ETV Bharat / state

"ওষুধ কিনতে যাচ্ছি", প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় শিক্ষক - কোরোনা আতঙ্ক

লকডাউনের সময় বাড়ি থেকে দরকারি কাজে বেরোনোর অভিনব পন্থা বের করলেন পাঁশকুড়ার শিক্ষক ৷ গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় বেরোলেন তিনি ৷ তাতে লেখা, ওষুধ কিনতে যাচ্ছেন ৷ পুলিশের মার থেকে বাঁচতে এই সিদ্ধান্ত তাঁর ৷

কোরোনা
কোরোনা
author img

By

Published : Mar 27, 2020, 1:26 PM IST

পাঁশকুড়া, 27 মার্চ : সারা বিশ্বে চলছে মৃত্যু মিছিল ৷ দেশে দেশে লকডাউনের ঘোষণা সরকারের ৷ প্রাণে বাঁচতে ঘর থেকে বেরোতে না করছেন চিকিৎসকরা ৷ কিন্তু, তারপরও রাস্তাঘাটে দেখা যাচ্ছে লোকজন ৷ কোনও কারণ ছাড়াই রাস্তায় বেরোতেও দেখা যাচ্ছে অনেককে ৷ তাই এবার পরিস্থিতি সামলাতে লাঠি হাতে রাস্তায় নেমেছে পুলিশ ৷ রাস্তায় বেরোনোর কারণ দেখাতে না পারলেই করা হচ্ছে গ্রেপ্তার, নাহলে অভিনব সব পদ্ধতিতে দেওয়া হচ্ছে শাস্তি ৷ যা বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল ৷ কোথাও পুলিশকে দেওয়া হচ্ছে বাহবা, কোথাও আবার অত্যাচার করছে বলে করা হচ্ছে নিন্দা ৷

এসবের মধ্যেও নজর কাড়লেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার এক বাসিন্দা ৷ পেশায় শিক্ষক এই ব্যক্তি মুখে মাস্ক আর গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় বেরিয়েছেন ৷ প্ল্যাকার্ডে লেখা, "ওষুধ কিনতে যাচ্ছি ৷" হঠাৎ এভাবে রাস্তায় কেন ? তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না ৷ তবে, বাজার বা ওষুধ কেনার থাকলে তো বের হতেই হবে ৷ কিন্তু, বাইরে বেরিয়ে পর্যাপ্ত কারণ না দেখাতে পারলেই জুটছে পুলিশের মার ৷ তাই বাধ্য হয়েই এই অভিনব পন্থার শরণাপন্ন হওয়া ৷

কোরোনা
প্ল্যাকার্ডে লেখা, ওষুধ কিনতে যাচ্ছেন

তবে তাঁর প্ল্যাকার্ডে শুধু "ওষুধ কিনতে যাচ্ছি" লেখা আছে তা নয় ৷ প্ল্যাকার্ডের উলটো পিঠ ঘুরিয়ে দেখালেন তিনি ৷ উলটো পিঠে লিখে রেখেছেন, "বাজার করতে যাচ্ছি"-ও ৷ জানালেন, প্রাণের ভয় তো আছে ৷ একদিকে কোরোনা সংক্রমণ ৷ অন্যদিকে লকডাউনে বেরোলে পুলিশের মার ৷ তাই সব থেকে নিরাপদ থাকতেই এই চিন্তা ৷

পাঁশকুড়া, 27 মার্চ : সারা বিশ্বে চলছে মৃত্যু মিছিল ৷ দেশে দেশে লকডাউনের ঘোষণা সরকারের ৷ প্রাণে বাঁচতে ঘর থেকে বেরোতে না করছেন চিকিৎসকরা ৷ কিন্তু, তারপরও রাস্তাঘাটে দেখা যাচ্ছে লোকজন ৷ কোনও কারণ ছাড়াই রাস্তায় বেরোতেও দেখা যাচ্ছে অনেককে ৷ তাই এবার পরিস্থিতি সামলাতে লাঠি হাতে রাস্তায় নেমেছে পুলিশ ৷ রাস্তায় বেরোনোর কারণ দেখাতে না পারলেই করা হচ্ছে গ্রেপ্তার, নাহলে অভিনব সব পদ্ধতিতে দেওয়া হচ্ছে শাস্তি ৷ যা বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল ৷ কোথাও পুলিশকে দেওয়া হচ্ছে বাহবা, কোথাও আবার অত্যাচার করছে বলে করা হচ্ছে নিন্দা ৷

এসবের মধ্যেও নজর কাড়লেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার এক বাসিন্দা ৷ পেশায় শিক্ষক এই ব্যক্তি মুখে মাস্ক আর গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় বেরিয়েছেন ৷ প্ল্যাকার্ডে লেখা, "ওষুধ কিনতে যাচ্ছি ৷" হঠাৎ এভাবে রাস্তায় কেন ? তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না ৷ তবে, বাজার বা ওষুধ কেনার থাকলে তো বের হতেই হবে ৷ কিন্তু, বাইরে বেরিয়ে পর্যাপ্ত কারণ না দেখাতে পারলেই জুটছে পুলিশের মার ৷ তাই বাধ্য হয়েই এই অভিনব পন্থার শরণাপন্ন হওয়া ৷

কোরোনা
প্ল্যাকার্ডে লেখা, ওষুধ কিনতে যাচ্ছেন

তবে তাঁর প্ল্যাকার্ডে শুধু "ওষুধ কিনতে যাচ্ছি" লেখা আছে তা নয় ৷ প্ল্যাকার্ডের উলটো পিঠ ঘুরিয়ে দেখালেন তিনি ৷ উলটো পিঠে লিখে রেখেছেন, "বাজার করতে যাচ্ছি"-ও ৷ জানালেন, প্রাণের ভয় তো আছে ৷ একদিকে কোরোনা সংক্রমণ ৷ অন্যদিকে লকডাউনে বেরোলে পুলিশের মার ৷ তাই সব থেকে নিরাপদ থাকতেই এই চিন্তা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.