ETV Bharat / state

মহিষাদলে BJP-র কার্যালয়ে রামের পুজোয় বাধা পুলিশের

BJP-র তরফে রাজ্যের প্রায় প্রতিটি এলাকাতেই রামের পুজোর আয়োজন করা হয় । লকডাউন উপেক্ষা করে জমায়েত করায় মহিষাদলে BJP-র কার্যালয়ে পুজো বন্ধ করে দিল পুলিশ ।

মহিষাদল
author img

By

Published : Aug 5, 2020, 4:58 PM IST

মহিষাদল, 5 অগাস্ট : মহিষাদলে BJP- র দলীয় কার্যালয়ে রামের পুজো ও যজ্ঞ বন্ধ করে দিল পুলিশ । কার্যালয় থেকে BJP কর্মীদের বের করে দেওয়া হয় বলেও অভিযোগ ।

আজ অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজ্যের অন্য জায়গার মতো মহিষাদলের সিনেমা মোড়ের BJP কার্যালয়েও সকাল থেকেই শুরু হয় পুজো ও যজ্ঞ । অভিযোগ, মহিষাদল থানার পুলিশ এসে পুজো বন্ধ করে দেয় । BJP নেতা-কর্মীদেরও সেখান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ।

এই বিষয়ে BJP-র তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “দীর্ঘদিনের আইনি জটিলতা শেষে রাম মন্দিরের ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে কারণে দেশবাসী আজ আনন্দিত। আমরাও তাই দলীয় কার্যালয়ে রামের আরাধনায় মেতে উঠেছিলাম । কিন্তু শাসকদলের তল্পিবাহক পুলিশ তাতে বাধা দিয়েছে। মানুষর ভাবাবেগকে মর্যাদা দিচ্ছে না তারা । রাজ্যের শাসকদল ও পুলিশ এখন অভিন্ন নয় । ইচ্ছাকৃতভাবেই পুজো বন্ধ করা হয়েছে।”

বিষয়টি নিয়ে হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক তন্ময় মুখোপাধ্যায় বলেন, "BJP-র তরফে পুজো করার জন্য আগাম কোনও অনুমতি চাওয়া হয়নি । অবৈধভাবে দলীয় কার্যালয়ে অনেকের জমায়েত হয়েছিল । রাজ্য সরকারের তরফে কোরোনা সংক্রমণ রুখতে যে লকডাউন চলছে তা কার্যকর করতেই জমায়েত হটিয়ে দেওয়া হয়েছে।"

মহিষাদল, 5 অগাস্ট : মহিষাদলে BJP- র দলীয় কার্যালয়ে রামের পুজো ও যজ্ঞ বন্ধ করে দিল পুলিশ । কার্যালয় থেকে BJP কর্মীদের বের করে দেওয়া হয় বলেও অভিযোগ ।

আজ অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজ্যের অন্য জায়গার মতো মহিষাদলের সিনেমা মোড়ের BJP কার্যালয়েও সকাল থেকেই শুরু হয় পুজো ও যজ্ঞ । অভিযোগ, মহিষাদল থানার পুলিশ এসে পুজো বন্ধ করে দেয় । BJP নেতা-কর্মীদেরও সেখান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ।

এই বিষয়ে BJP-র তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “দীর্ঘদিনের আইনি জটিলতা শেষে রাম মন্দিরের ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে কারণে দেশবাসী আজ আনন্দিত। আমরাও তাই দলীয় কার্যালয়ে রামের আরাধনায় মেতে উঠেছিলাম । কিন্তু শাসকদলের তল্পিবাহক পুলিশ তাতে বাধা দিয়েছে। মানুষর ভাবাবেগকে মর্যাদা দিচ্ছে না তারা । রাজ্যের শাসকদল ও পুলিশ এখন অভিন্ন নয় । ইচ্ছাকৃতভাবেই পুজো বন্ধ করা হয়েছে।”

বিষয়টি নিয়ে হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক তন্ময় মুখোপাধ্যায় বলেন, "BJP-র তরফে পুজো করার জন্য আগাম কোনও অনুমতি চাওয়া হয়নি । অবৈধভাবে দলীয় কার্যালয়ে অনেকের জমায়েত হয়েছিল । রাজ্য সরকারের তরফে কোরোনা সংক্রমণ রুখতে যে লকডাউন চলছে তা কার্যকর করতেই জমায়েত হটিয়ে দেওয়া হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.