দিঘা, 4 অক্টোবর: পথ দুর্ঘটনায় হাওড়ার দুই পর্যটকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ৷ ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দকুমার 116 বি জাতীয় সড়ক মারিশদা থানার ভাইটগড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় (Road Accident) ৷ মৃতদের নাম শুভজিৎ মুখোপাধ্যায় ও রনজিৎ কোলে ৷
জানা গিয়েছে, অষ্টমীর রাতে বাড়ি থেকে বেরিয়ে সমুদ্র সৈকত দিঘায় বেড়াতে আসছিলেন দুই বন্ধু । দিঘা পৌঁছনোর আগেই পথ দুর্ঘটনায় দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল তাঁদের ৷ মৃত দুই যুবক হাওড়া আন্দুলের বাসিন্দা ।
মঙ্গলবার সকালে দুই বন্ধু একটি গাড়িতে করে দিঘার উদ্দেশ্যে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পারা গিয়েছে । মারিশদা থানার ভাইটগড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পণ্য বোঝাই লরির পেছনে সপাটে ধাক্কা মারে পর্যটকের গাড়ি । লরির পেছনে দুমড়ে মুচড়ে ঢুকে যায় তাঁদের গাড়ি । যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক । ঘটনার খবর জানতে পেরেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন । খবর পেয়ে ছুটে আসে মারিশদা থানার ওসি সৌমেন গুহর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ।
আরও পড়ুন: ধর্ষণ করে খুন ! যোগীরাজ্যে কিশোরীর নগ্ন দেহ উদ্ধারে লাগল রাজনীতির রং
দ্রুত দু'জনকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা দু'জনকে মৃত বলে জানান ৷ মারিশদা থানার পুলিশের পক্ষ থেকে মৃত যুবকের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে । দুর্ঘটনাগ্রস্ত পণ্য বোঝাই লরি ও পর্যটকের গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে ৷ মৃতদের পরিবারের সদস্য়দের কাছে দুর্ঘটনার খবর পৌঁছনোর পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷
রনজিৎ কোলের পরিবার সূত্রে খবর, অষ্টমীর রাতে বাড়ি ফেরেনি রনজিৎ ৷ বন্ধুর বাড়িতে আছে বলে বাড়ির লোক নিশ্চিন্ত ছিল ৷ পরে নবমীর দিন সকাল আটটায় দুর্ঘটনার খবর পাওয়া যায় ৷ বাড়ির লোককে ঘটনাস্থলে যেতে বলা হয় ৷
মারিশদা থানার ওসি সৌমেন গুহ বলেন, "এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে ৷ ঠিক কি কারণে এমন দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে ।"