ETV Bharat / state

কাটমানি নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষক-কেরানি বিরুদ্ধে, বিক্ষোভে বন্ধ পঠন-পাঠন - bribe

এবার কাটমানি ফেরতের জন্য বিক্ষোভ শিক্ষাঙ্গনে । তাও আবার প্রধান শিক্ষক ও স্কুলের কেরানির বিরুদ্ধে । অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করছেন প্রধান শিক্ষক সমর সিংহ ও স্কুলের কেরানি মিল্টন মণ্ডল । সেই টাকাই ফেরতের দাবিতে গতকাল সকাল থেকে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় শতাধিক ছাত্র-ছাত্রী ।

বিক্ষোভে বন্ধ পঠন-পাঠন
author img

By

Published : Jul 24, 2019, 2:52 PM IST

সুতাহাটা , 24 জুলাই : এবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের কেরানির বিরুদ্ধে ৷ হলদিয়ার সুতাহাটা ব্লকের শিমুলবেড়‍্যা যোগেন্দ্র উচ্চ বিদ্যাপীঠের ঘটনা । অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক সমর সিংহ ও বিদ্যালয়ের কেরানি মিল্টন মণ্ডল রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করছেন ৷ সেই টাকা ফেরতের দাবিতে গতকাল সকাল থেকে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে শতাধিক ছাত্র-ছাত্রী । এর জেরে গতকাল বন্ধ হয়ে যায় শিমুলবেড়‍্যা যোগেন্দ্র উচ্চ বিদ্যাপীঠের পঠন-পাঠন ।

বিদ্যালয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের প্রকল্প যেমন সবুজসাথী ও কন্যাশ্রী প্রকৃতি প্রকল্পের আবেদনপত্র পূরণ করার জন্য ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তিরিশ টাকা করে নেওয়া হত ৷ যা সম্পূর্ণ বেআইনি । একাধিকবার স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা এই নিয়ে অভিযোগ জানালেও এ বিষয়ে কোনও পদক্ষেপ করেনি স্কুল কর্তৃপক্ষ ৷ শেষ পর্যন্ত ছাত্র-ছাত্রীরা ও অভিভাবকরা স্কুলের সার্কেল ইন্সপেক্টর কাছে এ বিষয়ে অভিযোগ জানায় ৷ দিন পনেরো আগে শিমুলবেড়‍্যা যোগেন্দ্র উচ্চ বিদ্যাপীঠে যান সুতাহাটা উত্তর চক্রের পরিদর্শক অরিন্দম চাউলা ৷ তিনি স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে যান প্রধান শিক্ষককে ৷ অভিযোগ, তারপরও তাঁর কথা কানে তোলেননি স্কুলের প্রধান শিক্ষক ৷

এরপর গতকাল টাকা ফেরতের দাবিতে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে স্কুল পড়ুয়ারা । কয়েক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ ৷ বিক্ষোভের জেরে স্কুলে ঢুকতে পারেননি শিক্ষক ও শিক্ষা কর্মীবৃন্দরা ৷ এক প্রকার বাধ্য হয়েই ফিরে যেতে হয় তাঁদের । প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ চলার পর ছাত্র-ছাত্রীরা তা প্রত্যাহার করে নেয় । এর জরে বন্ধ হয়ে যায় গতকালের পঠন-পাঠন । অভিযোগ, বিক্ষোভের আঁচ বুঝতে পেরেই গতকাল বিদ্যালয় যাননি সমরবাবু ও মিল্টন ।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সমর সিংহ বলেন, "স্কুলের কাজেই আমি গতকাল DI অফিসে এসেছি । স্কুলের কম্পিউটার না থাকায় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ফরম ফিলাপ বাবদ এই টাকা নেওয়া হয়েছে । স্কুল পরিদর্শকের নির্দেশে সেই টাকা আমরা গতকালই ফেরত দিয়ে দিয়েছি । আমার বিরুদ্ধে কিছু সহকারি শিক্ষক একজোট হয়েছে চক্রান্ত করে ফাঁসানোর জন্যই ছাত্র-ছাত্রীদের নিয়ে এই আন্দোলন করছেন ।"

অপরদিকে টাকা ফেরত পাওয়ার কথা মানতে নারাজ ছাত্রছাত্রীরা । তাদের অভিযোগ, এখনও পর্যন্ত ফেরত দেওয়া হয়নি সেই টাকা । স্কুলের ক্লাস টেনের ছাত্র শেখ জহিরুল বলে, "বারবার প্রধান শিক্ষকের কাছে টাকা ফেরতের জন্য আবেদন জানিয়েছিলাম । তাই প্রধান শিক্ষক আমাদের স্কুল থেকে TC দেওয়ার এমন কী গ্রেপ্তারের হুমকি দেন । এ ছাড়াও বিভিন্ন ধরনের অপমানজনক কথা বলেন । তাই আজ আমরা টাকা ফেরতের দাবিতে আন্দোলন শুরু করেছি । আমরা চাই স্কুল কর্তৃপক্ষ সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিয়ে দিক ।

ভিডিয়োয় শুনুন চৈতালি হালদার ও শেখ জহিরুলের বক্তব্য

"

অপরদিকে স্কুলের সহকারী শিক্ষিকা চৈতালি হালদার বলেন, "ছাত্রছাত্রীদের কাছ থেকে এভাবে টাকা নেওয়া কোনওভাবেই উচিত হয়নি । প্রধান শিক্ষক টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন বলে শুনেছি । ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এভাবে টাকা নেওয়ার কারণে শিক্ষকদের প্রতি সমাজে খারাপ বার্তা যাচ্ছে। ইচ্ছা ছিল ছাত্র-ছাত্রীদের পাশে দাড়িয়েই আন্দোলনে সামিল হওয়ার । আমি ব্যক্তিগতভাবে চাই দ্রুততার সাথে ছাত্রছাত্রীদের টাকা ফেরত দেওয়া হোক ।"

সুতাহাটা , 24 জুলাই : এবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের কেরানির বিরুদ্ধে ৷ হলদিয়ার সুতাহাটা ব্লকের শিমুলবেড়‍্যা যোগেন্দ্র উচ্চ বিদ্যাপীঠের ঘটনা । অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক সমর সিংহ ও বিদ্যালয়ের কেরানি মিল্টন মণ্ডল রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করছেন ৷ সেই টাকা ফেরতের দাবিতে গতকাল সকাল থেকে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে শতাধিক ছাত্র-ছাত্রী । এর জেরে গতকাল বন্ধ হয়ে যায় শিমুলবেড়‍্যা যোগেন্দ্র উচ্চ বিদ্যাপীঠের পঠন-পাঠন ।

বিদ্যালয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের প্রকল্প যেমন সবুজসাথী ও কন্যাশ্রী প্রকৃতি প্রকল্পের আবেদনপত্র পূরণ করার জন্য ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তিরিশ টাকা করে নেওয়া হত ৷ যা সম্পূর্ণ বেআইনি । একাধিকবার স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা এই নিয়ে অভিযোগ জানালেও এ বিষয়ে কোনও পদক্ষেপ করেনি স্কুল কর্তৃপক্ষ ৷ শেষ পর্যন্ত ছাত্র-ছাত্রীরা ও অভিভাবকরা স্কুলের সার্কেল ইন্সপেক্টর কাছে এ বিষয়ে অভিযোগ জানায় ৷ দিন পনেরো আগে শিমুলবেড়‍্যা যোগেন্দ্র উচ্চ বিদ্যাপীঠে যান সুতাহাটা উত্তর চক্রের পরিদর্শক অরিন্দম চাউলা ৷ তিনি স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে যান প্রধান শিক্ষককে ৷ অভিযোগ, তারপরও তাঁর কথা কানে তোলেননি স্কুলের প্রধান শিক্ষক ৷

এরপর গতকাল টাকা ফেরতের দাবিতে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে স্কুল পড়ুয়ারা । কয়েক ঘণ্টা ধরে চলে বিক্ষোভ ৷ বিক্ষোভের জেরে স্কুলে ঢুকতে পারেননি শিক্ষক ও শিক্ষা কর্মীবৃন্দরা ৷ এক প্রকার বাধ্য হয়েই ফিরে যেতে হয় তাঁদের । প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ চলার পর ছাত্র-ছাত্রীরা তা প্রত্যাহার করে নেয় । এর জরে বন্ধ হয়ে যায় গতকালের পঠন-পাঠন । অভিযোগ, বিক্ষোভের আঁচ বুঝতে পেরেই গতকাল বিদ্যালয় যাননি সমরবাবু ও মিল্টন ।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সমর সিংহ বলেন, "স্কুলের কাজেই আমি গতকাল DI অফিসে এসেছি । স্কুলের কম্পিউটার না থাকায় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ফরম ফিলাপ বাবদ এই টাকা নেওয়া হয়েছে । স্কুল পরিদর্শকের নির্দেশে সেই টাকা আমরা গতকালই ফেরত দিয়ে দিয়েছি । আমার বিরুদ্ধে কিছু সহকারি শিক্ষক একজোট হয়েছে চক্রান্ত করে ফাঁসানোর জন্যই ছাত্র-ছাত্রীদের নিয়ে এই আন্দোলন করছেন ।"

অপরদিকে টাকা ফেরত পাওয়ার কথা মানতে নারাজ ছাত্রছাত্রীরা । তাদের অভিযোগ, এখনও পর্যন্ত ফেরত দেওয়া হয়নি সেই টাকা । স্কুলের ক্লাস টেনের ছাত্র শেখ জহিরুল বলে, "বারবার প্রধান শিক্ষকের কাছে টাকা ফেরতের জন্য আবেদন জানিয়েছিলাম । তাই প্রধান শিক্ষক আমাদের স্কুল থেকে TC দেওয়ার এমন কী গ্রেপ্তারের হুমকি দেন । এ ছাড়াও বিভিন্ন ধরনের অপমানজনক কথা বলেন । তাই আজ আমরা টাকা ফেরতের দাবিতে আন্দোলন শুরু করেছি । আমরা চাই স্কুল কর্তৃপক্ষ সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিয়ে দিক ।

ভিডিয়োয় শুনুন চৈতালি হালদার ও শেখ জহিরুলের বক্তব্য

"

অপরদিকে স্কুলের সহকারী শিক্ষিকা চৈতালি হালদার বলেন, "ছাত্রছাত্রীদের কাছ থেকে এভাবে টাকা নেওয়া কোনওভাবেই উচিত হয়নি । প্রধান শিক্ষক টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন বলে শুনেছি । ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এভাবে টাকা নেওয়ার কারণে শিক্ষকদের প্রতি সমাজে খারাপ বার্তা যাচ্ছে। ইচ্ছা ছিল ছাত্র-ছাত্রীদের পাশে দাড়িয়েই আন্দোলনে সামিল হওয়ার । আমি ব্যক্তিগতভাবে চাই দ্রুততার সাথে ছাত্রছাত্রীদের টাকা ফেরত দেওয়া হোক ।"

Intro:সুতাহাটা ,২৩ জুলাই :কাটমানি ফেরতের দাবিতে জেলায় জেলায় আন্দোলন রাজ্যবাসীর অজানা নয়। এবার কাটমানি ফেরতের আন্দোলন শিক্ষাঙ্গনে ।তাও আবার প্রধান শিক্ষকের ও স্কুলের করনিকের বিরুদ্ধে। অভিযোগ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে দীর্ঘদিন ধরে । সেই টাকাই ফেরতের দাবিতে আজ সকাল থেকে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় শতাধিক ছাত্র-ছাত্রী। বিক্ষোভের জেরে স্কুলে ঢুকতে না পেরে ফিরে গেলেন একাধিক সহকারি শিক্ষক ও শিক্ষা কর্মীরা। ঘটনাটি ঘটেছে হলদিয়ার সুতাহাটা ব্লকের শিমুলবেড়‍্যা যোগেন্দ্র উচ্চ বিদ্যাপীঠ। বিক্ষোভের জেরে এ দিন স্কুলের পঠন-পাঠন শিকেয় ওঠে ছুটি হয়ে যায় স্কুল।
Body:বিদ্যালয় সূত্রে জানা গেছে, সুতাহাটার শিমুলবেড়‍্যা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরেই ছাত্র-ছাত্রীদের কাছ থেকে রাজ্য সরকারের প্রকল্প অর্থাৎ স্কলার্শিপ, মাইনরিটি, সবুজ সাথী ও কন্যাশ্রী প্রকৃতি প্রকল্পের আবেদনপত্র পূরণ করার জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তিরিশ টাকা করে নেওয়া হতো। যা সম্পূর্ণ বেআইনি। একাধিকবার স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবকরা সেই টাকা না নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে জানালেও কোন কথা শোনেননি কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত অভিবাবকরা দ্বারস্থ হন স্কুলের সার্কেল ইন্সপেক্টরের কাছে। দিন পনেরো আগে অভিযোগের ভিত্তিতে সুতাহাটা উত্তর চক্রের পরিদর্শক অরিন্দম চাউলা স্কুলে এসে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে যান। অভিযোগ মানা হয়নি সেই নির্দেশিকাও। আর যে কারণেই টাকা ফেরতের দাবিতে স্কুলের গেটে তালা লাগিয়ে এদিন সকালে বিক্ষোভ দেখাতে শুরু করে স্কুলের পড়ুয়ারা। কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ চলায় স্কুলেই ঢুকতে পারেননি কোন সহকারী শিক্ষক থেকে শিক্ষা কর্মীবৃন্দ। এক প্রকার বাধ্য হয়েই ফিরে যেতে হয় তাদের। প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ চলার ছাত্র ছাত্রীরা প্রত্যাহার করে তাদের আন্দোলন। বন্ধ হয়ে যায় এ দিনের পঠন-পাঠন। অভিযোগ বিক্ষোভের আঁচ বুঝতে পেরেই এদিন বিদ্যালয়ের পথ মাড়ালেন না অভিযুক্ত প্রধান শিক্ষক সমর সিংহ ও বিদ্যালয়ের করণিক মিল্টন মন্ডল। অভিযোগ অস্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক সমর সিংহ জানিয়েছেন, স্কুলের কাজেই আমি এদিন ডিআই অফিসে এসেছি। স্কুলের কম্পিউটার না থাকার কারণেই ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ফরম ফিলাপ বাবদ এই টাকা নেওয়া হয়েছে। স্কুল পরিদর্শকের নির্দেশে সেই টাকা আমরা গতকালই ফেরত দিয়ে দিয়েছি। আমার বিরুদ্ধে কিছু সহকারি শিক্ষক একজোট হয়েছে চক্রান্ত করে ফাঁসানোর জন্যই ছাত্র-ছাত্রীদের নিয়ে এই আন্দোলন করেছেন। স্কুলের পরিবেশ বজায় রাখার জন্যই ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছি।

Conclusion:অপরদিকে টাকা ফেরত পাওয়ার কথা মানতে নারাজ ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ এখনো পর্যন্ত ফেরত দেওয়া হয়নি টাকা। স্কুলের দশম শ্রেণীর ছাত্র শেখ জহিরুল জানিয়েছে, বারবার প্রধান শিক্ষকের কাছে টাকা ফেরতের আবেদন জানিয়ে ছিলাম। যে কারণে প্রধান শিক্ষক আমাদের স্কুল থেকে টি সি ও পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে দেওয়ার হুমকি দেয়। এছাড়াও বিভিন্ন ধরনের অপমানজনক কথা বলেন। তাই আজ আমরা টাকা ফেরতের দাবিতে আন্দোলন শুরু করেছি। আমরা চাই স্কুল কর্তৃপক্ষ সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিয়ে দিক।

অপরদিকে স্কুলের সহকারি শিক্ষিকা চৈতালি হালদার বলেন, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এভাবে টাকা নেওয়া কোনোভাবেই উচিত হয়নি। প্রধান শিক্ষক টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন বলে শুনেছি। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এভাবে টাকা নেওয়ার কারণে শিক্ষকদের প্রতি সমাজে খারাপ বার্তা যাচ্ছে। ইচ্ছা ছিল ছাত্র-ছাত্রীদের পাশে দাড়িয়েই আন্দোলনে শামিল হওয়ার। আমি ব্যক্তিগতভাবে চাই দ্রুততার সাথে ছাত্র ছাত্রীদের টাকা ফেরত দেওয়া হোক।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.