ETV Bharat / state

Khejuri Bomb Blast Case : খেজুরি বোমা বিস্ফোরণকাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার আরও এক তৃণমূল কর্মী

author img

By

Published : May 1, 2022, 10:58 PM IST

আর আগে এই ঘটনার তদন্তে (Khejuri Bomb Blast Case Probe by NIA) নেমে তৃণমূল পঞ্চায়েত প্রধান-সহ ও আরও দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করে এনআইএ ৷

khejuri nia probe
খেজুরি বোমা বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার আরও এক তৃণমূল কর্মী

খেজুরি, 1 মে : খেজুরি বোমা বিস্ফোরণকাণ্ডে (Khejuri Bomb Blast Case) আরও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) । এর ফলে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল চার । রবিবার ওড়িশা থেকে রতন প্রামাণিক নামে অভিযুক্ত ওই তৃণমূল কংগ্রেস কর্মী গ্রেফতার করে এনআইএ । ধৃত যুবকের বাড়ি খেজুরি থানার পশ্চিম ভাঙনমারী এলাকায় । এই গ্রেফতারিতে যথেষ্ট অস্বস্তি ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের অন্দরে ৷

গত 3 জানুয়ারি খেজুরির পশ্চিম ভাঙনমারীর একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে । মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর । প্রথমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বোমা বিস্ফোরণে কথা অস্বীকার করা হয় । অপরদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর । এই ঘটনার পর এলাকায় যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানেই এনআইএ তদন্তের দাবি জানান তিনি । এরপর এই বিস্ফোরণের ঘটনার তদন্তভার যায় এনআইএ'র কাছে ।

আরও পড়ুন : খেজুরি বিস্ফোরণ-কাণ্ডে তৃণমূল নেতা-সহ তিনজনকে গ্রেফতার করল এনআইএ

তদন্তে নেমে গত 26 এপ্রিল জনকা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সমরশঙ্কর মণ্ডল ও দুই তৃণমূল কর্মী শেখ আরিফ বিল্লা এবং শহিদুল আলি খানকে গ্রেফতার করে এনআইএ । রবিবার আরও এক তৃণমূলকর্মীকে গ্রেফতার করা হল ৷ যদিও রতন প্রামাণিক গ্রেফতার হওয়ার পর তৃণমূলের তরফে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে । জানা গিয়েছে, রতন প্রামাণিক ওড়িশায় কাজ করত । করোনা আবহে লকডাউনের কারণে বাড়ি চলে আসে সে । পরিস্থিতি স্বাভাবিক হলে সে ওড়িশায় ফিরে যায় ৷

এদিন রতন প্রামাণিকের গ্রেফতারি প্রসঙ্গে খেজুরি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা পার্থপ্রতিম দাস বলেন "উদ্দেশ্য প্রণোদিতভাবে এনআইএ এই গ্রেফতার করছে । রতন কোনও রাজনৈতিক দল করে না । লকডাউনের কারণে ওড়িশায় কাজ হারিয়ে সে বাড়িতেই ছিল । তারপর সে ওড়িশায় ফিরে যায় ৷ শুভেন্দুবাবুর কথায় এনআইএ এগিয়ে গিয়েছে । সেখানে সামলাতে পারছে না । তাই যখন যাকে পাচ্ছে তাকে গ্রেফতার করছে । হয়তো আমাদের জেলা সভাপতিকে গ্রেফতার করতে পারে । এনআইএ পাগল হয়ে গিয়েছে ৷"

অন্যদিকে, খেজুরির বিজেপি নেতা তথা বিধায়ক শান্তনু প্রামানিক বলেন "শুধু রতন প্রামাণিক নয় আরও অনেকে গ্রেফতার হবে । খেজুরিতে সন্ত্রাসের আঁতুড়ঘর করে রেখেছিল তৃণমূল নেতারা । এনআইএ ও সিবিআই এর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে । কেউ দোষ করলে শাস্তি পাবে । আইনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে । এ বিষয়ে বেশি কিছু আর মন্তব্য করব না ৷"

খেজুরি, 1 মে : খেজুরি বোমা বিস্ফোরণকাণ্ডে (Khejuri Bomb Blast Case) আরও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) । এর ফলে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল চার । রবিবার ওড়িশা থেকে রতন প্রামাণিক নামে অভিযুক্ত ওই তৃণমূল কংগ্রেস কর্মী গ্রেফতার করে এনআইএ । ধৃত যুবকের বাড়ি খেজুরি থানার পশ্চিম ভাঙনমারী এলাকায় । এই গ্রেফতারিতে যথেষ্ট অস্বস্তি ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের অন্দরে ৷

গত 3 জানুয়ারি খেজুরির পশ্চিম ভাঙনমারীর একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে । মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর । প্রথমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বোমা বিস্ফোরণে কথা অস্বীকার করা হয় । অপরদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর । এই ঘটনার পর এলাকায় যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানেই এনআইএ তদন্তের দাবি জানান তিনি । এরপর এই বিস্ফোরণের ঘটনার তদন্তভার যায় এনআইএ'র কাছে ।

আরও পড়ুন : খেজুরি বিস্ফোরণ-কাণ্ডে তৃণমূল নেতা-সহ তিনজনকে গ্রেফতার করল এনআইএ

তদন্তে নেমে গত 26 এপ্রিল জনকা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সমরশঙ্কর মণ্ডল ও দুই তৃণমূল কর্মী শেখ আরিফ বিল্লা এবং শহিদুল আলি খানকে গ্রেফতার করে এনআইএ । রবিবার আরও এক তৃণমূলকর্মীকে গ্রেফতার করা হল ৷ যদিও রতন প্রামাণিক গ্রেফতার হওয়ার পর তৃণমূলের তরফে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে । জানা গিয়েছে, রতন প্রামাণিক ওড়িশায় কাজ করত । করোনা আবহে লকডাউনের কারণে বাড়ি চলে আসে সে । পরিস্থিতি স্বাভাবিক হলে সে ওড়িশায় ফিরে যায় ৷

এদিন রতন প্রামাণিকের গ্রেফতারি প্রসঙ্গে খেজুরি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা পার্থপ্রতিম দাস বলেন "উদ্দেশ্য প্রণোদিতভাবে এনআইএ এই গ্রেফতার করছে । রতন কোনও রাজনৈতিক দল করে না । লকডাউনের কারণে ওড়িশায় কাজ হারিয়ে সে বাড়িতেই ছিল । তারপর সে ওড়িশায় ফিরে যায় ৷ শুভেন্দুবাবুর কথায় এনআইএ এগিয়ে গিয়েছে । সেখানে সামলাতে পারছে না । তাই যখন যাকে পাচ্ছে তাকে গ্রেফতার করছে । হয়তো আমাদের জেলা সভাপতিকে গ্রেফতার করতে পারে । এনআইএ পাগল হয়ে গিয়েছে ৷"

অন্যদিকে, খেজুরির বিজেপি নেতা তথা বিধায়ক শান্তনু প্রামানিক বলেন "শুধু রতন প্রামাণিক নয় আরও অনেকে গ্রেফতার হবে । খেজুরিতে সন্ত্রাসের আঁতুড়ঘর করে রেখেছিল তৃণমূল নেতারা । এনআইএ ও সিবিআই এর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে । কেউ দোষ করলে শাস্তি পাবে । আইনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে । এ বিষয়ে বেশি কিছু আর মন্তব্য করব না ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.