মহিষাদল , 26 জানুয়ারি : তমলুকের সিভিল ইঞ্জিনিয়ার খুনের কিনারা করল মহিষাদল থানার পুলিশ । পুলিশের দাবি , ত্রিকোণ প্রেমের জেরে খুন হয়েছেন তিনি । ঘটনায় এক মহিলাসহ গ্রেপ্তার দুই ।
মৃতের নাম মৃগাঙ্কশেখর মণ্ডল (৫১) । বাড়ি তমলুকের ডুমরা গ্রামে । জানা গেছে , 11 জানুয়ারি বাড়ি থেকে তিনি ঘাটালের উদ্দেশে বেরিয়েছিলেন । তারপর আর তাঁর বাড়ি ফেরা হয়নি । দু'দিন পর 13 জানুয়ারি রূপনারায়নের তিরে গেঁওখালিতে তাঁর হাত-পা বাঁধা দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয় । এরই মাঝে পরিবারের তরফে পুলিশে নিঁখোজের অভিযোগ দায়ের করা হয়েছিল । অবশেষে 18 জানুয়ারি পরিবার তাঁর মৃতদেহ শনাক্ত করে । এরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ।
তদন্তের ফলে এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃত মহিলার নাম মল্লিকা দাস । ওই মহিলার সঙ্গে মৃগাঙ্কের প্রেমের সম্পর্ক ছিল । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর মল্লিকা কোলাঘাটের মেচেদায় দীর্ঘদিন ধরেই বসবাস করত । পেশায় সে পাঁশকুড়ার এক বেসরকারি স্কুলের শিক্ষিকা । বাসে যাতায়াতের সময় আলাপ হয় মৃগাঙ্কের সাথে । আর তারপর থেকেই দু'জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে । বিয়ে করারও সিদ্ধান্ত নেন তাঁরা । তাই স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য মামলা করেন মৃগাঙ্ক । কিন্তু মাস ছয়েক আগেই মৃগাঙ্কবাবু জানতে পারেন মল্লিকার সঙ্গে ব্রজগোপাল নামে আরও এক ব্যক্তির সম্পর্ক রয়েছে । তখনই মল্লিকাকে বিয়ে করতে অস্বীকার করেন তিনি । বিয়েতে রাজি না হলেও মৃগাঙ্কের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল মল্লিকা । আগের থেকেই মৃগাঙ্কের সম্পত্তির উপর নজর ছিল তার । তারই বুদ্ধিতে ব্রজগোপাল নামে ওই যুবক গত 11 ই জানুয়ারি হলদিয়ার ভবানীপুরের একটি বাড়ি তৈরির প্ল্যান দেওয়ার জন্য মৃগাঙ্কবাবুকে গাড়িতে করে নিয়ে যায় । সেখানে দু'জন মদ্যপান করে । সেই সময় মদের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় ব্রজগোপাল । তাতেই বেহুঁশ হয়ে যান মৃগাঙ্কবাবু । পরে গাড়িতে করে বেহুঁশ মৃগাঙ্ককে নিয়ে হলদিয়ার বি.সি রায় হাসপাতালের কাছে নিজের বাড়িতে যায় ব্রজগোপাল । তখন সেখানে অপেক্ষা করছিল মল্লিকা । পরে সেখানেই দু'জনে মিলে মৃগাঙ্কবাবুর হাত-পা বেঁধে গাড়ির ডিকিতে ভরে দেয় । পরের দিন অর্থাৎ 12 তারিখ হলদিয়ার ব্রজলালচকের একটি পেট্রল পাম্প থেকে বেশ কয়েক লিটার ডিজ়েল কেনে ব্রজগোপাল । এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে রূপনারায়ণের তিরে গেঁওখালির ফাঁকা জায়গায় তাঁর দেহ পুড়িয়ে দেওয়া হয় । পরিকল্পনামাফিক সমস্ত কাজ সেরে রাতেই মল্লিকা মেচেদার বাড়িতে ফিরে আসেন । কিন্তু কেন এই খুন? শুধু ত্রিকোণ প্রেম নয় । মল্লিকা মৃগাঙ্কের সাথে বিয়ে করে তাঁর সমস্ত সম্পত্তির মালিক হতে চেয়েছিল । কিন্তু শেষ মুহূর্তে অপর প্রেমের সম্পর্ক জেনে যাওয়ায় তার সেই স্বপ্ন পূরণ হয়নি । তাই নতুন প্রেমিককে সাথে নিয়েই মৃগাঙ্ককে খুনের পরিকল্পনা করে সে । জেরায় পুরোটাই স্বীকার করে নিয়েছে মল্লিকা ও তার প্রেমিক ।
এ প্রসঙ্গে মহিষাদল থানার OC পার্থ বিশ্বাস বলেন , "শনিবার হলদিয়া টাউনশিপের জীবনানন্দ দাস নগর থেকে ব্রজগোপাল ও পাঁশকুড়া থেকে মল্লিকাকে গ্রেপ্তার করা হয়েছে । রাতে মৃগাঙ্কের দেহ নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেই গাড়ির ছবি ধরা পড়ে গেঁওখালি একটি দোকানের CCTVতে । গাড়ির নম্বর ধরে তদন্ত প্রক্রিয়া শুরু করলে অভিযুক্ত দু'জনের নাম উঠে আসে । এরপরই তাদের তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় । গতকাল তাদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হয় ৷ ঘটনায় আরও কেউ জড়িয়ে আছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে দু'জনকেই পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করে আদালত । 12 দিনের পুলিশি হেপাজত দেওয়া হয়েছে তাদের ৷"