ETV Bharat / state

দিদি এতটাই হতাশ যে ভগবানের কথাও শুনতে চান না : মোদি

তমলুক লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে প্রচারে এসে মমতাকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি । বলেন, "দিদি ইদানিং এতটাই হতাশ যে ভগবানের কথা বলতেও চান না, শুনতেও চান না ।"

মোদি
author img

By

Published : May 6, 2019, 2:07 PM IST

Updated : May 6, 2019, 2:27 PM IST

হলদিয়া, 6 মে : "দিদি ইদানিং এতটাই হতাশ যে ভগবানের কথা বলতেও চান না, শুনতেও চান না । পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন এমন যে কেউ জয় শ্রী রাম বললেও তাকে প্রেপ্তার করে দিদি জেলে ভরে দিচ্ছেন । "স্পিডব্রেকার দিদির" অহঙ্কার বেশি ।" তমলুক লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে প্রচারে এসে আজ এই ভাষাতেই আক্রমণ করলেন নরেন্দ্র মোদি ।

প্রসঙ্গত দু'দিন আগে মেদিনীপুরের রাধাবল্লভপুরের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ধার থেকে জয় শ্রী রাম স্লোগান তোলে কয়েকজন । যাঁরা জয়শ্রীরাম ধ্বনি দিচ্ছিলেন, তাঁদের কয়েকজন পিছিয়ে গেলে, মমতাকে বলতে শোনা যায় – "পালাচ্ছিস কেন ?" সেই ঘটনার জেরে 3 BJP সমর্থককে আটকও করেছিল পুলিশ । আজ সেই প্রসঙ্গে তমলুকে মমতার সমালোচনা করলেন নরেন্দ্র মোদি ।

পাশাপাশি আজ মোদি বলেন, "দিদি মানুষের কথা নিয়ে ভাবেন না । ফণী বিষয়ে বৈঠক করার জন্য দিদিকে দুবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি ।" গতকালই ANI প্রধানমন্ত্রী দপ্তরের এক আধিকারিককে উদ্ধৃত করে টুইট করে জানিয়েছিল, শনিবার রাজ্যে ফণীর প্রভাব জানতে ও পরিস্থিতি পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলতে চাওয়ায় PMO-র তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হয়েছিল । তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে জানানো হয় যে মুখ্যমন্ত্রী সফরে রয়েছেন । তিনি ফিরলে ফোন করা হবে জানানো হলেও সেই ফোন আর আসেনি ।

হলদিয়া, 6 মে : "দিদি ইদানিং এতটাই হতাশ যে ভগবানের কথা বলতেও চান না, শুনতেও চান না । পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন এমন যে কেউ জয় শ্রী রাম বললেও তাকে প্রেপ্তার করে দিদি জেলে ভরে দিচ্ছেন । "স্পিডব্রেকার দিদির" অহঙ্কার বেশি ।" তমলুক লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে প্রচারে এসে আজ এই ভাষাতেই আক্রমণ করলেন নরেন্দ্র মোদি ।

প্রসঙ্গত দু'দিন আগে মেদিনীপুরের রাধাবল্লভপুরের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ধার থেকে জয় শ্রী রাম স্লোগান তোলে কয়েকজন । যাঁরা জয়শ্রীরাম ধ্বনি দিচ্ছিলেন, তাঁদের কয়েকজন পিছিয়ে গেলে, মমতাকে বলতে শোনা যায় – "পালাচ্ছিস কেন ?" সেই ঘটনার জেরে 3 BJP সমর্থককে আটকও করেছিল পুলিশ । আজ সেই প্রসঙ্গে তমলুকে মমতার সমালোচনা করলেন নরেন্দ্র মোদি ।

পাশাপাশি আজ মোদি বলেন, "দিদি মানুষের কথা নিয়ে ভাবেন না । ফণী বিষয়ে বৈঠক করার জন্য দিদিকে দুবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি ।" গতকালই ANI প্রধানমন্ত্রী দপ্তরের এক আধিকারিককে উদ্ধৃত করে টুইট করে জানিয়েছিল, শনিবার রাজ্যে ফণীর প্রভাব জানতে ও পরিস্থিতি পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলতে চাওয়ায় PMO-র তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হয়েছিল । তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে জানানো হয় যে মুখ্যমন্ত্রী সফরে রয়েছেন । তিনি ফিরলে ফোন করা হবে জানানো হলেও সেই ফোন আর আসেনি ।

Lucknow (UP), May 06 (ANI): While speaking to ANI on 'Mahagathbandhan', Union Home Minister Rajnath Singh said, "The 'Mahagatbandhan' is no challenge for BJP here. I don't want to comment on her (SP-BSP-RLD candidate Poonam Sinha), as I believe elections are not about individuals but about issues." Earlier morning, Rajnath Singh cast his vote in Uttar Pradesh's Lucknow. Singh is contesting from Lucknow parliamentary constituency against SP-BSP joint candidate Poonam Sinha. The 5th phase of elections is underway.
Last Updated : May 6, 2019, 2:27 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.