ETV Bharat / state

তৃণমূলের কেউ দিলীপ ঘোষকে আটকায়নি, দাবি শিশির অধিকারীর - ফের দিলীপ ঘোষকে বাধা পুলিশের

এগরা যাওয়ার পথে নন্দকুমারে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ । পরে তাঁকে আটকায় পুলিশ । এই প্রসঙ্গে শিশির অধিকারী বলেন, তৃণমূলের কেউ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায়নি ।

dilip ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : May 24, 2020, 5:45 PM IST

নন্দকুমার, 24 মে : দিলীপ ঘোষকে কেউ আটকায়নি ৷ বিক্ষোভ দেখাচ্ছিলেন সাধারণ বাসিন্দারা ৷ BJP নেতাকে সামনে পেয়ে তাঁরা উত্তেজিত হয়ে পড়েন ৷ এতে তৃণমূলের যোগ নেই ৷ নন্দকুমারে BJP রাজ্য সভাপতিকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে এই দাবি করলেন তৃণমূল নেতা শিশির অধিকারী ৷

তিনি বলেন, ‘‘নন্দকুমারের কাছে কয়েকজন বিক্ষোভ দেখাচ্ছিলেন ৷ কে বা কারা বিক্ষোভ দেখাচ্ছিলেন জানি না ৷ সেই সময় দিলীপ ঘোষ সেখানে যান ৷ উত্তেজিত জনতা তাঁকে ফিরে যেতে বলে ৷ এরপর BJP-র লোক তমলুক থেকে এসে মারামারি শুরু করে ৷ তৃণমূলের সঙ্গে এর কোনও যোগ নেই ৷’’ তৃণমূল নেতা দিব্যেন্দু অধিকারী এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ তিনি বলেন, ‘‘আমি এখন হলদিয়ায় আছি ৷ এই বিষয়ে কিছু বলতে পারব না ৷’’ জেলার তৃণমূল সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডা বলেন, ‘‘প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী পরিদর্শন করেছেন ৷ তাহলে দিলীপ ঘোষ আবার কী দেখতে এসেছেন ? BJP ত্রাণ বিলি করতে না পেরে বিক্ষোভ দেখাচ্ছে ৷ কারণ পূর্ব মেদিনীপুরে একা শুভেন্দু অধিকারী ত্রাণ বিলি করেছেন ৷’’

নিজের কেন্দ্রের বাসিন্দাদের খোঁজখবর নিতে আজ এগরার দিকে যাচ্ছিলেন BJP সাংসদ দিলীপ ঘোষ ৷ কিন্তু নন্দকুমারের কাছে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷ পরে গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁর গাড়ি আটকায় ৷ গোটা ঘটনায় তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে তাঁর অভিযোগ ৷ তিনি বলেন, ‘‘পূর্ব মেদিনীপুরে 12 লাখ ভোট আমরা পেয়েছি ৷ সাধারণ মানুষই বুঝিয়ে দিয়েছে যে, এবার BJP ৷ মুখ্যমন্ত্রী হাতজোড় করেও কিছু হবে না ৷ পাপমুক্তি হবে না ৷ পুলিশের উচিত ছিল আমাকে না আটকে সাধারণ মানুষের সাহায্য করা ৷’’

দিলীপবাবু বলেন, তাঁকে আটকে BJP-কে আটকানো যাবে না ৷ যদি সেটা হত, তাহলে রাজ্যে 18টি আসন পেত না BJP ৷ তিনি আরও বলেন, ‘‘রেড জ়োনে রয়েছে পূর্ব মেদিনীপুর ৷ কিন্তু সাধারণ মানুষ লকডাউনের মধ্যেই বেরিয়েছে ৷ নিয়ম মানছে না ৷ তাহলে পুলিশের শুধু আমাকে নিয়েই সমস্যা কেন?’’

নন্দকুমার, 24 মে : দিলীপ ঘোষকে কেউ আটকায়নি ৷ বিক্ষোভ দেখাচ্ছিলেন সাধারণ বাসিন্দারা ৷ BJP নেতাকে সামনে পেয়ে তাঁরা উত্তেজিত হয়ে পড়েন ৷ এতে তৃণমূলের যোগ নেই ৷ নন্দকুমারে BJP রাজ্য সভাপতিকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে এই দাবি করলেন তৃণমূল নেতা শিশির অধিকারী ৷

তিনি বলেন, ‘‘নন্দকুমারের কাছে কয়েকজন বিক্ষোভ দেখাচ্ছিলেন ৷ কে বা কারা বিক্ষোভ দেখাচ্ছিলেন জানি না ৷ সেই সময় দিলীপ ঘোষ সেখানে যান ৷ উত্তেজিত জনতা তাঁকে ফিরে যেতে বলে ৷ এরপর BJP-র লোক তমলুক থেকে এসে মারামারি শুরু করে ৷ তৃণমূলের সঙ্গে এর কোনও যোগ নেই ৷’’ তৃণমূল নেতা দিব্যেন্দু অধিকারী এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ তিনি বলেন, ‘‘আমি এখন হলদিয়ায় আছি ৷ এই বিষয়ে কিছু বলতে পারব না ৷’’ জেলার তৃণমূল সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডা বলেন, ‘‘প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী পরিদর্শন করেছেন ৷ তাহলে দিলীপ ঘোষ আবার কী দেখতে এসেছেন ? BJP ত্রাণ বিলি করতে না পেরে বিক্ষোভ দেখাচ্ছে ৷ কারণ পূর্ব মেদিনীপুরে একা শুভেন্দু অধিকারী ত্রাণ বিলি করেছেন ৷’’

নিজের কেন্দ্রের বাসিন্দাদের খোঁজখবর নিতে আজ এগরার দিকে যাচ্ছিলেন BJP সাংসদ দিলীপ ঘোষ ৷ কিন্তু নন্দকুমারের কাছে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷ পরে গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁর গাড়ি আটকায় ৷ গোটা ঘটনায় তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে তাঁর অভিযোগ ৷ তিনি বলেন, ‘‘পূর্ব মেদিনীপুরে 12 লাখ ভোট আমরা পেয়েছি ৷ সাধারণ মানুষই বুঝিয়ে দিয়েছে যে, এবার BJP ৷ মুখ্যমন্ত্রী হাতজোড় করেও কিছু হবে না ৷ পাপমুক্তি হবে না ৷ পুলিশের উচিত ছিল আমাকে না আটকে সাধারণ মানুষের সাহায্য করা ৷’’

দিলীপবাবু বলেন, তাঁকে আটকে BJP-কে আটকানো যাবে না ৷ যদি সেটা হত, তাহলে রাজ্যে 18টি আসন পেত না BJP ৷ তিনি আরও বলেন, ‘‘রেড জ়োনে রয়েছে পূর্ব মেদিনীপুর ৷ কিন্তু সাধারণ মানুষ লকডাউনের মধ্যেই বেরিয়েছে ৷ নিয়ম মানছে না ৷ তাহলে পুলিশের শুধু আমাকে নিয়েই সমস্যা কেন?’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.