হলদিয়া, 8 এপ্রিল: কোরোনায় আক্রান্ত হলেন হলদিয়ার আরও এক বাসিন্দা । এবার আক্রান্ত বছর ৩৭-এর এক যুবক। তিনি হলদিয়ার ভবানীপুর এলাকার বাসিন্দা। গতকাল তাঁর সোয়াব সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয় । আজ রিপোর্ট এলে দেখা যায় যে তিনি কোরোনা পজ়িটিভ। আজ তাঁকে পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।
দিল্লির নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিয়ে হলদিয়া বন্দরের এক ইঞ্জিনিয়র কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । হলদিয়ার এই যুবকও তাঁর সঙ্গে ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন । 2 এপ্রিল তাঁকে হলদিয়া মহকুমা হাসপাতালের আইসোলেশন বিভাগে ভরতি করা হয়। হাসপাতালের তরফে পরপর দুবার তাঁর সোয়াব সংগ্রহ করে কলকাতায় টেস্টের জন্য পাঠানো হলেও তা নেগেটিভ আসে। গতকাল ফের তাঁর সোয়াব সংগ্রহ করে পাঠানো হয় । গতকাল গভীর রাতে জেলা স্বাস্থ্য বিভাগের হাতে রিপোর্ট এসে পৌঁছায় । দেখা যায় তাঁৎ রিপোর্ট পজ়িটিভ ।
নিজ়ামউদ্দিন ফেরত ওই ইঞ্জিনিয়রের সংস্পর্শে এসেছিলেন তাঁর পরিবারের আরও পাঁচ সদস্য ও দশজন জন বন্ধু। তাঁদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে । এই নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 14।
এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, নিজ়ামউদ্দিন যোগে জেলায় আরও এক বাসিন্দা কোরোনায় আক্রান্ত হয়েছেন। তাঁকে হলদিয়া মহকুমা হাসপাতালের আইসোলেশন বিভাগ থেকে পাঁশকুড়ার কোরোনা হাসপাতলে স্থানান্তরিত করা হয়েছে।