নন্দকুমার, 17 এপ্রিল: তীব্র গরম ও কাজের অতিরিক্ত চাপে বৈঠক চলাকালীন জ্ঞান হারান বিডিও জেলাশাসকের দফতরে বৈঠক চলাকালীন সোমবার অসুস্থ হয়ে পড়লেন নন্দকুমারের বিডিও শানু বক্সি ৷ তীব্র গরম ও কাজের অতিরিক্ত চাপে এদিন বৈঠক চলাকালীন বিডিও অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে ৷ তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ।
জানা গিয়েছে, সোমবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দফতরে জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে একটি বৈঠক চলছিল ৷ বৈঠকে ছিলেন নন্দকুমার ব্লকের বিডিও শানু বক্সি । বৈঠক চলাকালীন হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ অজ্ঞান হয়ে যান তিনি । দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে তিনি সুস্থ রয়েছেন ৷
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো গত কয়েকদিন ধরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরেও ৷ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে গরম হাওয়ার দাপট ৷ তাপমাত্রা বৃদ্ধির পারদ পৌঁছে গিয়েছে প্রায় 42 ডিগ্রির কাছাকাছি ৷ এই তীব্র গরম ও কাজের চাপেই বিডিও অসুস্থ হয়ে পড়েন বলে মনে করা হচ্ছে ৷
বিডিও শানু বক্সির অসুস্থতা প্রসঙ্গে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের এমএসভিপি মৃণালকান্তি কুন্ডু জানিয়েছেন, মেডিসিন বিভাগের চিকিৎসক দীপঙ্কর প্রধান তাঁর চিকিৎসা করছেন ৷ তাঁর ইসিজি করা হয়েছে ৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ একটি সিটিস্ক্যান করা হবে তাঁর ৷ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তিনি রয়েছেন ৷ তীব্র গরমের কারণেই বিডিও অসুস্থ হয়ে পড়েন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷ নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস এদিন হাসপাতালে দেখতে যান বিডিওকে ৷ তিনি জানান, কথা বলতে পারছেন বিডিও শানু বক্সি, তাঁর জ্ঞান ফিরেছে ৷ তবে তাঁর মাথায় ব্যথা রয়েছে বলে বিডিও জানিয়েছেন ৷
আরও পড়ুন: তীব্র গরমে কলেজ, বিশ্ববিদ্য়ালয়েও ছুটি, নাখুশ শিক্ষামহল