ETV Bharat / state

ফের পূর্ব মেদিনীপুরে কোরোনা আক্রান্ত 1 - covid 19

পূর্ব মেদিনীপুরে ফের কোরোনা আক্রান্ত এক যুবক । তিনি কলকাতায় কর্মরত ছিলেন বলে জানা গেছে । বর্তমানে তিনি পাঁশকুড়ার COVID হাসপাতালে চিকিৎসাধীন ।

corona
corona
author img

By

Published : May 15, 2020, 1:15 PM IST

মহিষাদল, 15 মে: ফের পূর্ব মেদিনীপুর জেলায় নতুন করে কোরোনা আক্রান্ত হলেন মহিষাদলের এক যুবক । বছর 34-এর ওই যুবক কলকাতার কলেজ স্ট্রিটের একটি মিষ্টির দোকানে কাজ করতেন । কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় যুবক কলকাতাতেই আটকে পড়েন । চলতি সপ্তাহের সোমবার তিনি সেখান থেকে একটি গাড়িতে করে বাড়ি ফেরেন । পরে জ্বর, শ্বাসকষ্ট শুরু হওয়ায় স্বাস্থ্যকর্মীরা তাঁর সোয়াব সংগ্রহ করে টেস্টের জন্য পাঠালে গতকাল গভীর রাতে সেই রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌঁছায় । রিপোর্ট কোরোনা পজ়িটিভ । আক্রান্ত যুবককে চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্ত যুবক দীর্ঘদিন ধরেই কলকাতায় কর্মরত ছিলেন । সেখানেই তিনি সংক্রমিত হয়েছেন বলে দাবি জেলা স্বাস্থ্য বিভাগের । গত রবিবার গভীর রাতে একটি পোল্ট্রি ফার্মের গাড়িতে করে বাড়ি রওনা দেন । পরে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর 14 দিনের হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। মঙ্গলবার জ্বর ও শ্বাসকষ্ট শুরু হওয়ায় স্বাস্থ্য বিভাগের তরফে সোয়াব সংগ্রহ করে টেস্টের জন্য আর জি কর মেডিকেল কলেজে পাঠানো হয় । গতকাল গভীর রাতে রিপোর্ট এসে পৌঁছায় জেলা স্বাস্থ্য বিভাগে । যুবকের রিপোর্টে কোরোনা পজ়িটিভের উল্লেখ রয়েছে । এরপরই আজ সকালে তাঁকে চিকিৎসার জন্য COVID হাসপাতালে পাঠানো হয় । সেই সঙ্গে তাঁর পরিবারের মোট 12জন সদস্যকে চণ্ডীপুরের কোরোনা হাসপাতালের আইসোলেশন বিভাগে পাঠানো হয়েছে ।

কোরোনা সংক্রমণের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর জেলা বর্তমানে রেড জ়োনে রয়েছে । রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী জেলায় ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন 51জন । হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 26জন । আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের । ফের নতুন করে একজন আক্রান্ত হওয়ার চিন্তা বাড়ল জেলা প্রশাসনের ।

পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন, "আক্রান্ত যুবক পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও তিনি কলকাতাতেই কর্মসূত্রে থাকতেন । সেখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন । স্বাস্থ্য কর্মীদের তরফে বাড়ি ফেরার খবর পেয়ে তাঁর সোয়াব সংগ্রহ করে টেস্ট করা হলে কোরোনা সংক্রমণ ধরা পড়ে । বর্তমানে তাঁকে চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । সেইসঙ্গে তাঁর সংস্পর্শে আসা 12জন সদস্যকে আইসোলেশন পাঠানো হয়েছে ।"

মহিষাদল, 15 মে: ফের পূর্ব মেদিনীপুর জেলায় নতুন করে কোরোনা আক্রান্ত হলেন মহিষাদলের এক যুবক । বছর 34-এর ওই যুবক কলকাতার কলেজ স্ট্রিটের একটি মিষ্টির দোকানে কাজ করতেন । কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় যুবক কলকাতাতেই আটকে পড়েন । চলতি সপ্তাহের সোমবার তিনি সেখান থেকে একটি গাড়িতে করে বাড়ি ফেরেন । পরে জ্বর, শ্বাসকষ্ট শুরু হওয়ায় স্বাস্থ্যকর্মীরা তাঁর সোয়াব সংগ্রহ করে টেস্টের জন্য পাঠালে গতকাল গভীর রাতে সেই রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌঁছায় । রিপোর্ট কোরোনা পজ়িটিভ । আক্রান্ত যুবককে চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্ত যুবক দীর্ঘদিন ধরেই কলকাতায় কর্মরত ছিলেন । সেখানেই তিনি সংক্রমিত হয়েছেন বলে দাবি জেলা স্বাস্থ্য বিভাগের । গত রবিবার গভীর রাতে একটি পোল্ট্রি ফার্মের গাড়িতে করে বাড়ি রওনা দেন । পরে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর 14 দিনের হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। মঙ্গলবার জ্বর ও শ্বাসকষ্ট শুরু হওয়ায় স্বাস্থ্য বিভাগের তরফে সোয়াব সংগ্রহ করে টেস্টের জন্য আর জি কর মেডিকেল কলেজে পাঠানো হয় । গতকাল গভীর রাতে রিপোর্ট এসে পৌঁছায় জেলা স্বাস্থ্য বিভাগে । যুবকের রিপোর্টে কোরোনা পজ়িটিভের উল্লেখ রয়েছে । এরপরই আজ সকালে তাঁকে চিকিৎসার জন্য COVID হাসপাতালে পাঠানো হয় । সেই সঙ্গে তাঁর পরিবারের মোট 12জন সদস্যকে চণ্ডীপুরের কোরোনা হাসপাতালের আইসোলেশন বিভাগে পাঠানো হয়েছে ।

কোরোনা সংক্রমণের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর জেলা বর্তমানে রেড জ়োনে রয়েছে । রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী জেলায় ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন 51জন । হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 26জন । আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের । ফের নতুন করে একজন আক্রান্ত হওয়ার চিন্তা বাড়ল জেলা প্রশাসনের ।

পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন, "আক্রান্ত যুবক পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও তিনি কলকাতাতেই কর্মসূত্রে থাকতেন । সেখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন । স্বাস্থ্য কর্মীদের তরফে বাড়ি ফেরার খবর পেয়ে তাঁর সোয়াব সংগ্রহ করে টেস্ট করা হলে কোরোনা সংক্রমণ ধরা পড়ে । বর্তমানে তাঁকে চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । সেইসঙ্গে তাঁর সংস্পর্শে আসা 12জন সদস্যকে আইসোলেশন পাঠানো হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.