ETV Bharat / state

মাছ ধরে ফেরার পথে ট্রলার উলটে মৃত্যু মৎসজীবীর - east midnapore fisherman death

মাছ ধরে ফেরার পথে পূর্ব মেদিনীপুরে ট্রলার উলটে মৃত্যু এক মৎস্যজীবীর । আটজনকে উদ্ধার করা হয়েছে ।

ট্রলার উলটে মৃত্যু মৎসজীবীর
ট্রলার উলটে মৃত্যু মৎসজীবীর
author img

By

Published : Oct 14, 2020, 2:09 PM IST

দিঘা, 14 অক্টোবর : মাছ ধরে ফেরার সময় ট্রলার ডুবিতে মৃত্যু এক মৎসজীবীর । নাম গৌরহরি ঋষি (45) । বাকি আটজনকে উদ্ধার করা হয়েছে । দিঘা মোহনায় তাঁদের উদ্ধার করা হয় ।

গত সন্ধে 7টায় দিঘা মোহনায় ঢোকার মুখে চড়ায় ধাক্কা লেগে উলটে যায় একটি ট্রলার । চার-পাঁচদিন সেই ট্রলার সমুদ্রে ছিল । ট্রলারে থাকা নয়জন মৎস্যজীবীর মধ্যে আটজনকে কোনওভাবে উদ্ধার করা হয় । গৌরহরি নিখোঁজ ছিলেন । আজ সকাল সাড়ে ন’টায় মন্দারমণি কোস্টাল থানার শংকরপুরের কাছে গৌরহরির দেহ উদ্ধার করে পুলিশ ।

দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডারস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, “আবহাওয়া খারাপের জন্য সমুদ্রের চড়ায় ধাক্কা খায় । উলটে যায় ট্রলারটি । আটজন মৎসজীবীকে পাড়ে নিয়ে আসা হয় । একজন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন । আজ তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ । দীর্ঘদিন সরকারকে দাবি জানিয়ে আসছি, দিঘা মোহনায় ঢোকার মুখে ড্রেজ়িং করতে হবে । কিন্তু সরকারের কোনও হেলদোল নেই । ড্রেজিং করা না হলে মৎস্যজীবীদের এইরকম দুর্ঘটনার কবলে পড়তে হবে । আমরা খুব আতঙ্কে আছি ।“

দিঘা, 14 অক্টোবর : মাছ ধরে ফেরার সময় ট্রলার ডুবিতে মৃত্যু এক মৎসজীবীর । নাম গৌরহরি ঋষি (45) । বাকি আটজনকে উদ্ধার করা হয়েছে । দিঘা মোহনায় তাঁদের উদ্ধার করা হয় ।

গত সন্ধে 7টায় দিঘা মোহনায় ঢোকার মুখে চড়ায় ধাক্কা লেগে উলটে যায় একটি ট্রলার । চার-পাঁচদিন সেই ট্রলার সমুদ্রে ছিল । ট্রলারে থাকা নয়জন মৎস্যজীবীর মধ্যে আটজনকে কোনওভাবে উদ্ধার করা হয় । গৌরহরি নিখোঁজ ছিলেন । আজ সকাল সাড়ে ন’টায় মন্দারমণি কোস্টাল থানার শংকরপুরের কাছে গৌরহরির দেহ উদ্ধার করে পুলিশ ।

দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডারস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, “আবহাওয়া খারাপের জন্য সমুদ্রের চড়ায় ধাক্কা খায় । উলটে যায় ট্রলারটি । আটজন মৎসজীবীকে পাড়ে নিয়ে আসা হয় । একজন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন । আজ তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ । দীর্ঘদিন সরকারকে দাবি জানিয়ে আসছি, দিঘা মোহনায় ঢোকার মুখে ড্রেজ়িং করতে হবে । কিন্তু সরকারের কোনও হেলদোল নেই । ড্রেজিং করা না হলে মৎস্যজীবীদের এইরকম দুর্ঘটনার কবলে পড়তে হবে । আমরা খুব আতঙ্কে আছি ।“

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.