ETV Bharat / state

Contai Puja Inauguration : অসুস্থ শিশির, কাঁথিতে ‘অধিকারীদের’ পুজো উদ্বোধনে পরমব্রত, তনুশ্রী - দিলীপ ঘোষ

শিশির অধিকারী অসুস্থ ৷ তাই তাঁর অনুপস্থিতিতে কাঁথিতে পুজোর উদ্বোধন করলেন পরমব্রত চট্টোপাধ্য়ায় ও তনুশ্রী চক্রবর্তী ৷ একই সময় মঞ্চে উপস্থিত ছিলেন শিশির অধিকারীর ছেলে সৌম্যেন্দু অধিকারী ৷

parambrata chatterjee and tanusree chakraborty inaugurate durga puja at contai
Contai Puja Inauguration : অসুস্থ শিশির, কাঁথিতে ‘অধিকারীদের’ পুজো উদ্বোধনে পরমব্রত, তনুশ্রী
author img

By

Published : Oct 9, 2021, 1:25 PM IST

Updated : Oct 9, 2021, 2:11 PM IST

কাঁথি, 9 অক্টোবর : ‘নিজের’ পুজোয় গরহাজির কাঁথির সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari) ৷ যে পুজোর উদ্বোধন করার কথা ছিল শান্তিকুঞ্জের কর্তার, শেষমেশ তার আনুষ্ঠানিক সূচনা করলেন সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty) ৷ সঙ্গে ছিলেন টলিউডের অন্যতম অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায় (Parambrata Chatterjee) ৷ তবে শিশির অনুপস্থিত থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে হাজির ছিলেন তাঁর ছেলে সৌম্যেন্দু অধিকারী (Soumendu Ahikari) ৷ তাঁর উপস্থিতিতেই মঞ্চে বক্তব্য রাখলেন অভিনেতা পরমব্রত ৷

আরও পড়ুন : Durga Puja : 370 বছর ধরে চলে আসছে অভিনেতা বিশ্বনাথ বসুর পারিবারিক পুজো

প্রসঙ্গত, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে এই দুর্গাপুজোর আয়োজক হল স্থানীয় নান্দনিক ক্লাব ৷ শিশির অধিকারীর মেজো ছেলে তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই ক্লাবের সভাপতি ৷ তাঁর ভাই সৌম্যেন্দু ক্লাবের সম্পাদক ৷ এলাকার লোকজন এই পুজোকে অধিকারীদের পুজো বলেই জানেন ৷ এবার পুজোর 42 বছর ৷ কথা ছিল, পুজোর উদ্বোধন করবেন শিশির ৷ কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি সেই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি বলে দাবি উদ্যোক্তাদের ৷ সেক্ষেত্রে বিজেপিতে যোগ দেওয়া, এমনকী বিজেপির টিকিটে ভোটে দাঁড়ানো তনুশ্রী যদি পুজোর উদ্বোধন করেন, তাতে অবাক হওয়ার কিছুই নেই ৷ কারণ, অধিকারীরাও এখন শিবির বদলে গেরুয়া হয়েছেন ৷ কিন্তু, এই পুজোয় পরমব্রতর উপস্থিতি নিঃসন্দেহে নজর কেড়েছে ৷

করোনা আবহে কমেছে পুজোর বাজেট ৷

এমনিতে পরমব্রত চট্টোপাধ্য়ায় বাম মনোভাবাপন্ন শিল্পী হিসাবেই পরিচিত ৷ তবে তৃণমূলের সঙ্গে যে তাঁর কোনও প্রকাশ্য বৈরিতা আছে, এমনটাও নয় ৷ কিন্তু, একুশের বিধানসভা ভোটের আগে পরমব্রত ও তাঁর সহকর্মীদের একাংশের অবস্থান যে একেবারেই বিজেপিবিরোধী ছিল, সেটা স্পষ্ট ৷ যা নিয়ে একটা ঠান্ডা লড়াইও চলেছে ৷ বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এই শিল্পীদের সেই সময় ‘রগড়ে দেওয়ার’ দাওয়াইও দিয়েছিলেন ৷ কিন্তু ভোটে তৃণমূলের রেকর্ড জয়ের পর এই পরমব্রতই দিলীপকে কটাক্ষ করে বলেছিলেন, নির্বাচনের ফল প্রকাশের দিনটি ‘বিশ্ব রগড়ানি দিবস’ হিসাবে পালন করা হোক ৷

আরও পড়ুন : Covid-19 : মাস্কহীন অসুরদের ‘বধ’ করে মাস্ক পরালেন মা দুর্গা !

তবে এখন সময় বদলেছে ৷ বদলেছে দিলীপের পদ ৷ তিনি এখন বিজেপির জাতীয় সহ-সভাপতি ৷ নিন্দুকেরা বলে, রাজ্য বিজেপিতে এখন নাকি দিলীপের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারী ৷ যিনি কিনা প্রথম থেকেই দিলীপের বিরোধী পক্ষ হিসাবে পরিচিত ৷ এই প্রেক্ষাপটে কাঁথির অধিকারী গড়ে অধিকারীদেরই পুজো উদ্বোধনে পরমব্রতর উপস্থিতি নেহাতই পেশাগত, নাকি এর পিছনে অন্য কোনও বার্তা বা সমীকরণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক ৷ যদিও উদ্যোক্তারা এই বিষয়ে কোনও কথা খরচ করেননি ৷

ক্লাবের কর্মকর্তা শ্যামল দাস জানিয়েছেন, করোনা আবহে তাঁদের পুজোর বাজেট কমেছে ৷ ফলে এবছর জাঁকজমকও তুলনামূলক কম ৷ সব মিলিয়ে খরচ হচ্ছে প্রায় 50 লক্ষ টাকা ৷ তার মধ্যে আবার বানভাসীদের জন্য 15 লক্ষ টাকার ত্রাণের বন্দোবস্তও করা হয়েছে ৷ কোভিডবিধি মেনেই যাবতীয় আয়োজন করা হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের ৷

কাঁথি, 9 অক্টোবর : ‘নিজের’ পুজোয় গরহাজির কাঁথির সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari) ৷ যে পুজোর উদ্বোধন করার কথা ছিল শান্তিকুঞ্জের কর্তার, শেষমেশ তার আনুষ্ঠানিক সূচনা করলেন সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty) ৷ সঙ্গে ছিলেন টলিউডের অন্যতম অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায় (Parambrata Chatterjee) ৷ তবে শিশির অনুপস্থিত থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে হাজির ছিলেন তাঁর ছেলে সৌম্যেন্দু অধিকারী (Soumendu Ahikari) ৷ তাঁর উপস্থিতিতেই মঞ্চে বক্তব্য রাখলেন অভিনেতা পরমব্রত ৷

আরও পড়ুন : Durga Puja : 370 বছর ধরে চলে আসছে অভিনেতা বিশ্বনাথ বসুর পারিবারিক পুজো

প্রসঙ্গত, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে এই দুর্গাপুজোর আয়োজক হল স্থানীয় নান্দনিক ক্লাব ৷ শিশির অধিকারীর মেজো ছেলে তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই ক্লাবের সভাপতি ৷ তাঁর ভাই সৌম্যেন্দু ক্লাবের সম্পাদক ৷ এলাকার লোকজন এই পুজোকে অধিকারীদের পুজো বলেই জানেন ৷ এবার পুজোর 42 বছর ৷ কথা ছিল, পুজোর উদ্বোধন করবেন শিশির ৷ কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি সেই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি বলে দাবি উদ্যোক্তাদের ৷ সেক্ষেত্রে বিজেপিতে যোগ দেওয়া, এমনকী বিজেপির টিকিটে ভোটে দাঁড়ানো তনুশ্রী যদি পুজোর উদ্বোধন করেন, তাতে অবাক হওয়ার কিছুই নেই ৷ কারণ, অধিকারীরাও এখন শিবির বদলে গেরুয়া হয়েছেন ৷ কিন্তু, এই পুজোয় পরমব্রতর উপস্থিতি নিঃসন্দেহে নজর কেড়েছে ৷

করোনা আবহে কমেছে পুজোর বাজেট ৷

এমনিতে পরমব্রত চট্টোপাধ্য়ায় বাম মনোভাবাপন্ন শিল্পী হিসাবেই পরিচিত ৷ তবে তৃণমূলের সঙ্গে যে তাঁর কোনও প্রকাশ্য বৈরিতা আছে, এমনটাও নয় ৷ কিন্তু, একুশের বিধানসভা ভোটের আগে পরমব্রত ও তাঁর সহকর্মীদের একাংশের অবস্থান যে একেবারেই বিজেপিবিরোধী ছিল, সেটা স্পষ্ট ৷ যা নিয়ে একটা ঠান্ডা লড়াইও চলেছে ৷ বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এই শিল্পীদের সেই সময় ‘রগড়ে দেওয়ার’ দাওয়াইও দিয়েছিলেন ৷ কিন্তু ভোটে তৃণমূলের রেকর্ড জয়ের পর এই পরমব্রতই দিলীপকে কটাক্ষ করে বলেছিলেন, নির্বাচনের ফল প্রকাশের দিনটি ‘বিশ্ব রগড়ানি দিবস’ হিসাবে পালন করা হোক ৷

আরও পড়ুন : Covid-19 : মাস্কহীন অসুরদের ‘বধ’ করে মাস্ক পরালেন মা দুর্গা !

তবে এখন সময় বদলেছে ৷ বদলেছে দিলীপের পদ ৷ তিনি এখন বিজেপির জাতীয় সহ-সভাপতি ৷ নিন্দুকেরা বলে, রাজ্য বিজেপিতে এখন নাকি দিলীপের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারী ৷ যিনি কিনা প্রথম থেকেই দিলীপের বিরোধী পক্ষ হিসাবে পরিচিত ৷ এই প্রেক্ষাপটে কাঁথির অধিকারী গড়ে অধিকারীদেরই পুজো উদ্বোধনে পরমব্রতর উপস্থিতি নেহাতই পেশাগত, নাকি এর পিছনে অন্য কোনও বার্তা বা সমীকরণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক ৷ যদিও উদ্যোক্তারা এই বিষয়ে কোনও কথা খরচ করেননি ৷

ক্লাবের কর্মকর্তা শ্যামল দাস জানিয়েছেন, করোনা আবহে তাঁদের পুজোর বাজেট কমেছে ৷ ফলে এবছর জাঁকজমকও তুলনামূলক কম ৷ সব মিলিয়ে খরচ হচ্ছে প্রায় 50 লক্ষ টাকা ৷ তার মধ্যে আবার বানভাসীদের জন্য 15 লক্ষ টাকার ত্রাণের বন্দোবস্তও করা হয়েছে ৷ কোভিডবিধি মেনেই যাবতীয় আয়োজন করা হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের ৷

Last Updated : Oct 9, 2021, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.