তমলুক, 14 অক্টোবর: করোনার সময় প্রশাসনের অনুমতি ছাড়াই তমলুকে জেলাশাসকের দফতরের সামনে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে (Disaster Management Act) মামলা করা হয় গতবছরের 19 জুলাই ৷ এ বার শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠানো হয়েছে ওই মামলায় (Police Notice to Suvendu Adhikari) ৷ প্রশাসন সূত্রে খবর, গত বুধবার শুভেন্দুকে সেই সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে ৷
নোটিশের প্রাপ্তি স্বীকার করেছেন শুভেন্দু অধিকারী আইনজীবী অনির্বাণ চক্রবর্তী ৷ তিনি বলেন, ‘‘আমরা নোটিশ পেয়েছি ৷ তার প্রত্যুত্তর জানিয়েছি ৷ যেহেতু শুভেন্দুবাবু এখন ব্যস্ত আছেন তাই সময় মতো এনিয়ে নিজের বক্তব্য জানাবেন ৷’’ অধিকারী পরিবারের আইনজীবী এই মামলার তদন্তকারী আধিকারিক তরুণ সাধুখাঁকেও এমনটাই জানিয়েছেন বলে খবর ৷
আরও পড়ুন ব্লিচিং পাউডার-ফিনাইল দিয়ে পশ্চিমবঙ্গ পরিষ্কার করে দেব: শুভেন্দু অধিকারী
সংশ্লিষ্ট মামলার নোটিশ অনুযায়ী, এর আগেও শুভেন্দু অধিকারীকে এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল ৷ কিন্তু, সেই সময় 1 জুলাইয়ের মধ্যে বিরোধী দলনেতার আইনজীবী হাজিরার সময় জানানো হবে বলে পুলিশকে তথ্য দিয়েছিল ৷ কিন্তু, তখন কোনও সময় শুভেন্দু অধিকারীর তরফে জানানো হয়নি ৷ এর পর ফের একবার তাঁকে হাজিরা দিতে নোটিশ পাঠিয়েছে তমলুক থানার পুলিশ ৷ সেখানে 48 ঘণ্টার মধ্যে তাঁকে কোথায় এবং কখন জিজ্ঞাসাবাদ করা যাবে, তা জানাতে বলা হয়েছে ৷