মহিষাদল,24 মার্চ: কোরোনার সংক্রমণ আটকাতে দেশের বেশ কয়েকটি রাজ্য লকডাউনয়ের সিদ্ধান্ত । পশ্চিমবঙ্গেও সোমবার বিকেল পাঁচটার পর থেকে 27 শে মার্চ রাত বারোটা পর্যন্ত সেই লকডাউনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে নবান্নের তরফে। সরকারি নির্দেশিকা কে উপেক্ষা করেই সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন তাদের নিজেদের অভ্যাসেই। প্রশাসন সংবাদ ও প্রচার মাধ্যমের সতর্ক বার্তা কোনভাবেই কানে তুলছেন না তাঁরা। পুর্ব মেদিনীপুরে জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি পরিষ্কারভাবে জানিয়েছেন ইতিমধ্যেই জেলার সাতটি শহরে পুলিশের তরফে মাইকিং করে এলাকার বাসিন্দাদের বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনার প্রকোপের ভয়াবহতার গুরুত্ব বোঝানোর চেষ্টা করছি। সেই অনুরোধ সাধারণ মানুষ যদি উপেক্ষা করেন সরকারের আইন অনুযায়ী করা হবে গ্রেপ্তার।
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পূর্ব মেদিনীপুর জেলার পাঁচটি শহর তমলুক ,কোলাঘাট ,দিঘা ,হলদিয়া,কাঁথি, পাঁশকুড়া ও এগরায় লকডাউন করার সিদ্ধান্ত জানিয়ে দেন। সেই সিদ্ধান্ত মোতাবেক এদিন সন্ধ্যে নাগাদ প্রতিটি শহরেই পুলিশের তরফে মাইকিং করা হয়। এলাকার বাসিন্দাদের পুলিশের তরফে জানানো হয় কোরোনার ভাইরাসের প্রকোপ রুখতে সকলকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী গুলির দোকান ছাড়া অন্য কোন দোকান খোলা রাখা যাবে না। এলাকায় কোনও মিটিং মিছিল বা প্রচার অভিযান বন্ধ রাখতে হবে। কোথাও জটলা করলে প্রশাসন তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। জেলা প্রশাসন প্রথমে পূর্ব মেদনীপুরের পাঁচটি শহর ও পরে আরও দুটি পাঁশকুড়া এবং এগরায় লকডাউন ঘোষণা করে।
পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি বলেন, "সাধারণ মানুষ যাতে কোরোনা প্রকোপের ভয়াবহতার গুরুত্ব বুঝতে পারেন সে কারণে আমরা সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছি। জেলাবাসীকে বিপদ মুক্ত রাখার জন্য পুলিশের তরফে বারবার মাইকিং করে বাড়ির মধ্যে বন্দী থাকার অনুরোধ করা হচ্ছে। ইতিমধ্যেই জেলার 25 টি ব্লকের BDO , OC দের নিয়ে জেলাশাসক ও আমি নিজে থেকে বেশ কয়েকটি বৈঠক সম্পন্ন করেছি।" নিয়ম না মানার প্রবণতা যদি মানুষের মধ্যে দেখা যায় তাহলে আইন অনুযায়ী গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে তিনি জানান ।