ETV Bharat / state

Suvendu Adhikari: 'এনআইএ এখনও জীবিত আছে, দেশদ্রোহীরা সাবধান', খেজুরিতে হুুঁশিয়ারি শুভেন্দুর - Suvendu Adhikari in Khejuri

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে ফের কেন্দ্রীয় এজেন্সির কথা ৷ বৃহস্পতিবার খেজুরিতে তাঁর মুখে এনএইএ'র নাম করে হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে (NIA is still alive in Khejuri says Suvendu Adhikari) ৷

ETV Bharat
Suvendu Adhikari on NIA
author img

By

Published : Nov 24, 2022, 6:38 PM IST

Updated : Nov 24, 2022, 6:57 PM IST

খেজুরি, 24 নভেম্বর: এনআইএ'র নাম করে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী (NIA is still alive in Khejuri says Suvendu Adhikari) ৷ বললেন, "খেজুরিতে এখনও জীবিত আছে এনআইএ, দেশদ্রোহীরা সাবধান ।"

খেজুরিতে বৃহস্পতিবার হার্মাদ মুক্ত দিবস পালন করলেন রাজ্যের বিরোধাী দলনেতা শুভেন্দু অধিকারী । 2010 সালের আজকের তারিখে খেজুরি থেকে সিপিএমকে উৎখাত করেছিল তৃণমূল । রাজনৈতিক সেই 'পালাবদলে' গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তৎকালীন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর । বর্তমানে অবশ্য তৃণমূলে আর নেই শুভেন্দু (Suvendu Adhikari) ৷ 2021 বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি'তে নাম লিখিয়েছেন তিনি ৷

তবে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করার পরও এই দিনটিকে স্মরণ করে শুভেন্দু অধিকারী খেজুরিতে হার্মাদ মুক্ত দিবস পালন করে আসছেন । এদিন খেজুরির কামদেব নগর থেকে আশা ভবন বাসস্ট্যান্ড পর্যন্ত বিশাল মিছিলে পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা ৷ মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তৃণমূলের পাশাপাশি পুলিশকেও কাঠগড়ায় দাঁড় করান শুভেন্দু । হুঁশিয়ারি দেওয়ার সুরও শোনা গিয়েছে তাঁর মুখে (Suvendu Adhikari criticises TMC and Police) ৷

শুভেন্দু অধিকারী এদিন বলেন, "অপেক্ষা করুন, সবে তো 12টা বাজে, এখনও তো সূর্য ডোবেনি ৷ খেজুরিতে এখনও জীবিত আছে এনআইএ, দেশদ্রোহীরা সাবধান । এটা শুভেন্দু অধিকারী বলে দিয়ে গেল ।" আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রস্তুতি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "বড় সভা ছেড়ে চাটাই সভা করুন । প্রতিটি বুথে আমার 50 জন লোক দরকার । এর মধ্যে 30 জন যুবক আর 20 জন মহিলা । মহিলারা হবে মা ভবানী, আর যুবকরা হবেন স্বামী বিবেকানন্দের শিষ্য । কী করে এদেরকে হারাতে হয় শুভেন্দু অধিকারী জানে । আমি কম্পারটমেন্টাল চিফ মিনিষ্টারকে হারিয়েছি । আর এদের আপনারাও পারবেন তো !"

খেঁজুয়ারিতে হুুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

আরও পড়ুন: 'জঙ্গলের অধিকার জঙ্গলের বাসিন্দাদের হাতেই সুরক্ষিত', বিধানসভায় বললেন মমতা

রাজনৈতিক হিংসার প্রসঙ্গও এদিন উঠে এসেছে শুভেন্দু অধিকারীর বক্তব্যে (Suvendu Adhikari in Khejuri) ৷ বুধবার বিজেপির এক কর্মীকে তৃণমূলের লোকেরা আক্রমণ করে বলে অভিযোগ ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি 1 তারিখে খেজুরি থানায় আসছি । বুঝিয়ে দেব, শুভেন্দু অধিকারী কে ! আর এনআইএ তো সবে কাজ শুরু করেছে । সমর মণ্ডল কোথায় ? তাঁর আরও সংযোজন, "মাননীয় ইয়াসিনবাবু আপনার যা যা ওষুধ লাগবে এই ডাক্তারবাবু সব জানে । আমি তোমার ঔষুধ দেওয়ার দায়িত্বটা নিলাম ।"

খেজুরি, 24 নভেম্বর: এনআইএ'র নাম করে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী (NIA is still alive in Khejuri says Suvendu Adhikari) ৷ বললেন, "খেজুরিতে এখনও জীবিত আছে এনআইএ, দেশদ্রোহীরা সাবধান ।"

খেজুরিতে বৃহস্পতিবার হার্মাদ মুক্ত দিবস পালন করলেন রাজ্যের বিরোধাী দলনেতা শুভেন্দু অধিকারী । 2010 সালের আজকের তারিখে খেজুরি থেকে সিপিএমকে উৎখাত করেছিল তৃণমূল । রাজনৈতিক সেই 'পালাবদলে' গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তৎকালীন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর । বর্তমানে অবশ্য তৃণমূলে আর নেই শুভেন্দু (Suvendu Adhikari) ৷ 2021 বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি'তে নাম লিখিয়েছেন তিনি ৷

তবে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করার পরও এই দিনটিকে স্মরণ করে শুভেন্দু অধিকারী খেজুরিতে হার্মাদ মুক্ত দিবস পালন করে আসছেন । এদিন খেজুরির কামদেব নগর থেকে আশা ভবন বাসস্ট্যান্ড পর্যন্ত বিশাল মিছিলে পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা ৷ মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তৃণমূলের পাশাপাশি পুলিশকেও কাঠগড়ায় দাঁড় করান শুভেন্দু । হুঁশিয়ারি দেওয়ার সুরও শোনা গিয়েছে তাঁর মুখে (Suvendu Adhikari criticises TMC and Police) ৷

শুভেন্দু অধিকারী এদিন বলেন, "অপেক্ষা করুন, সবে তো 12টা বাজে, এখনও তো সূর্য ডোবেনি ৷ খেজুরিতে এখনও জীবিত আছে এনআইএ, দেশদ্রোহীরা সাবধান । এটা শুভেন্দু অধিকারী বলে দিয়ে গেল ।" আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রস্তুতি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "বড় সভা ছেড়ে চাটাই সভা করুন । প্রতিটি বুথে আমার 50 জন লোক দরকার । এর মধ্যে 30 জন যুবক আর 20 জন মহিলা । মহিলারা হবে মা ভবানী, আর যুবকরা হবেন স্বামী বিবেকানন্দের শিষ্য । কী করে এদেরকে হারাতে হয় শুভেন্দু অধিকারী জানে । আমি কম্পারটমেন্টাল চিফ মিনিষ্টারকে হারিয়েছি । আর এদের আপনারাও পারবেন তো !"

খেঁজুয়ারিতে হুুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

আরও পড়ুন: 'জঙ্গলের অধিকার জঙ্গলের বাসিন্দাদের হাতেই সুরক্ষিত', বিধানসভায় বললেন মমতা

রাজনৈতিক হিংসার প্রসঙ্গও এদিন উঠে এসেছে শুভেন্দু অধিকারীর বক্তব্যে (Suvendu Adhikari in Khejuri) ৷ বুধবার বিজেপির এক কর্মীকে তৃণমূলের লোকেরা আক্রমণ করে বলে অভিযোগ ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি 1 তারিখে খেজুরি থানায় আসছি । বুঝিয়ে দেব, শুভেন্দু অধিকারী কে ! আর এনআইএ তো সবে কাজ শুরু করেছে । সমর মণ্ডল কোথায় ? তাঁর আরও সংযোজন, "মাননীয় ইয়াসিনবাবু আপনার যা যা ওষুধ লাগবে এই ডাক্তারবাবু সব জানে । আমি তোমার ঔষুধ দেওয়ার দায়িত্বটা নিলাম ।"

Last Updated : Nov 24, 2022, 6:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.