাগের কর্মীরা এই কাজ শুরু করেছে । পাঁচটি পৌরশহরের রাস্তাঘাট, বাজার, প্রশাসনিক ভবন, হাসপাতাল, বাসট্যান্ডসহ একাধিক জায়গায় আগামী কয়েকদিন লাগাতার এই কাজ চলবে ।
এই বিস্তীর্ণ এলাকা পরিষ্কার করতে দমকল বিভাগের ট্যাঙ্কগুলিতে জলের সঙ্গে মেশানো হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড অথবা ব্লিচিং পাউডার । প্রশাসনিক দপ্তরগুলির ভিতরে ব্যবহার করা হচ্ছে ফিনাইল । আজ দুপুরে তমলুকে জেলাশাসকের অফিস, জেলা হাসপাতাল, পুলিশ সুপারের অফিস চত্বর-সহ হলদিয়া, তমলুক, পাঁশকুড়া, এগরা পৌরসভার বিভিন্ন এলাকা স্যানিটাইজ় করা হয় । আগামীকাল থেকে জেলার বাকি পৌরশহর ও গ্রামের গুরুত্বপূর্ণ জায়গাগুলি পরিষ্কার করা হবে ।
এ বিষয়ে জেলাশাসক পার্থ ঘোষ জানিয়েছেন, ইতিমধ্যেই জেলার সমস্ত প্রশাসনিক ভবন থেকে শুরু করে সমস্ত জায়গায় স্যানিটাইজ় করার কাজ শুরু হয়েছে । কয়েক হাজার সাফাই কর্মী ও দমকল বিভাগের আধিকারিকরা সেই কাজ করছেন । কোরোনার প্রকোপ যতদিন না কমছে, ততদিন এই কাজ চলবে৷