পাঁশকুড়া, 25 জুন : পূর্ব মেদিনীপুর জেলার পাঁচ জন কোরোনা আক্রান্ত ব্যক্তি সুস্থহয়ে ওঠায় হাসপাতাল থেকে ওদের ছুটি দেওয়া হল । ওই পাঁচজনকে জেলা স্বাস্থ্যবিভাগেরপক্ষ থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হয় । সকলকেই আগামী 14 দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশদিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মন্ডল ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, ওই পাঁচ জন ভিন রাজ্য থেকে বাড়িফিরেছিলেন । পরে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে সোয়াব টেস্ট করা হয়েছিল । সোয়াবটেস্টের রিপোর্ট থেকে জানা যায় তাঁরা সকলেই কোরোনা আক্রান্ত । এরপর জেলাস্বাস্থ্য বিভাগের উদ্যোগে তাদের হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসা চলাকালীন পর পরদুবার সোয়াব টেস্ট করা হয় । দুবারই রিপোর্ট নিগেটিভ আসে । যা থেকে চিকিৎসকরানিশ্চিত হন তারা সংক্রমণ মুক্ত হয়েছেন । এরপর গতকাল দুপুর নাগাদ তাদের হাসপাতালথেকে ছুটি দেওয়া হয় ।
এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল জানান, জেলার পাঁচ কোরোনা আক্রান্ত রোগীসুস্থ হয়ে ওঠায় তাদের ছুটি দেওয়া হয়েছে । আগামী ১৪ দিন প্রত্যেককেই হোমকোয়ারেনটাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।