ETV Bharat / state

Suvendu Adhikari : ঘণ্টাদু'য়েক বাদানুবাদের পর শুভেন্দুর কনভয় ছাড়ল পুলিশ

নোটিশ আগেই পেয়েছিলেন কিন্তু তা উপেক্ষা করে হাওড়ার দিকে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মাঝপথেই তাঁর কনভয় আটকায় পুলিশ (Police stop Suvendu Adhikari convoy) ।

Suvendu Adhikari news
শুভেন্দু অধিকারীর কনভয় আটকাল পুলিশ
author img

By

Published : Jun 12, 2022, 8:08 PM IST

তমলুক, 12 জুন : অশান্তির আশঙ্কা করে হাওড়া যেতে নিষেধ করে পুলিশের তরফ থেকে ধরানো হয়েছিল নোটিশ । সেই নোটিশকে উপেক্ষা করেই হাওড়ার দিকে রওনা হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Police stop Suvendu Adhikari convoy)। রবিবার অর্থাৎ এদিন সকালে শুভেন্দু অধিকারী তাঁর নিজ বাসভবন 'শান্তিকুঞ্জ' থেকে বেরিয়ে সোজা চলে যান ময়নার বিধায়ক অশোক দিন্দার বাড়িতে । তারপর ওখান থেকেই হাওড়ার দিকে রওনা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

শনিবার থেকেই শুভেন্দু অধিকারীর বাড়ি ঘরে ফেলা হয় । রবিবার হাওড়া যাওয়ার কথা ছিল তাঁর ৷ সেই মতো তাঁকে নোটিসও ধরানো হয় যে আদালতের নিষেধাজ্ঞা আছে হাওড়া যাওয়ার ৷ কারণ পাঁচলায় 144 ধারা জারি আছে ৷ শুভেন্দু অধিকারী তা উপেক্ষা করে এদিন দুপুরে যখন হাওড়ার দিকে রওনা দিয়েছিল তমলুক থানার রাধামনি মোড়ে তাঁর কনভয় আটকে দেয় জেলা পুলিশ । পুলিশ প্রশাসনের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী-সহ বিজেপির নেতা কর্মীরা । চলে তুমুল গন্ডগোল । প্রায় ঘন্টাদু'য়েক বাদানুবাদের পর শুভেন্দু অধিকারীকে ছাড়া হলে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন । কোলাঘাট হয়ে কলকাতা যাওয়ার অনুমতি দেওয়া হয় বিরোধী দলনেতাকে (Police allowed Suvendu Adhikari to go to Kolkata after two hours) ।

শুভেন্দু অধিকারীর কনভয় আটকাল পুলিশ

আরও পড়ুন : Howrah CP-SP Transfer : হাওড়ায় অশান্তির পর সরানো হল সিপি ও গ্রামীণের এসপি-কে

প্রসঙ্গত, শুক্রবার দুপুর থেকে হাওড়ার পাঁচলা, রানিহাটি ও উলুবেড়িয়ায় নতুন করে অশান্তি ছড়ায় ৷ পরিস্থিতি সামাল দিতেই শুরু হয় ধরপাকড় ৷ এখনও পর্যন্ত উলুবেড়িয়ায়, রাজাপুর, পাঁচলা, ডোমজুড়, এবং সাঁকরাইল থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শনিবার ধৃতদের আদালতে পেশ করা হয় ৷ বিচারক সকলকেই 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ৷

তমলুক, 12 জুন : অশান্তির আশঙ্কা করে হাওড়া যেতে নিষেধ করে পুলিশের তরফ থেকে ধরানো হয়েছিল নোটিশ । সেই নোটিশকে উপেক্ষা করেই হাওড়ার দিকে রওনা হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Police stop Suvendu Adhikari convoy)। রবিবার অর্থাৎ এদিন সকালে শুভেন্দু অধিকারী তাঁর নিজ বাসভবন 'শান্তিকুঞ্জ' থেকে বেরিয়ে সোজা চলে যান ময়নার বিধায়ক অশোক দিন্দার বাড়িতে । তারপর ওখান থেকেই হাওড়ার দিকে রওনা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

শনিবার থেকেই শুভেন্দু অধিকারীর বাড়ি ঘরে ফেলা হয় । রবিবার হাওড়া যাওয়ার কথা ছিল তাঁর ৷ সেই মতো তাঁকে নোটিসও ধরানো হয় যে আদালতের নিষেধাজ্ঞা আছে হাওড়া যাওয়ার ৷ কারণ পাঁচলায় 144 ধারা জারি আছে ৷ শুভেন্দু অধিকারী তা উপেক্ষা করে এদিন দুপুরে যখন হাওড়ার দিকে রওনা দিয়েছিল তমলুক থানার রাধামনি মোড়ে তাঁর কনভয় আটকে দেয় জেলা পুলিশ । পুলিশ প্রশাসনের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী-সহ বিজেপির নেতা কর্মীরা । চলে তুমুল গন্ডগোল । প্রায় ঘন্টাদু'য়েক বাদানুবাদের পর শুভেন্দু অধিকারীকে ছাড়া হলে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন । কোলাঘাট হয়ে কলকাতা যাওয়ার অনুমতি দেওয়া হয় বিরোধী দলনেতাকে (Police allowed Suvendu Adhikari to go to Kolkata after two hours) ।

শুভেন্দু অধিকারীর কনভয় আটকাল পুলিশ

আরও পড়ুন : Howrah CP-SP Transfer : হাওড়ায় অশান্তির পর সরানো হল সিপি ও গ্রামীণের এসপি-কে

প্রসঙ্গত, শুক্রবার দুপুর থেকে হাওড়ার পাঁচলা, রানিহাটি ও উলুবেড়িয়ায় নতুন করে অশান্তি ছড়ায় ৷ পরিস্থিতি সামাল দিতেই শুরু হয় ধরপাকড় ৷ এখনও পর্যন্ত উলুবেড়িয়ায়, রাজাপুর, পাঁচলা, ডোমজুড়, এবং সাঁকরাইল থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শনিবার ধৃতদের আদালতে পেশ করা হয় ৷ বিচারক সকলকেই 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.