কাঁথি, 24 জুন : দিল্লির বাংলোয় খুন করা হবে । ফোনে এমন হুমকি পেলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু আধিকারী ৷ 20 জুন দুপুর একটা 48 মিনিটে সাংসদের দু'টো মোবাইলে উড়ো ফোন আসে । তাঁকে দিল্লির বাংলোয় খুন করার কথা বলা হয় বলে জানা গেছে । ঘটনায় 21 জুন কাঁথি থানায় লিখিত অভিযোগ করেছেন সাংসদ । পুলিশ তদন্ত শুরু করেছে ।
এর আগে হলদিয়া থেকে নির্বাচনী প্রচার শেষ করে বাড়ি ফেরার পথে হলদিয়া-মেচেদা 41 নম্বর জাতীয় সড়কে ভবানীপুর থানা এলাকায় দিব্যেন্দু অধিকারীর গাড়ির সঙ্গে একটি ট্রলারের ধাক্কা লাগে৷ তাতে আহত হয়েছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী । ট্রলারের চালককে পুলিশ গ্রেপ্তার করেছিল ।
এমনকী বছরখানেক আগে এক যুবক সাংসদ দিব্যেন্দু অধিকারীর বাড়িতে ছুরি নিয়ে পৌঁছে যায় । পুলিশ তাকে গ্রেপ্তার করে । এরপর ফোনে হুমকির ঘটনায় শোরগোল পড়েছে । সাংসদ জানান, তাঁর দুটি মোবাইলে হুমকি দেওয়া হয়, দিল্লির বাংলোয় রাজনৈতিক উদ্দেশে তাঁকে খুন করা হবে ।
এই মর্মে দিব্যেন্দু অধিকারী কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি বলেন, "তমলুকের সাংসদকে ফোনে খুনের হুমকির অভিযোগ থানায় জমা পড়েছে । আমরা তদন্ত শুরু করেছি ।"