ভগবানপুর (পূর্ব মেদিনীপুর ), 29 সেপ্টেম্বর : আজ সকালে সবং থানার মকরামিচক গ্রামে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ ৷ মৃত ব্যক্তির নাম বিবেক গুড়িয়া (40) ৷ পশ্চিমবাড় হাইস্কুলের গেটের সামনে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় লোকজন ৷
স্থানীয় এক মদের ঠেকে তিনি মদ্যপান করতে যেতেন ৷ সেখানে তাঁর কিছু টাকা ধার ছিল ৷ ধারের টাকা শোধ করতে না পারায় সেই নিয়ে বচসার কারণেই খুন হয়েছেন বিবেক, অভিযোগ পরিবারের ৷ মৃতদেহের মুখে রক্তের দাগ দেখা যায় ৷ স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে সবং থানায় খবর দেয় ৷ ঘটনাস্থানে পুলিশ এসে মৃতদেহ দেখে জানায়, এটি স্বাভাবিক মৃত্যু ৷ পুলিশের এই বক্তব্যর পর মৃতের পরিবারের সদস্য এবং স্থানীয়দের মধ্যে বিক্ষোভ দানা বাঁধে ৷ শিউলিপুর পশ্চিমবাড় হাইস্কুলের গেটের সামনেই মৃতদেহ আটকে রেখে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে ।
সবং থানার OC শুব্রত বিশ্বাসের নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ মৃতের কাকিমা কমলা গুড়িয়া বলেন, মদ খেয়ে মারা যায়নি আমাদের ছেলে ৷ ওকে খুন করা হয়েছে ৷ " কী কারণে মৃত্যু হল বিবেকের ? তদন্ত করছে পুলিশ ৷