ETV Bharat / state

কোরোনার ভ্যাকসিনের নামে প্রতারণা, বিদেশিনীর ফাঁদে পড়ে 55 লাখ খোয়ালেন ব্যবসায়ী

পূর্ব মেদিনীপুরের আশিস সামন্ত প্রতারণার ফাঁদে পড়ে খোয়ালেন 54 লাখ 61 হাজার টাকা ৷ পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি ৷

one man lost 50 lakh rupees by trap of cheating
প্রতারণার ফাঁদে পড়ে খোয়ালেন লক্ষাধিক টাকা
author img

By

Published : Aug 9, 2020, 4:27 AM IST

পাঁশকুড়া ,8 অগাস্ট : স্কটিশ মহিলার ফাঁদে পড়ে কোরোনার ভ্যাকসিন তৈরির কাঁচামাল সরবরাহের পরিকল্পনা ৷ আর তাতেই প্রতারণার শিকার এক ব্যবসায়ী ৷ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জোড়াপুকুর এলাকার ওই ব্যবসায়ী খোয়ালেন প্রায় 55 লাখ টাকা ৷ কোরোনা ভ্যাকসিন তৈরির কাঁচামাল রপ্তানি করতে হবে ৷ তাহলেই হবে মুনাফা ৷ এমনটাই জানিয়ে প্রতারণার ছক কষেন স্কটল্যান্ডের এক মহিলা ৷ প্রাথমিকভাবে রাজি না হলেও পরে রাজি হয়ে যান কম্পিউটার ও ইলেকট্রনিক্স পার্টস বিক্রেতা আশিস সামন্ত ৷ প্রতরণার ফাঁদে পড়ে খোয়ান 54 লাখ 61 হাজার টাকা ৷ পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ৷

গত 6 এপ্রিল সোশাল মিডিয়ায় আশিসবাবুর সঙ্গে পরিচয় হয় ওই মহিলার ৷ বন্ধুত্ব গড়ে ওঠে দুজনের ৷ ওই মহিলা নিজেকে মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থার প্রকিউরমেন্টের ম্যানেজার বলে পরিচয় দেন ৷ সেই সংস্থা কোরোনার ভ্যাকসিন তৈরির গবেষণা করছে বলেও জানান । 21 জুন চ্যাট চলাকালীন আশিসবাবুকে ওই মহিলা জানান, ভারত থেকে কাঁচামাল ভ্যাকসিন তৈরির জন্য রপ্তানি করা হচ্ছে ৷ যারা এই কাঁচামাল রপ্তানি করছে, তারা মোটা অংকের টাকা কমিশনও পাচ্ছে । আশিসবাবুকেও টাকা বিনিয়োগ করতে বলেন ওই মহিলা ৷ প্রথমে রাজি হননি আশিসবাবু ৷ পরে রাজি হয়ে যান ৷

এরপর ওই মহিলা আশিসবাবুকে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলেন । কাঁচামাল রপ্তানিকারী মহারাষ্ট্রের একটি সংস্থার ঠিকানা ফোন নম্বর ও ই-মেইল আইডি সহ একাধিক তথ্যও দেন ‌। ঠিকানা অনুযায়ী যোগাযোগ করেই কাঁচামাল ক্রয়ের জন্য টাকা পাঠিয়ে অর্ডার দিয়ে দেন আশিসবাবু । তিনি জানান, "কিছুদিন পর ফের সংস্থার তরফ থেকে আমাকে জানানো হয়, কাঁচামালের মোট মূল্যের 80 শতাংশ অগ্রিম দিতে হবে । বিশ্বাস করেই ফের সেই টাকা মিটিয়ে দিই। " এভাবেই দফায় দফায় আশিসবাবুর কাছ থেকে প্রতারকরা হাতিয়ে নেয় 54 লাখ 61 হাজার টাকা । পরে একাধিকবার সংস্থার ফোন নম্বরগুলোতে যোগাযোগ করার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন তিনি ৷ পাঁশকুড়া থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন । জানা গিয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মোট তিনটি অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন তিনি ৷

এই বিষয়ে আশিসবাবু বলেন, "আমি IT-এর লোক । এই ব্যবসা সম্পর্কে আমার কিছুই জানা ছিল না । স্কটিশ ওই মহিলা যে সংস্থায় কর্মরত ছিলেন ভারত থেকে কাঁচামাল না গেলে তাঁর চাকরি চলে যেতে পারে জানিয়েছিলেন আমাকে । উনি বিপদে পড়তে পারেন ভেবে আমি কোরোনা ভ্যাকসিন তৈরিতে সাহায্য করার জন্য এগিয়ে যাই । বর্তমানে বুঝতে পেরেছি আমি পুরোপুরি প্রতারিত হয়েছি । প্রতারকরা এভাবে নতুন ফাঁদ তৈরি করেছে । আমি চাই, অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন সঠিক ব্যবস্থা নিক । না হলে আমার মতো বহু মানুষ আরও প্রতারিত হবেন ।"

এই বিষয়ে পাঁশকুড়া থানার OC অজয় মিশ্র জানিয়েছেন, "অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে ।"

পাঁশকুড়া ,8 অগাস্ট : স্কটিশ মহিলার ফাঁদে পড়ে কোরোনার ভ্যাকসিন তৈরির কাঁচামাল সরবরাহের পরিকল্পনা ৷ আর তাতেই প্রতারণার শিকার এক ব্যবসায়ী ৷ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জোড়াপুকুর এলাকার ওই ব্যবসায়ী খোয়ালেন প্রায় 55 লাখ টাকা ৷ কোরোনা ভ্যাকসিন তৈরির কাঁচামাল রপ্তানি করতে হবে ৷ তাহলেই হবে মুনাফা ৷ এমনটাই জানিয়ে প্রতারণার ছক কষেন স্কটল্যান্ডের এক মহিলা ৷ প্রাথমিকভাবে রাজি না হলেও পরে রাজি হয়ে যান কম্পিউটার ও ইলেকট্রনিক্স পার্টস বিক্রেতা আশিস সামন্ত ৷ প্রতরণার ফাঁদে পড়ে খোয়ান 54 লাখ 61 হাজার টাকা ৷ পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ৷

গত 6 এপ্রিল সোশাল মিডিয়ায় আশিসবাবুর সঙ্গে পরিচয় হয় ওই মহিলার ৷ বন্ধুত্ব গড়ে ওঠে দুজনের ৷ ওই মহিলা নিজেকে মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থার প্রকিউরমেন্টের ম্যানেজার বলে পরিচয় দেন ৷ সেই সংস্থা কোরোনার ভ্যাকসিন তৈরির গবেষণা করছে বলেও জানান । 21 জুন চ্যাট চলাকালীন আশিসবাবুকে ওই মহিলা জানান, ভারত থেকে কাঁচামাল ভ্যাকসিন তৈরির জন্য রপ্তানি করা হচ্ছে ৷ যারা এই কাঁচামাল রপ্তানি করছে, তারা মোটা অংকের টাকা কমিশনও পাচ্ছে । আশিসবাবুকেও টাকা বিনিয়োগ করতে বলেন ওই মহিলা ৷ প্রথমে রাজি হননি আশিসবাবু ৷ পরে রাজি হয়ে যান ৷

এরপর ওই মহিলা আশিসবাবুকে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলেন । কাঁচামাল রপ্তানিকারী মহারাষ্ট্রের একটি সংস্থার ঠিকানা ফোন নম্বর ও ই-মেইল আইডি সহ একাধিক তথ্যও দেন ‌। ঠিকানা অনুযায়ী যোগাযোগ করেই কাঁচামাল ক্রয়ের জন্য টাকা পাঠিয়ে অর্ডার দিয়ে দেন আশিসবাবু । তিনি জানান, "কিছুদিন পর ফের সংস্থার তরফ থেকে আমাকে জানানো হয়, কাঁচামালের মোট মূল্যের 80 শতাংশ অগ্রিম দিতে হবে । বিশ্বাস করেই ফের সেই টাকা মিটিয়ে দিই। " এভাবেই দফায় দফায় আশিসবাবুর কাছ থেকে প্রতারকরা হাতিয়ে নেয় 54 লাখ 61 হাজার টাকা । পরে একাধিকবার সংস্থার ফোন নম্বরগুলোতে যোগাযোগ করার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন তিনি ৷ পাঁশকুড়া থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন । জানা গিয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মোট তিনটি অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন তিনি ৷

এই বিষয়ে আশিসবাবু বলেন, "আমি IT-এর লোক । এই ব্যবসা সম্পর্কে আমার কিছুই জানা ছিল না । স্কটিশ ওই মহিলা যে সংস্থায় কর্মরত ছিলেন ভারত থেকে কাঁচামাল না গেলে তাঁর চাকরি চলে যেতে পারে জানিয়েছিলেন আমাকে । উনি বিপদে পড়তে পারেন ভেবে আমি কোরোনা ভ্যাকসিন তৈরিতে সাহায্য করার জন্য এগিয়ে যাই । বর্তমানে বুঝতে পেরেছি আমি পুরোপুরি প্রতারিত হয়েছি । প্রতারকরা এভাবে নতুন ফাঁদ তৈরি করেছে । আমি চাই, অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন সঠিক ব্যবস্থা নিক । না হলে আমার মতো বহু মানুষ আরও প্রতারিত হবেন ।"

এই বিষয়ে পাঁশকুড়া থানার OC অজয় মিশ্র জানিয়েছেন, "অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.