কাঁথি, 22 সেপ্টেম্বর : রাস্তা বেহাল । পিচের আস্তরন উঠে গেছে । তৈরি হয়েছে বড় বড় গর্ত । বৃষ্টির জমা জলের আকার নিয়েছে ছোট-বড় পুকুরের । আর এরই প্রতিবাদে রাস্তায় ধানগাছ লাগিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে । মহকুমা হাসপাতাল মোড় থেকে ভবানীমোড় পর্যন্ত 7 কিলোমিটার রাস্তার বেহাল দশা ।
রাস্তা সারাইয়ের দাবিতে আন্দোলনে নামলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কাঁথি-2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি তরুণ জানা । করা হয় পথ অবরোধ । রাস্তায় তৈরি হওয়া ছোট বড় পুকুরে মাছ ধরার মতো করে চলে প্রতিবাদ । অবরোধের খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ গেলে, তাঁদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন অবরোধকারীরা । বিক্ষোভকারীদের দাবি, PWD তে রাস্তা সারাইয়ের দাবি জানিয়ে কোন লাভ হয়নি । তাই স্থানীয় পঞ্চায়েত সদস্য ও ব্লকের সহকারী সভাপতি সহ অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রতিবাদে নেমেছেন তাঁরা ।
যদিও কাঁথির BJP-র জেলা সাংগঠনিক সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, “তৃণমূলের নেতারা নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য এইসব নাটক করছে । মানুষ সঠিক সময়ে যোগ্য জবাব দেবে ।”
অপরদিকে তৃণমূল পরিচালিত কাঁথি 2 নম্বর ব্লকের সহকারী সভাপতি তরুণ জানা বলেন, “প্রায় তিন বছর ধরে আমরা PWD অফিসে রাস্তা সারাইয়ের দাবি জানিয়ে আসছি । কিন্তু CPI(M)-এর কোঅর্ডিনেশন কমিটির লোকেরা ও BJP-র কিছু লোক কাজ করতে দিচ্ছে না। আসলে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কালিমালিপ্ত করার জন্য এইসব কাজ করছে ।”
স্থানীয় বাসিন্দা আবদুল কাদের খান বলেন, “এই রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় রয়েছে । বার বার অভিযোগ জানানো হলেও কোনও কাজ হয়নি । তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি ।”
তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য ও চালতি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসেমা বিবির স্বামী ও তৃণমূল নেতা জয়নাল আলি শাহ বলেন, “দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় এই রাস্তা পড়ে রয়েছে। আমি এবং প্রধান সাহেব কাঁথি মহকুমা শাসকের কাছে পাঁচ থেকে ছয় মাস আগে লিখিত অভিযোগ করেছিলাম । কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি। এমনকি বারবার PWD-র আধিকারিকদের জানানোর পরেও কোনও কাজ হয়নি । প্রতিবারই আশ্বাস দেওয়া হয়েছে টেন্ডার হয়ে যাবে ।”
যদিও এই ব্যাপারে PWD-র ডিভিশন ইঞ্জিনিয়র রাজীব কুমারের সঙ্গে বারবার যোগাযোগ করা হলে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এদিকে দীর্ঘক্ষণ অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় এলাকায় । পরবর্তী কাঁথি থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে ।