ETV Bharat / state

পোশাকে পটচিত্র, কোরোনা-সংকটে বিকল্প আয়ের খোঁজে পূর্ব মেদিনীপুরের পটুয়ারা - পূর্ব মেদিনীপুরের পট শিল্পী

কোরোনার কারণে সরকারি অনুষ্ঠান, মেলা বন্ধ ৷ বন্ধ রুজিরুটিও । এই অবস্থায় শাড়ি, চুড়িদার, গেঞ্জি, ওড়না, রুমালের মতো সামগ্রীতে ছবি এঁকে বিকল্প আয়ের সন্ধানে মেদিনীপুরের পটুয়ারা ।

Pot artists of East Midnapore
Pot artists of East Midnapore
author img

By

Published : Sep 30, 2020, 6:58 PM IST

পাঁশকুড়া, 30 সেপ্টেম্বর : এমনিতেই টিভি, ইন্টারনেটের দাপটে হারিয়ে যেতে বসেছে বাংলার প্রাচীন শিল্পকলা পট । পেটের টানে অন্য পেশা বেছে নিয়েছেন বহু শিল্পী । এবার কোরোনা আর লকডাউনে নতুন আঘাত এসেছে পটুয়া পাড়ায় । সরকারি অনুষ্ঠান, মেলা বন্ধ ৷ বন্ধ রুজিরুটিও । এই অবস্থায় পুজোর আগে শাড়ি, চুড়িদার, গেঞ্জি, ওড়না, রুমালের মতো বিভিন্ন সামগ্রীতে ছবি এঁকে বিকল্প আয়ের পথ খুঁজছেন মেদিনীপুর জেলার পটুয়ারা ।

ত্রিশ বছর আগেও পাঁশকুড়ার কেশববাড় গ্রাম পটের গ্রাম হিসেবেই পরিচিত ছিল । এখনও প্রায় 100 জন পটশিল্পী বসবাস করেন এই গ্রামে । মূলত সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত দেশ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শিল্পীরা মেলা ও অন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন । যার জন্য জুলাই থেকে পটচিত্র তৈরিতে ব্যস্ত হতেন পটুয়ারা । একটি মেলায় অংশগ্রহণ করে ঘরে তুলতেন গড়ে পনেরো থেকে কুড়ি হাজার টাকা । কোরোনার প্রকোপে সে সব অতীত ! এখন সংসার চালাতে হিমসিম অবস্থা । এই সংকট থেকে উদ্ধার পেতে প্রাচীন শিল্পকলাকে পোশাকে ফুটিয়ে তোলার অভিনব উদ্যোগ নিয়েছেন তাঁরা । বাজারের চাহিদা দেখে পুজোয় ভালো ব্যবসার আশা করছেন শিল্পীরা ।

টুসি চিত্রকর বলেন, "পূর্বে পটচিত্র শিল্পীদের কদর ছিল । টিভি, ইন্টারনেটের দুনিয়ায় অনেকটাই ভাটা পড়েছে । তাছাড়া পটের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ কিনতে পারছে না । ফলে, আমাদের আগের মতো আয় নেই । বহু শিল্পী এ পেশা থেকে সরে গেলেও বাবা-মায়ের শেখানো শিল্প থেকে আমরা সরে আসতে চাই না। তাই এখন ফেব্রিক দিয়ে জামাকাপড়ের ওপরে পটচিত্র ফুটিয়ে তুলছি । ক্রেতারাও সন্তুষ্ট মনে অল্প দামের সামগ্রী ক্রয় করছেন । এই শিল্পকে আরও আধুনিক করতে চাই ৷ যাতে উত্তরসূরিরা শিল্পটিকে বাঁচিয়ে রাখতে পারে ।"

কীভাবে এল পোশাকের উপর পটচিত্রের ভাবনা ?

তপন চিত্রকর জানান, "দীর্ঘদিন ধরে আমরা কাগজ বা কাপড়ে পটচিত্র এঁকে অভ্যস্ত । কয়েক বছর আগে ফ্লাওয়ার ভাসে পটচিত্রের নকশা ফুটিয়ে তুলি । মেলাতে নিয়ে যেতেই তা বিক্রি হয়ে যায় । ওইরকম ফ্লাওয়ার ভাসের অর্ডার দেন অনেকেই । তারপরেই পরিকল্পনা করি, যদি জামাকাপড়েও নকশা তুলে ধরা যায় তাহলে স্বল্প দামে ক্রেতাদের চাহিদা পূরণ হবে । সেইমতো কাজে হাত দিই ।"

তপন চিত্রকর আরও বলেন, "এবছর লকডাউনে বাড়িতেই রয়েছি ৷ অর্ডার অনুযায়ী কাজ করেছি ৷ পুজোর জন্য নতুন ডিজাইনের পোশাক বানানো হয়েছে । পুজোর মণ্ডপে স্টল দেওয়ার পরিকল্পনা রয়েছে ।"

যদিও সরকারি অনুষ্ঠান থেকে মেলা, সব বন্ধ ৷ ফলে আয় নেই ৷ দুশ্চিন্তায় রয়েছেন আসমা চিত্রকর । তবে গোটা বছরের লোকসান পুজোয় পুষিয়ে নেওয়ার পরিকল্পনায় প্রচুর পোশাক বানিয়েছেন তিনি ।

সংকটমোচনে পোশাকে পটচিত্র আঁকছেন পটুয়ারা ৷

আসমা বলেন, "কয়েক মাস ধরে কোনও ইনকাম নেই ৷ খুব কষ্টে সংসার চালাচ্ছি । এবছর পটে সময় না দিয়ে পোশাকেই পরিশ্রম করছি । সামনে পুজো ৷ কলকাতায় স্টল দেব । আশা করি, আমাদের পোশাক গায়ে চাপিয়ে আনন্দ পাবেন শহরের মানুষ । হয়ত পুরো লোকসানটাই পুজোয় উঠে আসবে !

আশায় বুক বাঁধছেন পূর্ব মেদিনীপুর জেলার শতাধিক পটচিত্র শিল্পী ৷

পাঁশকুড়া, 30 সেপ্টেম্বর : এমনিতেই টিভি, ইন্টারনেটের দাপটে হারিয়ে যেতে বসেছে বাংলার প্রাচীন শিল্পকলা পট । পেটের টানে অন্য পেশা বেছে নিয়েছেন বহু শিল্পী । এবার কোরোনা আর লকডাউনে নতুন আঘাত এসেছে পটুয়া পাড়ায় । সরকারি অনুষ্ঠান, মেলা বন্ধ ৷ বন্ধ রুজিরুটিও । এই অবস্থায় পুজোর আগে শাড়ি, চুড়িদার, গেঞ্জি, ওড়না, রুমালের মতো বিভিন্ন সামগ্রীতে ছবি এঁকে বিকল্প আয়ের পথ খুঁজছেন মেদিনীপুর জেলার পটুয়ারা ।

ত্রিশ বছর আগেও পাঁশকুড়ার কেশববাড় গ্রাম পটের গ্রাম হিসেবেই পরিচিত ছিল । এখনও প্রায় 100 জন পটশিল্পী বসবাস করেন এই গ্রামে । মূলত সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত দেশ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শিল্পীরা মেলা ও অন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন । যার জন্য জুলাই থেকে পটচিত্র তৈরিতে ব্যস্ত হতেন পটুয়ারা । একটি মেলায় অংশগ্রহণ করে ঘরে তুলতেন গড়ে পনেরো থেকে কুড়ি হাজার টাকা । কোরোনার প্রকোপে সে সব অতীত ! এখন সংসার চালাতে হিমসিম অবস্থা । এই সংকট থেকে উদ্ধার পেতে প্রাচীন শিল্পকলাকে পোশাকে ফুটিয়ে তোলার অভিনব উদ্যোগ নিয়েছেন তাঁরা । বাজারের চাহিদা দেখে পুজোয় ভালো ব্যবসার আশা করছেন শিল্পীরা ।

টুসি চিত্রকর বলেন, "পূর্বে পটচিত্র শিল্পীদের কদর ছিল । টিভি, ইন্টারনেটের দুনিয়ায় অনেকটাই ভাটা পড়েছে । তাছাড়া পটের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ কিনতে পারছে না । ফলে, আমাদের আগের মতো আয় নেই । বহু শিল্পী এ পেশা থেকে সরে গেলেও বাবা-মায়ের শেখানো শিল্প থেকে আমরা সরে আসতে চাই না। তাই এখন ফেব্রিক দিয়ে জামাকাপড়ের ওপরে পটচিত্র ফুটিয়ে তুলছি । ক্রেতারাও সন্তুষ্ট মনে অল্প দামের সামগ্রী ক্রয় করছেন । এই শিল্পকে আরও আধুনিক করতে চাই ৷ যাতে উত্তরসূরিরা শিল্পটিকে বাঁচিয়ে রাখতে পারে ।"

কীভাবে এল পোশাকের উপর পটচিত্রের ভাবনা ?

তপন চিত্রকর জানান, "দীর্ঘদিন ধরে আমরা কাগজ বা কাপড়ে পটচিত্র এঁকে অভ্যস্ত । কয়েক বছর আগে ফ্লাওয়ার ভাসে পটচিত্রের নকশা ফুটিয়ে তুলি । মেলাতে নিয়ে যেতেই তা বিক্রি হয়ে যায় । ওইরকম ফ্লাওয়ার ভাসের অর্ডার দেন অনেকেই । তারপরেই পরিকল্পনা করি, যদি জামাকাপড়েও নকশা তুলে ধরা যায় তাহলে স্বল্প দামে ক্রেতাদের চাহিদা পূরণ হবে । সেইমতো কাজে হাত দিই ।"

তপন চিত্রকর আরও বলেন, "এবছর লকডাউনে বাড়িতেই রয়েছি ৷ অর্ডার অনুযায়ী কাজ করেছি ৷ পুজোর জন্য নতুন ডিজাইনের পোশাক বানানো হয়েছে । পুজোর মণ্ডপে স্টল দেওয়ার পরিকল্পনা রয়েছে ।"

যদিও সরকারি অনুষ্ঠান থেকে মেলা, সব বন্ধ ৷ ফলে আয় নেই ৷ দুশ্চিন্তায় রয়েছেন আসমা চিত্রকর । তবে গোটা বছরের লোকসান পুজোয় পুষিয়ে নেওয়ার পরিকল্পনায় প্রচুর পোশাক বানিয়েছেন তিনি ।

সংকটমোচনে পোশাকে পটচিত্র আঁকছেন পটুয়ারা ৷

আসমা বলেন, "কয়েক মাস ধরে কোনও ইনকাম নেই ৷ খুব কষ্টে সংসার চালাচ্ছি । এবছর পটে সময় না দিয়ে পোশাকেই পরিশ্রম করছি । সামনে পুজো ৷ কলকাতায় স্টল দেব । আশা করি, আমাদের পোশাক গায়ে চাপিয়ে আনন্দ পাবেন শহরের মানুষ । হয়ত পুরো লোকসানটাই পুজোয় উঠে আসবে !

আশায় বুক বাঁধছেন পূর্ব মেদিনীপুর জেলার শতাধিক পটচিত্র শিল্পী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.