নন্দীগ্রাম, 17 নভেম্বর : কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতির আলোচ্য ব্যক্তি শুভেন্দু অধিকারী । কারণ দলে থাকলেও একাধিক জায়গায় সভা করছেন কোনও দলীয় পতাকা ছাড়া । 10 নভেম্বর নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাকা অরাজনৈতিক সভায় উপস্থিত ছিলেন তিনি । আর সেদিনই বিকেলে হাজরাকাটার শহিদ স্মরণে সভা করেছিলেন ফিরহাদ হাকিমরা । এবার সেই হাজরাকাটাতেই শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল । রাস্তার ধারে থাকা শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত কয়েকটি পোস্টার ছিঁড়ে ফেলা হয় ।
দীর্ঘ ছয় মাস ধরে মন্ত্রী শুভেন্দু অধিকারীকে তেমনভাবে দেখা যায়নি কোনও রাজনৈতিক কর্মসূচিতে । তবে রাজনৈতিক সভাতে উপস্থিত না হলেও একের পর এক অরাজনৈতিক সভা করে চলেছেন তিনি । শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্যের একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে "দাদার অনুগামীদের" দেওয়া পোস্টার, ব্যানার ।
গতরাতে নন্দীগ্রামের কেন্দামারী এলাকায় হাজরাকাটায় রাস্তার ধারে বেশ কয়েকটি পোস্টার ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । দলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকলে শৃঙ্খলা মেনে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেঘনাথ পাল । তিনি বলেন, "রাতের অন্ধকারে যে বা যারা মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলেছে তারা রীতিমতো ঘৃণ্য কাজ করেছে । আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি । অভিযুক্তরা যদি দলীয়কর্মী হয় তবে দলের তরফ থেকে কঠোর শাস্তি দেওয়া হবে । শুধু হাজরাকাটাতেই কেন শুভেন্দুবাবুর পোস্টার ছেঁড়া হল তার খোঁজখবর নেওয়া শুরু করেছি ।"