ETV Bharat / state

প্রথম জামাইষষ্ঠীতে আসতে পারেনি জামাই, ফেসবুকেই ফোঁটা শাশুড়ির

হরিদ্বারে এক বেসরকারি খাদ্য প্রস্তুতকারী সংস্থায় কর্মরত জামাই দেবপ্রসাদ হাজরা । ষষ্ঠীতে বাড়ি ফেরার চেষ্টা করলেও ছুটি পাননি । কিন্তু প্রথম জামাইষষ্ঠী হাতছাড়া হয় কী করে ? শেষমেশ ফেসবুকে হাজির হলেন 'স্মার্ট' জামাই । সেখানেই চলল ডিজিটালি জামাইষষ্ঠী পালন ।

ফেসবুকেই জামাইকে ফোঁটা শাশুড়ির
author img

By

Published : Jun 9, 2019, 4:18 AM IST

Updated : Jun 9, 2019, 8:14 AM IST

মহিষাদল, 9 জুন : মাস তিনেক আগে বিয়ে হয়েছে । এবার প্রথম জামাইষষ্ঠী । সব ঠিকই ছিল কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালেন জামাই বাবাজীবন স্বয়ং । হরিদ্বারে এক বেসরকারি খাদ্য প্রস্তুতকারী সংস্থায় কর্মরত জামাই দেবপ্রসাদ হাজরা । ষষ্ঠীতে বাড়ি ফেরার চেষ্টা করলেও ছুটি পাননি । তাই ষষ্ঠীর সকাল থেকেই মুখ ভার শাশুড়ির । মন খারাপ মেয়ে জামাইয়েরও । কিন্তু প্রথম জামাইষষ্ঠী হাতছাড়া হয় কী করে ? শেষমেশ ফেসবুকে হাজির হলেন 'স্মার্ট' জামাই । সেখানেই চলল ডিজিটালি জামাইষষ্ঠী পালন । এতক্ষণে মন খারাপ কমেছে শাশুড়ির । চওড়া হাসি নিয়ে স্ক্রিনের ওপারে থাকা জামাইকে বরণ করে নিলেন । স্ক্রিনেই দিলেন চন্দনের ফোঁটা । কম যান না জামাইও । স্ক্রিনের ওপার থেকে হাঁ করে শাশুড়ির হাত থেকে মিষ্টি খেলেন ।

থালা ভরতি লুচি, সঙ্গে বেগুনভাজা,পটল ভাজা, হরেক রকম মিষ্টি আরও কত কী ? সাড়ম্বরে চলল জামাই আদর । স্ক্রিন ছুঁইয়ে নিজের হাতে তৈরি একের পর এক পদ খাইয়ে দিলেন জামাইকে । শাশুড়ি বর্ণালী পাত্র বলেন, " তিনমাস হল মেয়ের বিয়ে হয়েছে । বিয়ের পরই চাকরির জন্য হরিদ্বার চলে যায় । নেমন্তন্ন জানানো হয়। কিন্তু ছুটি পায়নি জামাই । একথা শোনার পর থেকেই খুব মন খারাপ ছিল আমাদের । তবে শেষমেশ ফেসবুকেই জামাইষষ্ঠী হল । সশরীরে জামাইকে পেলাম না । তবে জামাইকে ফোঁটা দিতে পেরে খুব ভালো লাগছে ।"

মেয়ে চন্দনা হাজরাও খুব খুশি । বলেন, "প্রথম জামাইষষ্ঠীতে স্বামী আসতে পারবে না। শুনে খুব খারাপ লাগছিল। পরে ভেবে দেখলাম সশরীরে না থাকলেও অনলাইনে জামাইষষ্ঠী পালন করা যেতে পারে। মা ও বাবার সঙ্গে কথা বলে সব আয়োজন করি । একটি স্মৃতি হয়ে থাকল আজকের দিন।"

মহিষাদল, 9 জুন : মাস তিনেক আগে বিয়ে হয়েছে । এবার প্রথম জামাইষষ্ঠী । সব ঠিকই ছিল কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালেন জামাই বাবাজীবন স্বয়ং । হরিদ্বারে এক বেসরকারি খাদ্য প্রস্তুতকারী সংস্থায় কর্মরত জামাই দেবপ্রসাদ হাজরা । ষষ্ঠীতে বাড়ি ফেরার চেষ্টা করলেও ছুটি পাননি । তাই ষষ্ঠীর সকাল থেকেই মুখ ভার শাশুড়ির । মন খারাপ মেয়ে জামাইয়েরও । কিন্তু প্রথম জামাইষষ্ঠী হাতছাড়া হয় কী করে ? শেষমেশ ফেসবুকে হাজির হলেন 'স্মার্ট' জামাই । সেখানেই চলল ডিজিটালি জামাইষষ্ঠী পালন । এতক্ষণে মন খারাপ কমেছে শাশুড়ির । চওড়া হাসি নিয়ে স্ক্রিনের ওপারে থাকা জামাইকে বরণ করে নিলেন । স্ক্রিনেই দিলেন চন্দনের ফোঁটা । কম যান না জামাইও । স্ক্রিনের ওপার থেকে হাঁ করে শাশুড়ির হাত থেকে মিষ্টি খেলেন ।

থালা ভরতি লুচি, সঙ্গে বেগুনভাজা,পটল ভাজা, হরেক রকম মিষ্টি আরও কত কী ? সাড়ম্বরে চলল জামাই আদর । স্ক্রিন ছুঁইয়ে নিজের হাতে তৈরি একের পর এক পদ খাইয়ে দিলেন জামাইকে । শাশুড়ি বর্ণালী পাত্র বলেন, " তিনমাস হল মেয়ের বিয়ে হয়েছে । বিয়ের পরই চাকরির জন্য হরিদ্বার চলে যায় । নেমন্তন্ন জানানো হয়। কিন্তু ছুটি পায়নি জামাই । একথা শোনার পর থেকেই খুব মন খারাপ ছিল আমাদের । তবে শেষমেশ ফেসবুকেই জামাইষষ্ঠী হল । সশরীরে জামাইকে পেলাম না । তবে জামাইকে ফোঁটা দিতে পেরে খুব ভালো লাগছে ।"

মেয়ে চন্দনা হাজরাও খুব খুশি । বলেন, "প্রথম জামাইষষ্ঠীতে স্বামী আসতে পারবে না। শুনে খুব খারাপ লাগছিল। পরে ভেবে দেখলাম সশরীরে না থাকলেও অনলাইনে জামাইষষ্ঠী পালন করা যেতে পারে। মা ও বাবার সঙ্গে কথা বলে সব আয়োজন করি । একটি স্মৃতি হয়ে থাকল আজকের দিন।"

sample description
Last Updated : Jun 9, 2019, 8:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.