কাঁথি, 26 জুন : আমফানের ত্রাণ ও আর্থিক সাহায্যের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷ BJP-র দাবি, সমস্ত অভিযোগ মিথ্যে ৷ সেই দাবিতে আজ পূর্ব মেদিনীপুরের কাঁথি মেচেদা বাইপাসে জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়ার জন্য একত্রিত হয় BJP কর্মীরা ৷ সামাজিক দূরত্ব না মানার অভিযোগে চার BJP কর্মীকে তখন আটক করে পুলিশ ৷ এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে BJP কর্মীদের ৷
BJP-র অভিযোগ, আমফানের ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও আর্থিক সহায়তায় টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে BJP কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে ৷ এর প্রতিবাদে আজ কাঁথি মহকুমাশাসক ও পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ কর্মসূচি ছিল BJP-র ৷ সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল BJP নেতা সায়ন্তন বসু ও সাংসদ সুভাষ সরকারের ৷ কিন্তু কোলাঘাটে পুলিশ সায়ন্তন বসুকে আটকে দেয় ৷
এরপরই পূর্ব মেদিনীপুরের কাঁথি মেচেদা বাইপাসে BJP-র জেলাস্তরের নেতা-কর্মীরা মহকুমাশাসক ও পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য একত্রিত হয় ৷ তখনই সামাজিক দূরত্ব না মানার অভিযোগে BJP কর্মী-সমর্থকদের আটক করে পুলিশ। এই ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় BJP কর্মী-সমর্থকদের । এই ঘটনায় চারজনকে আটক করেছে কাঁথি থানার পুলিশ ।
BJP-র কাঁথি সংগঠনের জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "আমাদের কর্মীদের যদি না ছাড়া হয় তাহলে সন্ধ্যার মধ্যে আমরা চাকা জাম করবো ।"