ETV Bharat / state

উত্তরপ্রদেশ থেকে আসা এক পরিযায়ী শ্রমিকের দেহে মিলল কোরোনা পজ়িটিভ

author img

By

Published : May 23, 2020, 10:05 PM IST

পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের পরিহারপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিক কিছুদিন আগে বাড়ি ফিরেছিলেন । বাড়ি ফেরার সময় আসানসোলের কাছে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । আজ সেই রিপোর্ট পজ়িটিভ আসায় নড়েচড়ে বসল জেলা স্বাস্থ্য দপ্তর ।

one migrant worker who returned from up detected corona positive
উত্তরপ্রদেশ থেকে আসা এক পরিযায়ী শ্রমিকের দেহে মিলল কোরোনা পজ়িটিভ

পটাশপুর, ২৩ মে : উত্তর প্রদেশ থেকে আসা এক পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনা পজিটিভ পাওয়া গেল । গত 17 তারিখ আসানসোলে তাঁর বাড়ি ফেরার সময় নমুনা সংগ্রহ করা হয়েছিল । আজ সেই রিপোর্ট পজ়িটিভ আসে ৷

পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের পরিহারপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিক কিছুদিন আগে বাড়ি ফিরেছিলেন । বাড়ি ফেরার সময় আসানসোলের কাছে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । আজ সেই রিপোর্ট পজ়িটিভ আসায় নড়েচড়ে বসল জেলা স্বাস্থ্য দপ্তর । ওই ব্যক্তিকে নিয়ে এসে বড়মা কোরোনা হাসপাতালে রাখা হয়েছে । তাঁর বাড়ির লোকজনদের চণ্ডীপুর কোরোনা হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে । স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কর্মসূত্রে উত্তরপ্রদেশে থাকতেন । চলতি মাসে 17 তারিখ উত্তরপ্রদেশ থেকে বাড়ি ফেরার সময় আসানসোলে পরিযায়ী শ্রমিকদের নমুনা সংগ্রহ করা হয়েছিল । সেই সময় ওই পটাশপুরের ব্যক্তিরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । তারপর তাদের বাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল । 14 গৃহবন্দী অবস্থায় থাকতে বলা হয়েছিল । এরপর আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ আসায়, তড়িঘড়ি তাঁকে বড়মা কোরোনা হাসপাতালে নিয়ে আসা হয় ।

পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য আধিকারিক নিতাই মণ্ডল বলেন, " পটাশপুরের এক ব্যক্তি কর্মসূত্রে বাইরে থাকতেন । কিছুদিন আগে তিনি বাড়ি ফেরার সময় আসানসোলে তাঁর নমুনা পরীক্ষা করা হয় । তাঁকে 14 দিন গৃহবন্দী অবস্থায় থাকার জন্য বলা হয়েছিল । আজ সেই রিপোর্ট আসার পর আমরা ওই ব্যক্তিকে নিয়ে এসে বড়মা হাসপাতালে ভরতি করিয়েছি । পাশাপাশি, তাঁর পরিবারের লোকজনদের চণ্ডীপুর কোরোনা হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। "

পটাশপুর তৃণমূল নেতা তাপস মাঝি বলেন, " পটাশপুরের এক ব্যক্তির কোরোনা পজ়িটিভের রিপোর্ট পাওয়ার পর প্রশাসনের তরফ থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে । এলাকা ঘিরে রাখা হয়েছে । যাতে কেউ বাইরে বের হতে না পারে ৷ অথবা বাইরে থেকে ভিতরে প্রবেশ না করতে পারে । "

পটাশপুর, ২৩ মে : উত্তর প্রদেশ থেকে আসা এক পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনা পজিটিভ পাওয়া গেল । গত 17 তারিখ আসানসোলে তাঁর বাড়ি ফেরার সময় নমুনা সংগ্রহ করা হয়েছিল । আজ সেই রিপোর্ট পজ়িটিভ আসে ৷

পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের পরিহারপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিক কিছুদিন আগে বাড়ি ফিরেছিলেন । বাড়ি ফেরার সময় আসানসোলের কাছে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । আজ সেই রিপোর্ট পজ়িটিভ আসায় নড়েচড়ে বসল জেলা স্বাস্থ্য দপ্তর । ওই ব্যক্তিকে নিয়ে এসে বড়মা কোরোনা হাসপাতালে রাখা হয়েছে । তাঁর বাড়ির লোকজনদের চণ্ডীপুর কোরোনা হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে । স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কর্মসূত্রে উত্তরপ্রদেশে থাকতেন । চলতি মাসে 17 তারিখ উত্তরপ্রদেশ থেকে বাড়ি ফেরার সময় আসানসোলে পরিযায়ী শ্রমিকদের নমুনা সংগ্রহ করা হয়েছিল । সেই সময় ওই পটাশপুরের ব্যক্তিরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । তারপর তাদের বাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল । 14 গৃহবন্দী অবস্থায় থাকতে বলা হয়েছিল । এরপর আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ আসায়, তড়িঘড়ি তাঁকে বড়মা কোরোনা হাসপাতালে নিয়ে আসা হয় ।

পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য আধিকারিক নিতাই মণ্ডল বলেন, " পটাশপুরের এক ব্যক্তি কর্মসূত্রে বাইরে থাকতেন । কিছুদিন আগে তিনি বাড়ি ফেরার সময় আসানসোলে তাঁর নমুনা পরীক্ষা করা হয় । তাঁকে 14 দিন গৃহবন্দী অবস্থায় থাকার জন্য বলা হয়েছিল । আজ সেই রিপোর্ট আসার পর আমরা ওই ব্যক্তিকে নিয়ে এসে বড়মা হাসপাতালে ভরতি করিয়েছি । পাশাপাশি, তাঁর পরিবারের লোকজনদের চণ্ডীপুর কোরোনা হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। "

পটাশপুর তৃণমূল নেতা তাপস মাঝি বলেন, " পটাশপুরের এক ব্যক্তির কোরোনা পজ়িটিভের রিপোর্ট পাওয়ার পর প্রশাসনের তরফ থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে । এলাকা ঘিরে রাখা হয়েছে । যাতে কেউ বাইরে বের হতে না পারে ৷ অথবা বাইরে থেকে ভিতরে প্রবেশ না করতে পারে । "

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.