ETV Bharat / state

BJP-র জেলা সহ-সভাপতির অপসারণের দাবিতে দলীয় কার্যালয় পোস্টার মহিষাদলে - BJP

দুর্নীতির অভিযোগ তুলে পরপর দু'দিন BJP নেতার নামে মহিষাদলে পড়ল পোস্টার ৷ অভিযোগ অস্বীকার তাদের ৷

ছবি
ছবি
author img

By

Published : Jul 11, 2020, 7:17 PM IST

মহিষাদল, ১১ জুলাই : দুর্নীতির অভিযোগ তুলে পরপর দু'দিন BJP নেতার নামে মহিষাদলে পড়ল পোস্টার ৷ আজ মহিষাদল বাজারের কাছে BJP-র মণ্ডল কার্যালয়ের আশেপাশের কয়েকটি জায়গায় এখানকার তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা । পরে অবশ্য দলীয় কর্মীরা সেই পোস্টার ছিঁড়ে ফেলেন । যদিও ঘটনার পিছনে তৃণমূলের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তপন বাবু । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের ।

কী বলছেন BJP-র জেলা সহ-সভাপতি

স্থানীয় সূত্রের খবর, গতকাল সকালে মহিষাদল ব্লকের বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের BJP-র পঞ্চায়েত তপন মণ্ডলের নামে আমফান দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ে এলাকার বিভিন্ন জায়গায় । তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই ফের মহিষাদল বাজারের সিনেমা মোড় এলাকায় BJP-র তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের নামে একটি পোস্টার দেখতে পান স্থানীয়রা । ওই পোস্টারটিতে উল্লেখ করা রয়েছে দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারী তপন বন্দ্যোপাধ্যায়কে মানছি না মানবো না । BJP বাঁচাও, তপন বন্দ্যোপাধ্যায়কে হাঁটাও । তবে কাদের পক্ষ থেকে এই পোস্টার চেটানো হয়েছে তা সেখানে উল্লেখ নেই ।

এ বিষয়ে BJP-র জেলা সহ-সভাপতি তপনবাবু জানান, " ঘটনার পিছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে । অনেককেই আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে ইতিমধ্যে । তারাও ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে । এছাড়া দলের নাম করে যদি দলের কোনও কর্মী এই পোস্টার দিয়ে থাকে তাহলে খোঁজখবর করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল । " যদিও তৃণমূলের তরফ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে । মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিলক চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও কর্মী জড়িত নয় । একে অপরের বিরুদ্ধে পোস্টার দেওয়ার রাজনীতি আমি ঘৃণা করি । "

মহিষাদল, ১১ জুলাই : দুর্নীতির অভিযোগ তুলে পরপর দু'দিন BJP নেতার নামে মহিষাদলে পড়ল পোস্টার ৷ আজ মহিষাদল বাজারের কাছে BJP-র মণ্ডল কার্যালয়ের আশেপাশের কয়েকটি জায়গায় এখানকার তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা । পরে অবশ্য দলীয় কর্মীরা সেই পোস্টার ছিঁড়ে ফেলেন । যদিও ঘটনার পিছনে তৃণমূলের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তপন বাবু । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের ।

কী বলছেন BJP-র জেলা সহ-সভাপতি

স্থানীয় সূত্রের খবর, গতকাল সকালে মহিষাদল ব্লকের বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের BJP-র পঞ্চায়েত তপন মণ্ডলের নামে আমফান দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ে এলাকার বিভিন্ন জায়গায় । তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই ফের মহিষাদল বাজারের সিনেমা মোড় এলাকায় BJP-র তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের নামে একটি পোস্টার দেখতে পান স্থানীয়রা । ওই পোস্টারটিতে উল্লেখ করা রয়েছে দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারী তপন বন্দ্যোপাধ্যায়কে মানছি না মানবো না । BJP বাঁচাও, তপন বন্দ্যোপাধ্যায়কে হাঁটাও । তবে কাদের পক্ষ থেকে এই পোস্টার চেটানো হয়েছে তা সেখানে উল্লেখ নেই ।

এ বিষয়ে BJP-র জেলা সহ-সভাপতি তপনবাবু জানান, " ঘটনার পিছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে । অনেককেই আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে ইতিমধ্যে । তারাও ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে । এছাড়া দলের নাম করে যদি দলের কোনও কর্মী এই পোস্টার দিয়ে থাকে তাহলে খোঁজখবর করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল । " যদিও তৃণমূলের তরফ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে । মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিলক চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও কর্মী জড়িত নয় । একে অপরের বিরুদ্ধে পোস্টার দেওয়ার রাজনীতি আমি ঘৃণা করি । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.