ETV Bharat / state

জন্মাষ্টমীতে রাজ্যে মিছিল হবেই, মমতাকে পালটা চ্যালেঞ্জ দিলীপের - mamata banerjee

মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "উনি আসলে ভয় পেয়েছেন ৷ উনিশের সেমিফাইনালে আমরা জয়ী হয়েছি ৷ একুশে ওদের আর খুঁজে পাওয়া যাবে না ৷ চেষ্টা করেও উনি রামনবমীর মতো জন্মাষ্টমীর মিছিল আটকাতে ব্যর্থ হবেন । মানুষ আমাদের সঙ্গে আছে ৷"

দিলীপ ও মমতা
author img

By

Published : Aug 22, 2019, 8:15 AM IST

দিঘা, 22 অগাস্ট : মুখ্যমন্ত্রীর নির্দেশ যাই থাকুক না কেন, জন্মাষ্টমীতে রাজ্যে মিছিল হবেই । চ্যালেঞ্জ রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের ৷ আসন্ন জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশ্ব হিন্দু পরিষদ রাজ্যজুড়ে 200-র বেশি শোভাযাত্রার সিদ্ধান্ত নিয়েছে ৷ তার প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় DG বীরেন্দ্রকে নির্দেশ দেন, ঐতিহ্য মেনেই অনুষ্ঠান হবে ৷ নতুন করে কিছু হবে না ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ প্রসঙ্গে দিলীপ ঘোষ ফোনে বলেন, "1964 সাল থেকে বিশ্ব হিন্দু পরিষদের জন্মদিন হিসেবে সারাদেশে জন্মাষ্টমী পালন করা হয় ৷ এটা অতীত থেকে হয়ে আসছে ৷ রামনবমীতেও বাধা দিয়েছিল ৷ রামনবমী হয়েছে ৷ এক্ষেত্রেও বাধা দিচ্ছে, কিন্তু জন্মাষ্টমী পালন হবেই ৷ " মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, "উনি আসলে ভয় পেয়েছেন ৷ উনিশের সেমিফাইনালে আমরা জয়ী হয়েছি ৷ একুশে ওদের আর খুঁজে পাওয়া যাবে না ৷ চেষ্টা করেও উনি রামনবমীর মতো জন্মাষ্টমীর মিছিল আটকাতে ব্যর্থ হবেন । মানুষ আমাদের সঙ্গে আছে ৷ "

আরও পড়ুন: দলীয় কর্মীদের ডিম-ভাত আর স্কুলের বাচ্চাদের নুন-ভাত : দিলীপ

রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনে রাজ্যে BJP-র উত্থানে হিন্দু ভোটবাক্স অনেকাংশে কাজে দিয়েছে ৷ যার ফলে দুই থেকে বেড়ে 18-তে পৌঁছেছে BJP । সেই ভোটব্যাঙ্ক অটুট রাখতে মরিয়া তারা । অনেকের মতে, জন্মাষ্টমীকে সামনে রেখে তাই ফের একবার হিন্দু সম্প্রদায়ের মন জয়ে উদ্যোগী VHP ৷ ইতিমধ্যেই উত্তর কলকাতায় 25টি, দক্ষিণ কলকাতায় 35টি, পূর্ব মেদিনীপুরে 3টি, উত্তর 24 পরগনায় 50টি, বাঁকুড়ায় 5টি, পুরুলিয়ায় 35টি, হাওড়ায়‌ 22টি, ও হুগলিতে 51টি বড় শোভাযাত্রা বের হবে বলে ঘোষণা করেছে বিশ্ব হিন্দু পরিষদ ৷ তাই গতকাল দিঘার প্রশাসনিক বৈঠকে খোদ DG বীরেন্দ্রকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে বলেন, "যা ট্র্যাডিশনাল, যা হয়ে থাকে, সেগুলো হবে ৷ নতুন করে আর কিছু হবে না ৷ কারণ, এটা সবার উৎসব ৷ সবকিছু যেন শান্তিপূর্ণভাবে হয় ৷" বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রাকে আটকাতেই মুখ্যমন্ত্রীর এমন নির্দেশ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

দিঘা, 22 অগাস্ট : মুখ্যমন্ত্রীর নির্দেশ যাই থাকুক না কেন, জন্মাষ্টমীতে রাজ্যে মিছিল হবেই । চ্যালেঞ্জ রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের ৷ আসন্ন জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশ্ব হিন্দু পরিষদ রাজ্যজুড়ে 200-র বেশি শোভাযাত্রার সিদ্ধান্ত নিয়েছে ৷ তার প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় DG বীরেন্দ্রকে নির্দেশ দেন, ঐতিহ্য মেনেই অনুষ্ঠান হবে ৷ নতুন করে কিছু হবে না ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ প্রসঙ্গে দিলীপ ঘোষ ফোনে বলেন, "1964 সাল থেকে বিশ্ব হিন্দু পরিষদের জন্মদিন হিসেবে সারাদেশে জন্মাষ্টমী পালন করা হয় ৷ এটা অতীত থেকে হয়ে আসছে ৷ রামনবমীতেও বাধা দিয়েছিল ৷ রামনবমী হয়েছে ৷ এক্ষেত্রেও বাধা দিচ্ছে, কিন্তু জন্মাষ্টমী পালন হবেই ৷ " মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, "উনি আসলে ভয় পেয়েছেন ৷ উনিশের সেমিফাইনালে আমরা জয়ী হয়েছি ৷ একুশে ওদের আর খুঁজে পাওয়া যাবে না ৷ চেষ্টা করেও উনি রামনবমীর মতো জন্মাষ্টমীর মিছিল আটকাতে ব্যর্থ হবেন । মানুষ আমাদের সঙ্গে আছে ৷ "

আরও পড়ুন: দলীয় কর্মীদের ডিম-ভাত আর স্কুলের বাচ্চাদের নুন-ভাত : দিলীপ

রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনে রাজ্যে BJP-র উত্থানে হিন্দু ভোটবাক্স অনেকাংশে কাজে দিয়েছে ৷ যার ফলে দুই থেকে বেড়ে 18-তে পৌঁছেছে BJP । সেই ভোটব্যাঙ্ক অটুট রাখতে মরিয়া তারা । অনেকের মতে, জন্মাষ্টমীকে সামনে রেখে তাই ফের একবার হিন্দু সম্প্রদায়ের মন জয়ে উদ্যোগী VHP ৷ ইতিমধ্যেই উত্তর কলকাতায় 25টি, দক্ষিণ কলকাতায় 35টি, পূর্ব মেদিনীপুরে 3টি, উত্তর 24 পরগনায় 50টি, বাঁকুড়ায় 5টি, পুরুলিয়ায় 35টি, হাওড়ায়‌ 22টি, ও হুগলিতে 51টি বড় শোভাযাত্রা বের হবে বলে ঘোষণা করেছে বিশ্ব হিন্দু পরিষদ ৷ তাই গতকাল দিঘার প্রশাসনিক বৈঠকে খোদ DG বীরেন্দ্রকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে বলেন, "যা ট্র্যাডিশনাল, যা হয়ে থাকে, সেগুলো হবে ৷ নতুন করে আর কিছু হবে না ৷ কারণ, এটা সবার উৎসব ৷ সবকিছু যেন শান্তিপূর্ণভাবে হয় ৷" বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রাকে আটকাতেই মুখ্যমন্ত্রীর এমন নির্দেশ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

Intro:দিঘা, ২১ আগস্ট:বিশ্ব হিন্দু পরিষদের ধর্মীয় মিছিলে কানুনের বেড়ি পরানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।বুধবার দিঘার প্রশাসনিক সভায় খোদ ডিজি শ্রী বীরেন্দ্রকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,জন্মাষ্টমী তো আছে ২৩ তারিখে। যা ট্রেডিশনাল, যা হয়ে থাকে সেগুলো হবে।নতুন করে আর কিছু হবে না।যা হয়ে থাকে সেগুলো হবে।কারণ, এটা সবার উৎসব।সবকিছু যেন শান্তিপূর্ণভাবে হয়।" মমতার এই নির্দেশকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।মুখ্যমন্ত্রীর এমন নির্দেশ বিশ্ব হিন্দু পরিষদের মিছিলকে আটকাতেই বলে মনে করছে রাজনৈতিক মহল।কারণ,হিন্দু ভোটব্যাঙ্ক নিজেদের দখলে রাখতে জন্মাষ্টমীতে রাজ্য জুড়ে এক হাজার শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত নিয়েছে ‌বিশ্ব হিন্দু পরিষদ।

Body:লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ১৮টি আসন জয়লাভের ক্ষেত্রে হিন্দু ভোটবাক্সই অনেকাংশে কাজে দিয়েছে।যার প্রভাবেই ২ থেকে এক ধাক্কায় ১৮ টি আসন পেয়েছে বিজেপি। সেই ভোটব্যাঙ্ক অটুট রাখতেই বাংলায় জন্মাষ্টমীকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষের মন জয় করতে চাইছে ভিএইচপি।উত্তর কলকাতা ২৫টি, দক্ষিণ কলকাতায় ৩৫টি, পূর্ব মেদিনীপুরে ৩ টি,উত্তর ২৪ পরগনায় ৫০টি, বাঁকুড়ায় ৫টি, পুরুলিয়ায় ৩৫টি, হাওড়ায়‌ ২২টি, হুগলিতে ৫১টি বড় শোভাযাত্রা বের হবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছে বিশ্ব হিন্দু পরিষদ।আর তার পরে পরেই মুখ্যমন্ত্রীর এমন কড়া নির্দেশ কার্যত নতুন মাত্রা জুগিয়েছে বিজেপি- তৃণমূলের রাজনৈতিক তরজায়।Conclusion:তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ যাই থাকুক, জন্মাষ্টমীতে রাজ্যে মিছিল হবেই।এ কথা জানিয়েছেন রাজ্য বিজেপি-র সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে মুখ্যমন্ত্রীর এমন নির্দেশ সম্পর্কে তিনি বলেন, ১৯৬৪ সাল থেকে বিশ্ব হিন্দু পর্ষদের জন্মদিন হিসেবে সারা দেশে জন্মাষ্টমী পালন করা হয়।এটা অতীত থেকে হয়ে আসছে।রাম নবমীতেও বাধা দিয়েছিল।রামনবমী হয়েছে।এক্ষেত্রেও বাধা দিচ্ছেন, জন্মাষ্টমী পালন হবেই।" দিলীপের আরও সংযোজন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে,উনি আসলে ভয় পেয়েছেন।ঊনিশের সেমী ফাইনালে আমরা জয়ী হয়েছি।একুশে ওদের আর খুঁজে পাওয়া যাবে না।চেষ্টা করেও উনি রামনবমীর মতো জন্মাষ্টমীর মিছিল আটকাতে ব্যর্থ হবেন তিনি।মানুষ আমাদের সঙ্গে আছে।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.