ETV Bharat / state

কাঁথিতে পানীয় জলের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের

পানীয় জলের দাবিতে কাঁথি-খড়গপুর রাজ্য সড়কে জলের ড্রাম, বালতি ও কলসি রেখে বিক্ষোভ স্থানীয় মহিলাদের ৷

road block for drinking water
পানীয় জলের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের
author img

By

Published : Jan 21, 2020, 6:03 AM IST


কাঁথি , 21 জানুয়ারি : পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন গ্রামের মহিলাদের । রাস্তায় জলের ড্রাম, বালতি ও কলসি রেখে অবরোধ শুরু করেন তাঁরা । ফলে ব্যহত হয় যান চলাচল ।

সোমবার বিকেলে কাঁথি-খড়্গপুর রাজ্য সড়কে কৃষ্টচক রেল গেট সংলগ্ন এলাকায় প্রায় 40 মিনিট রাস্তা অবরোধ করেন তাঁরা । দাবি , দীর্ঘদিন ধরে কাঁথি 1 নম্বর ব্লকের রাইপুর পশ্চিমবাড়ে গ্রাম পঞ্চায়েতের কেশরকুণ্ডা, সারিয়া, কচুরি ও শশানিয়াসহ একাধিক গ্রাম পানীয় জল পরিষেবা পায়নি । গ্রামগুলিতে পানীয় জল সরবরাহের জন্য কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি । বিক্ষোভকারীগদের বক্তব্য, ভোটের সময় তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল যে বিকল্প জলের ব্যবস্থা না হওয়া পর্যন্ত কাঁথি থেকে জলের গাড়ি দেওয়া হবে । সেটা শুরুও হয়েছিল ৷ কিন্তু অভিযোগ, পরের দিকে নিয়মিত জলের গাড়ি আসা বন্ধ হয়ে যায় ৷ কখনও আসে তো কখনও আসে না ৷ যার ফলে সমস্যায় পড়েছে কয়েক'শো পরিবার ।

এক বিক্ষোভকারী বলেন , " দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছি । পানীয় জল অনেক দূর থেকে নিয়ে আসতে হয় । প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য রাস্তা অবরোধ করেছি । " এদিক অবরোধ দীর্ঘক্ষণ চলায় সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা ।


কাঁথি , 21 জানুয়ারি : পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন গ্রামের মহিলাদের । রাস্তায় জলের ড্রাম, বালতি ও কলসি রেখে অবরোধ শুরু করেন তাঁরা । ফলে ব্যহত হয় যান চলাচল ।

সোমবার বিকেলে কাঁথি-খড়্গপুর রাজ্য সড়কে কৃষ্টচক রেল গেট সংলগ্ন এলাকায় প্রায় 40 মিনিট রাস্তা অবরোধ করেন তাঁরা । দাবি , দীর্ঘদিন ধরে কাঁথি 1 নম্বর ব্লকের রাইপুর পশ্চিমবাড়ে গ্রাম পঞ্চায়েতের কেশরকুণ্ডা, সারিয়া, কচুরি ও শশানিয়াসহ একাধিক গ্রাম পানীয় জল পরিষেবা পায়নি । গ্রামগুলিতে পানীয় জল সরবরাহের জন্য কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি । বিক্ষোভকারীগদের বক্তব্য, ভোটের সময় তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল যে বিকল্প জলের ব্যবস্থা না হওয়া পর্যন্ত কাঁথি থেকে জলের গাড়ি দেওয়া হবে । সেটা শুরুও হয়েছিল ৷ কিন্তু অভিযোগ, পরের দিকে নিয়মিত জলের গাড়ি আসা বন্ধ হয়ে যায় ৷ কখনও আসে তো কখনও আসে না ৷ যার ফলে সমস্যায় পড়েছে কয়েক'শো পরিবার ।

এক বিক্ষোভকারী বলেন , " দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছি । পানীয় জল অনেক দূর থেকে নিয়ে আসতে হয় । প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য রাস্তা অবরোধ করেছি । " এদিক অবরোধ দীর্ঘক্ষণ চলায় সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা ।

Intro:পানীয় জলের জন্য রাস্তায় জলের ড্রাম রেখে পথ অবরোধ গ্রামবাসীর ।

পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী মহিলারা। রাস্তার উপর জলের ড্রাম, বালতি ও কলশি রেখে রাস্তা অবরোধ শুরু করেন মহিলারা। সোমবার বিকেলের দিকে কাঁথি খড়্গপুর রাজ্য সড়ক কৃষ্টচক রেল গেটের সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । প্রায় ৪০ মিনিট ধরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মহিলারা। ঘটনার খবর পেয়ে হাজির হয় কাঁথি থানার বিশাল পুলিশবাহিনী। অবরোধ জেরে বেশ সমস্য পড়েন নিত্যযাত্রী থেকে স্কুল ও কলেজের পড়ুয়ারা। বিক্ষোভকারীদের দাবি , দীর্ঘদিন ধরে কাঁথি ১ ব্লকের রাইপুর পশ্চিমবাড়ে গ্রাম পঞ্চায়েতের কেশরকুণ্ডা, সারিয়া, কচুরি ও শশানিয়া সহ একাধিক গ্রামে বাড়ি বাড়ি তে পানীয় জলের পরিষেবা পাওয়া যায়নি । এমন কি গ্রাম গুলোতেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি । দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে আমাদের । এর জন্য ভোটের সময় নেতারা আশ্বাস দিয়েছেন , যতদিন বিকল্প জলের ব্যবস্থা না হওয়া পর্যন্ত কাঁথি থেকে জলের গাড়ি গিয়ে জল সরবরাহ করবে । এরপর কাঁথি থেকে পানীয় জলের গাড়ি গিয়ে জল দিয়ে আসতো। বেশ কিছুদিন ধরে সেই পানীয় জলের গাড়ি বন্ধ হয়ে যায় । এই জন্য বেশ সমস্যার পড়েছেন কয়েক শতাধিক পরিবার। পানীয় জলের দাবিতে কয়েকটি গ্রামের মহিলা একত্রিত হয়ে কাঁথি খড়্গপুর রাজ্য সড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীদের এক মহিলা বলেন দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। পানীয় জল অনেক দুর থেকে নিয়ে আসতে হয়। প্রশাসনের দৃষ্টি আর্কশন করার জন্য রাস্তা অবরোধ করেছি ।Body:পানীয় জলের জন্য রাস্তায় জলের ড্রাম রেখে পথ অবরোধ গ্রামবাসীর ।

পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী মহিলারা। রাস্তার উপর জলের ড্রাম, বালতি ও কলশি রেখে রাস্তা অবরোধ শুরু করেন মহিলারা। সোমবার বিকেলের দিকে কাঁথি খড়্গপুর রাজ্য সড়ক কৃষ্টচক রেল গেটের সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । প্রায় ৪০ মিনিট ধরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মহিলারা। ঘটনার খবর পেয়ে হাজির হয় কাঁথি থানার বিশাল পুলিশবাহিনী। অবরোধ জেরে বেশ সমস্য পড়েন নিত্যযাত্রী থেকে স্কুল ও কলেজের পড়ুয়ারা। বিক্ষোভকারীদের দাবি , দীর্ঘদিন ধরে কাঁথি ১ ব্লকের রাইপুর পশ্চিমবাড়ে গ্রাম পঞ্চায়েতের কেশরকুণ্ডা, সারিয়া, কচুরি ও শশানিয়া সহ একাধিক গ্রামে বাড়ি বাড়ি তে পানীয় জলের পরিষেবা পাওয়া যায়নি । এমন কি গ্রাম গুলোতেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি । দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে আমাদের । এর জন্য ভোটের সময় নেতারা আশ্বাস দিয়েছেন , যতদিন বিকল্প জলের ব্যবস্থা না হওয়া পর্যন্ত কাঁথি থেকে জলের গাড়ি গিয়ে জল সরবরাহ করবে । এরপর কাঁথি থেকে পানীয় জলের গাড়ি গিয়ে জল দিয়ে আসতো। বেশ কিছুদিন ধরে সেই পানীয় জলের গাড়ি বন্ধ হয়ে যায় । এই জন্য বেশ সমস্যার পড়েছেন কয়েক শতাধিক পরিবার। পানীয় জলের দাবিতে কয়েকটি গ্রামের মহিলা একত্রিত হয়ে কাঁথি খড়্গপুর রাজ্য সড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীদের এক মহিলা বলেন দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। পানীয় জল অনেক দুর থেকে নিয়ে আসতে হয়। প্রশাসনের দৃষ্টি আর্কশন করার জন্য রাস্তা অবরোধ করেছি ।Conclusion:পানীয় জলের জন্য রাস্তায় জলের ড্রাম রেখে পথ অবরোধ গ্রামবাসীর ।

পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী মহিলারা। রাস্তার উপর জলের ড্রাম, বালতি ও কলশি রেখে রাস্তা অবরোধ শুরু করেন মহিলারা। সোমবার বিকেলের দিকে কাঁথি খড়্গপুর রাজ্য সড়ক কৃষ্টচক রেল গেটের সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । প্রায় ৪০ মিনিট ধরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মহিলারা। ঘটনার খবর পেয়ে হাজির হয় কাঁথি থানার বিশাল পুলিশবাহিনী। অবরোধ জেরে বেশ সমস্য পড়েন নিত্যযাত্রী থেকে স্কুল ও কলেজের পড়ুয়ারা। বিক্ষোভকারীদের দাবি , দীর্ঘদিন ধরে কাঁথি ১ ব্লকের রাইপুর পশ্চিমবাড়ে গ্রাম পঞ্চায়েতের কেশরকুণ্ডা, সারিয়া, কচুরি ও শশানিয়া সহ একাধিক গ্রামে বাড়ি বাড়ি তে পানীয় জলের পরিষেবা পাওয়া যায়নি । এমন কি গ্রাম গুলোতেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি । দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে আমাদের । এর জন্য ভোটের সময় নেতারা আশ্বাস দিয়েছেন , যতদিন বিকল্প জলের ব্যবস্থা না হওয়া পর্যন্ত কাঁথি থেকে জলের গাড়ি গিয়ে জল সরবরাহ করবে । এরপর কাঁথি থেকে পানীয় জলের গাড়ি গিয়ে জল দিয়ে আসতো। বেশ কিছুদিন ধরে সেই পানীয় জলের গাড়ি বন্ধ হয়ে যায় । এই জন্য বেশ সমস্যার পড়েছেন কয়েক শতাধিক পরিবার। পানীয় জলের দাবিতে কয়েকটি গ্রামের মহিলা একত্রিত হয়ে কাঁথি খড়্গপুর রাজ্য সড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীদের এক মহিলা বলেন দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। পানীয় জল অনেক দুর থেকে নিয়ে আসতে হয়। প্রশাসনের দৃষ্টি আর্কশন করার জন্য রাস্তা অবরোধ করেছি ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.