ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : লক্ষ্য সুস্থ পৌরভোট, মেদিনীপুরে নাকা চেকিং শুরু করল পুলিশ - Bengal Civic Polls 2022

পৌরসভা ভোটের আগে মেদিনীপুর শহরের শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর পুলিশ । গত কয়েকদিন ধরেই শহরের জনবহুল এলাকায় নাকা চেকিং চালাচ্ছে রাজ্য পুলিশ ৷ অস্বাভাবিক গতিবিধি এবং অসামাজিক কাজকর্ম ঠেকাতেই এই উদ্যোগ (Police starts Naka Checking in Midnapore) ।

Bengal Civic Polls
শহরে নাকা চেকিং শুরু করল পুলিশ
author img

By

Published : Feb 25, 2022, 10:51 PM IST

পূর্ব মেদিনীপুর, 25 ফেব্রুয়ারি : মেদিনীপুরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য হোটেল, লজে বহিরাগতদের আনাগোনা রুখতে নিরাপত্তা খতিয়ে দেখল জেলা কোতোয়ালি পুলিশ । অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এদিন দফায় দফায় বিভিন্ন হোটেল, লজের পাশাপাশি রাস্তায় রাস্তায় নাকা চেকিং করে আবাসিকদের উপযুক্ত কাগজপত্র দেখা হয় (Police starts Naka Checking in Midnapore) ।

পৌরসভা ভোটে মেদিনীপুর শহরের শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর পুলিশ । এদিন শহরের হোটেল এবং লজগুলিতে পুলিশের পদস্থ অফিসাররা একপ্রস্থ অভিযান চালান । খতিয়ে দেখা হয় হোটেলে থাকা আবাসিকদের কাগজপত্র ৷ অভিযানে নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম চৌধুরী, জেলা পুলিশের আইসি পার্থ পাল ও অন্যান্য পদস্থ আধিকারিকরা ।

গত কয়েকদিন ধরেই মেদিনীপুর শহরের জনবহুল এলাকায় নাকা চেকিং চালাচ্ছে রাজ্য পুলিশ ৷ অস্বাভাবিক গতিবিধি এবং অসামাজিক কাজকর্ম ঠেকাতেই এই উদ্যোগ । সম্প্রতি পুলিশ সুপার দিনেশ কুমার শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রত্যেককে আশ্বস্ত করেছেন ।

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : নির্দল প্রার্থী হওয়ায় তৃণমূল নেতাকে বহিষ্কার মন্ত্রীর

তিনি জানান, পশ্চিম মেদিনীপুরে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য যথেষ্ট পরিমাণ পুলিশ রয়েছে । এছাড়াও পৌরসভা নির্বাচনে প্রায় 14 কোম্পানি ব়্যাফ ব্যবহার করতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ৷ 108টি ওয়ার্ডের 598টি বুথের প্রত্যেকটিতে থাকছে দু'জন করে রাইফেলধারী পুলিশ, তিনজন লাঠিধারী পুলিশ ।

পূর্ব মেদিনীপুর, 25 ফেব্রুয়ারি : মেদিনীপুরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য হোটেল, লজে বহিরাগতদের আনাগোনা রুখতে নিরাপত্তা খতিয়ে দেখল জেলা কোতোয়ালি পুলিশ । অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এদিন দফায় দফায় বিভিন্ন হোটেল, লজের পাশাপাশি রাস্তায় রাস্তায় নাকা চেকিং করে আবাসিকদের উপযুক্ত কাগজপত্র দেখা হয় (Police starts Naka Checking in Midnapore) ।

পৌরসভা ভোটে মেদিনীপুর শহরের শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর পুলিশ । এদিন শহরের হোটেল এবং লজগুলিতে পুলিশের পদস্থ অফিসাররা একপ্রস্থ অভিযান চালান । খতিয়ে দেখা হয় হোটেলে থাকা আবাসিকদের কাগজপত্র ৷ অভিযানে নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম চৌধুরী, জেলা পুলিশের আইসি পার্থ পাল ও অন্যান্য পদস্থ আধিকারিকরা ।

গত কয়েকদিন ধরেই মেদিনীপুর শহরের জনবহুল এলাকায় নাকা চেকিং চালাচ্ছে রাজ্য পুলিশ ৷ অস্বাভাবিক গতিবিধি এবং অসামাজিক কাজকর্ম ঠেকাতেই এই উদ্যোগ । সম্প্রতি পুলিশ সুপার দিনেশ কুমার শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রত্যেককে আশ্বস্ত করেছেন ।

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : নির্দল প্রার্থী হওয়ায় তৃণমূল নেতাকে বহিষ্কার মন্ত্রীর

তিনি জানান, পশ্চিম মেদিনীপুরে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য যথেষ্ট পরিমাণ পুলিশ রয়েছে । এছাড়াও পৌরসভা নির্বাচনে প্রায় 14 কোম্পানি ব়্যাফ ব্যবহার করতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ৷ 108টি ওয়ার্ডের 598টি বুথের প্রত্যেকটিতে থাকছে দু'জন করে রাইফেলধারী পুলিশ, তিনজন লাঠিধারী পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.