ময়না, 14 এপ্রিল: পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ ময়না গ্রাম ৷ গ্রামের বাসিন্দা এক বৃদ্ধা উনুনে রান্না চাপিয়ে টিভি দেখতে গিয়েছিলেন প্রতিবেশীর বাড়িতে । সেই আগুনেই কাল রাতে পুডে ছাই হল গোটা বাড়ি । তমলুক থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । এখনও অবধি জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ ৷
দক্ষিণ ময়না গ্রামের বাসিন্দা লক্ষ্মী মিদ্যা রাত্রি সাড়ে আটটা নাগাদ উনুনে রান্না বসিয়ে ছিলেন । রান্না চলাকালীন ধারাবাহিক দেখতে প্রতিবেশীর বাড়িতে যান । কিছুক্ষণ পরেই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা বাড়ি । বাড়িটি কাঠ ও অ্যাসবেস্টর শিট দিয়ে তৈরি হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে । স্থানীয় বাসিন্দারা খবর দেয় ময়না থানায় ও দমকল বিভাগে ।
প্রায় ঘণ্টা দেড়েক পরে তমলুক থেকে একটি দমকলের ইঞ্জিন আসে ৷ দমকল এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় । জানা গেছে, ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন । অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়ির বাইরে থাকায় কোনও ব্যক্তির তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি । তবে বাড়ি সহ সমস্ত আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়ে গেছে ৷
বিষয়টি নিয়ে ময়না থানার OC মাহিউল ইসলাম জানিয়েছেন, "বাড়ির উনুন থেকে গোটা বাড়িতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । বর্তমানে আগুন নিয়ন্ত্রণে । ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি ।"