মেদিনীপুর, 13 মার্চ: দেশজুড়ে তৈরি হয়েছে কোরোনা ভাইরাসের আতঙ্ক । আতঙ্কিত মেদিনীপুরও । মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। এজন্য 20টি বেড আলাদাভাবে তারি রাখা হয়েছে ।
মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মাতৃত্ব বিল্ডিংয়ের পাশে 20টি বেড নিয়ে তৈরি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড । হাসপাতালের কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে । তার সঙ্গে মুখে নির্দিষ্ট মাস্ক পরে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও প্রশাসন সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ।
মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব গাঙ্গুলি বলেন , “মাতৃত্ব বিল্ডিংয়ের পাশে একটি 20টি বেড দিয়ে তৈরি করে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ড । যাতে রোগী এলে ওই আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা করা যায় । " মেডিকেল কলেজ হাসপাতালে আসা এক রোগীর আত্মীয় বলেন , “কোরোনা ভাইরাসের কথা শুনেছি। আতঙ্কেও আছি। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই, সবাই যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং মুখে মাস্ক ব্যবহার করুন।"