ETV Bharat / state

এগরার বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ, কোরোনায় আক্রান্ত বৃদ্ধ - Corona in West Bengal

এগরায় বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দেওয়া আরও এক বৃদ্ধ কোরোনায় আক্রান্ত হলেন ।

egra
এগরা
author img

By

Published : Apr 1, 2020, 2:14 PM IST

এগরা, 1 এপ্রিল : এগরায় বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দেওয়া আরও এক বৃদ্ধ কোরোনায় আক্রান্ত হলেন । ভরতি ছিলেন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে । গতরাতে রিপোর্ট পজ়িটিভ আসার পর আজ সকালে তাঁকে বেলেঘাটা ID-তে স্থানান্তরিত করা হয় ।

12 তারিখ এগরায় আত্মীয়ের বাড়িতে এসেছিলেন ওই বৃদ্ধ । সেখানেই 13 তারিখ বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তিনি । অনুষ্ঠান শেষে তিনি দিঘা বেড়াতে চলে যান । তার পর দিঘায় অসুস্থ হয়ে পড়লে আবার ওই আত্মীয়ের বাড়িতে ফিরে আসেন । সেখানে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । গতকাল তার রিপোর্ট পজ়িটিভ আসে । এই নিয়ে এগরায় মোট তিন জন কোরোনায় আক্রান্ত হল । সকলেই ওই বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ।

এখনও পর্যন্ত ওই অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে 611 জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে । তার মধ্যে 13 জনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছিল । তারপর তাদের প্রত্যেকের রক্তের নমুনা পরীক্ষা করার জন্য কলকাতা পাঠানো হয় । 13 জনের মধ্যে দুই জনের রিপোর্ট পজ়িটিভ ধরা পড়ে 29 তারিখ । এবার আরও একজনের রিপোর্ট পজ়িটিভ এল ।

এগরা, 1 এপ্রিল : এগরায় বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দেওয়া আরও এক বৃদ্ধ কোরোনায় আক্রান্ত হলেন । ভরতি ছিলেন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে । গতরাতে রিপোর্ট পজ়িটিভ আসার পর আজ সকালে তাঁকে বেলেঘাটা ID-তে স্থানান্তরিত করা হয় ।

12 তারিখ এগরায় আত্মীয়ের বাড়িতে এসেছিলেন ওই বৃদ্ধ । সেখানেই 13 তারিখ বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তিনি । অনুষ্ঠান শেষে তিনি দিঘা বেড়াতে চলে যান । তার পর দিঘায় অসুস্থ হয়ে পড়লে আবার ওই আত্মীয়ের বাড়িতে ফিরে আসেন । সেখানে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । গতকাল তার রিপোর্ট পজ়িটিভ আসে । এই নিয়ে এগরায় মোট তিন জন কোরোনায় আক্রান্ত হল । সকলেই ওই বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ।

এখনও পর্যন্ত ওই অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে 611 জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে । তার মধ্যে 13 জনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছিল । তারপর তাদের প্রত্যেকের রক্তের নমুনা পরীক্ষা করার জন্য কলকাতা পাঠানো হয় । 13 জনের মধ্যে দুই জনের রিপোর্ট পজ়িটিভ ধরা পড়ে 29 তারিখ । এবার আরও একজনের রিপোর্ট পজ়িটিভ এল ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.