রামনগর, 19 নভেম্বর : "এখনও আমি দলের সক্রিয় সদস্য, মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী রেখেছেন । আমাকে এখনও তাড়াননি এবং আমিও দল ছাড়িনি ।" পূর্ব মেদিনীপুরের রামনগরে আজ এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী ।
তিনি আরও বলেন, " আমি বলেছিলাম সমবায়ের মেগা শো হবে, রাজনৈতিক মেগা শো নয় । সমবায় প্রতিষ্ঠানের মাধ্যমে 5 লাখ পরিবারের সঙ্গে সরাসরি আমার যোগাযোগ আছে । এটা ধর্মীয় বা রাজনৈতিক অনুষ্ঠান নয়, সমবায়ের অনুষ্ঠান ।"
নিজের দল পরিবর্তন নিয়ে জল্পনা আরও কিছুটা জিইয়ে রাখলেন তিনি । রামনগরের সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, " সমবায়ের মঞ্চ থেকে এসব করা যায় না । TRP-র জন্য আপনি যা খুশি করতে পারেন । আমি এখনও একটি দলের সক্রিয় সদস্য । আমি এখনও একটি মন্ত্রিসভার সদস্য । মুখ্যমন্ত্রী এখনও আমাকে দল থেকে তাড়াননি, আমিও ছাড়িনি । রাজনৈতিক কথাবার্তা দলের ভিতরে থেকে, মন্ত্রিসভায় থেকে বলা যায় না ।"
তবে দলের একাংশের প্রতি যে তিনি 'বিরক্ত' তা আজ আরও একবার নিজের বক্তব্যে স্পষ্ট করে দেন তিনি । বলেন, "আমি অনৈতিক কাজ করি না । বহুদলীয় গণতন্ত্রে সময়ে সময়ে মতান্তর হয় । মত বিরোধ থেকে বিচ্ছেদও হয় । কিন্তু যতক্ষণ আমি দলে আছি, ততক্ষণ মঞ্চে এসব কথা বলা যায় না । নীতি-আদর্শ একেবারে বিসর্জন দিয়ে কাজ করার লোক আমি নই ।"
তিনি আরও বলেন, "আমি বসন্তের কোকিল নই । তাই সবার সঙ্গে আত্মিক পরিচয় আছে । আর সবার মতো ভোট চাই, ভোট দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও বলি না ।"
এই বিষয়ে অধিকারীদের বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত অখিল গিরি রামনগরে শুভেন্দু অধিকারীর মেগা শো নিয়ে কটাক্ষ করে বলেন , "শুভেন্দু অধিকারী দলে থাকলে বাড়তি কোনও লাভ নেই । চলে গেলেও কোনও ক্ষতিও নেই ।" রামনগরে শুভেন্দু অধিকারীর সভার পর এভাবেই তাঁকে বিঁধলেন স্থানীয় বিধায়ক অখিল গিরি । তিনি আরও বলেন, "মন্ত্রিসভায় থেকে শুভেন্দু অধিকারী সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন । দলের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন ।" এদিন সভায় সমবায়ীদের উপস্থিতি সেভাবে ছিল না বলেও কটাক্ষ করেন বর্ষীয়ান তৃণমূল নেতা ।