ETV Bharat / state

চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ এগরা হাসপাতালে - প্রসূতির মৃত্যু পূর্ব মেদিনীপুরে

চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগে এগরা মহকুমা হাসপাতালে বিক্ষোভ । পরে পুলিশি আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

কী বলল মৃতের পরিবার
কী বলল মৃতের পরিবার
author img

By

Published : Jan 25, 2021, 6:54 PM IST

এগরা, 25 জানুয়ারি : চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু । এমনই অভিযোগ উঠল এগরা মহকুমা হাসপাতালে । মৃতার পরিবার বিক্ষোভ দেখাতে শুরু করে । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাসপাতাল চত্বরে। এগরা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

মৃতার নাম সুচরিতা দাস(22), পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পদিমা গ্রামের বাসিন্দা । 22 জানুয়ারি যুবতির প্রসব যন্ত্রণা শুরু হয় । পরিবারের সদস্যরা এগরা মহকুমা হাসপাতালে ভরতি করান । গতকাল কন্যাসন্তানের জন্ম দেন সুচরিতা । সুস্থ রয়েছে সদ্য়োজাত ।

কী বলল মৃতের পরিবার । দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : দিনহাটায় চিকিৎসায় গাফিলতিতে নাবালিকার মৃত্যুর অভিযোগ

স্বামী সঞ্জয় দাস জানান, সন্তান প্রসবের পর থেকেই যুবতির প্রবল রক্তক্ষরণ শুরু হয় । ভোরবেলা পরিস্থিতি সংকটজনক হয় । নার্সকে বলার পরও কোনও ব্যবস্থা নেয়নি । এমনকী ওই সময় কোনও চিকিৎসককেও ফোন করা হয়নি । যন্ত্রণায় ছটফট করতে শুরু করে । পরে রাত 10টা নাগাদ স্ত্রী মারা যায় ।

পরিবারের দাবি, চিকিৎসায় গাফিলতির কারণে যুবতির মৃত্যু হয়েছে । চিকিৎসকদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানায় । এবিষয়ে হাসপাতালের সুপার রঞ্জন রায় বলেন, রোগীর পরিবারের সঙ্গে কথা হয়েছে । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

এগরা, 25 জানুয়ারি : চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু । এমনই অভিযোগ উঠল এগরা মহকুমা হাসপাতালে । মৃতার পরিবার বিক্ষোভ দেখাতে শুরু করে । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাসপাতাল চত্বরে। এগরা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

মৃতার নাম সুচরিতা দাস(22), পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পদিমা গ্রামের বাসিন্দা । 22 জানুয়ারি যুবতির প্রসব যন্ত্রণা শুরু হয় । পরিবারের সদস্যরা এগরা মহকুমা হাসপাতালে ভরতি করান । গতকাল কন্যাসন্তানের জন্ম দেন সুচরিতা । সুস্থ রয়েছে সদ্য়োজাত ।

কী বলল মৃতের পরিবার । দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : দিনহাটায় চিকিৎসায় গাফিলতিতে নাবালিকার মৃত্যুর অভিযোগ

স্বামী সঞ্জয় দাস জানান, সন্তান প্রসবের পর থেকেই যুবতির প্রবল রক্তক্ষরণ শুরু হয় । ভোরবেলা পরিস্থিতি সংকটজনক হয় । নার্সকে বলার পরও কোনও ব্যবস্থা নেয়নি । এমনকী ওই সময় কোনও চিকিৎসককেও ফোন করা হয়নি । যন্ত্রণায় ছটফট করতে শুরু করে । পরে রাত 10টা নাগাদ স্ত্রী মারা যায় ।

পরিবারের দাবি, চিকিৎসায় গাফিলতির কারণে যুবতির মৃত্যু হয়েছে । চিকিৎসকদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানায় । এবিষয়ে হাসপাতালের সুপার রঞ্জন রায় বলেন, রোগীর পরিবারের সঙ্গে কথা হয়েছে । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.