ETV Bharat / state

ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে হলদিয়ায় বাজার বসল খেলার মাঠে - haldia corona

হলদিয়া শহরের ক্ষুদিরাম নগরের বাজার এতদিন চলত অত্যন্ত ছোটো পরিসরে । বর্তমান পরিস্থিতিতে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে সব সময় সোশ্যাল ডিসট্যান্সিং মেনে বাজার চালানোর । যা কোনওভাবেই অল্প-পরিসরের মধ্যে সম্ভব নয় । যে কারণে হলদিয়া পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের বাজারকে স্থানান্তরিত করে বসানো হল খেলার মাঠে ।

market is now at play ground in haldia to maintain social distance
ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে হলদিয়ায় বাজার বসল খেলার মাঠে
author img

By

Published : Mar 29, 2020, 11:08 PM IST

হলদিয়া, 29 মার্চ : দেশজুড়ে চলছে লকডাউন ৷ কোরোনা মোকাবিলায় তৎপর গোটা দেশ ৷ সরকারে তরফে বলা হয়েছে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখার জন্য ৷ কিন্তু সামাজিক দূরত্ব মেনে কখনও ছোটো পরিসরে বাজার চালানো সম্ভব নয় ৷ তাই হলদিয়া পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের বাজারকে স্থানান্তরিত করা হল খেলার মাঠে ৷ পৌর প্রশাসন ও হলদিয়া মহকুমা পুলিশের এই উদ্যোগে খুশি ক্রেতা-বিক্রেতা সকলেই ।

হলদিয়া শহরের ক্ষুদিরাম নগরের বাজার এতোদিন চলত অত্যন্ত ছোটো পরিসরে । বর্তমান পরিস্থিতিতে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে সব সময় সামাজিক দূরত্ব মেনে বাজার চালানোর । যা কোনওভাবেই অল্প-পরিসরের মধ্যে সম্ভব নয় । যে কারণে হলদিয়া পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের বাজারকে স্থানান্তরিত করে বসানো হল খেলার মাঠে । দীর্ঘদিন ধরে ছোটো পরিসরে চলে আসা এই বাজারে সপ্তাহে দু'দিন রীতিমতো ভিড় উপচে পড়ে । শুক্রবার তেমন ভিড় না হলেও সপ্তাহের শেষে রবিবার সবচেয়ে বেশি ভিড় হয় বাজারে । সেই কারণেই আজ পৌরসভা ও পুলিশের উদ্যোগে ভিড় এড়াতে বাজারের পাশের খেলার মাঠে স্থানান্তরিত করা হয় বাজার । এবার থেকে লকডাউন শেষ না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহেই দুপুর 2 টো থেকে বিকেল 5 টা পর্যন্ত চলবে এই বাজার । নতুন চালু হওয়া এই বাজারে প্রশাসনের তরফে প্রত্যেক বিক্রেতাকে আজ 5 ফুট দূরত্বে বসানো হয় । এছাড়াও সেখানে ক্রেতারা নির্দিষ্ট দুরত্ব থেকে তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনছে কি না তা দেখার জন্য মোতায়ন করা হয় পুলিশ । কোরোনার প্রকোপ রুখতে সামাজিক দূরত্ব তৈরি করার জন্য পুলিশ ও পৌরসভার এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা ৷

market is now at play ground in haldia to maintain social distance
ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে হলদিয়ায় বাজার বসল খেলার মাঠে

বাজারে আসা স্থানীয় বাসিন্দা অসীম প্রামাণিক বলেন, "বাড়িতে থেকে সব রকম সুরক্ষা নিয়ে বাজারে এলে ভয় লাগত । কিন্তু পৌরসভা যেভাবে বাজার স্থানান্তরিত করে সামাজিক দূরত্ব তৈরি করেছে তা বর্তমান সময়ের জন্য অত্যন্ত উপযোগী । এখানে বাজার করে নিজেদের নিরাপদ মনে হচ্ছে ৷ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই ।" বাজারের এক সবজি বিক্রেতা রাম দাস বলেন, "ভিড়ের মধ্যে অনেক মানুষই টাকা না দিয়ে পালিয়ে যেত । নজর দিতে পারতাম না । বড় মাঠে বাজার ফাঁকা থাকায় বিক্রি করতে কোনও অসুবিধা হবে না । সেই সঙ্গে সরকারের নির্দেশ মেনে আমরা নিরাপদে থেকে সবজি সাধারণ মানুষের হাতে তুলে দিতে পারব । "

হলদিয়া পৌরসভার স্বাস্থ্যদপ্তরের পৌরপরিষদ আজিজুর রহমান বলেন, "এই প্রথম সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য 25 নম্বর ওয়ার্ডের বাজারটিকে স্থানান্তরিত করেছি । অন্যান্য বাজারের ব্যবসায়ীদের সাথে কথা চলছে । তাঁরা রাজি হলেই বাজারগুলিকে পৌর এলাকায় থাকা অন্যান্য মাঠগুলিতে বসানো হবে । "

হলদিয়া, 29 মার্চ : দেশজুড়ে চলছে লকডাউন ৷ কোরোনা মোকাবিলায় তৎপর গোটা দেশ ৷ সরকারে তরফে বলা হয়েছে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখার জন্য ৷ কিন্তু সামাজিক দূরত্ব মেনে কখনও ছোটো পরিসরে বাজার চালানো সম্ভব নয় ৷ তাই হলদিয়া পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের বাজারকে স্থানান্তরিত করা হল খেলার মাঠে ৷ পৌর প্রশাসন ও হলদিয়া মহকুমা পুলিশের এই উদ্যোগে খুশি ক্রেতা-বিক্রেতা সকলেই ।

হলদিয়া শহরের ক্ষুদিরাম নগরের বাজার এতোদিন চলত অত্যন্ত ছোটো পরিসরে । বর্তমান পরিস্থিতিতে সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে সব সময় সামাজিক দূরত্ব মেনে বাজার চালানোর । যা কোনওভাবেই অল্প-পরিসরের মধ্যে সম্ভব নয় । যে কারণে হলদিয়া পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের বাজারকে স্থানান্তরিত করে বসানো হল খেলার মাঠে । দীর্ঘদিন ধরে ছোটো পরিসরে চলে আসা এই বাজারে সপ্তাহে দু'দিন রীতিমতো ভিড় উপচে পড়ে । শুক্রবার তেমন ভিড় না হলেও সপ্তাহের শেষে রবিবার সবচেয়ে বেশি ভিড় হয় বাজারে । সেই কারণেই আজ পৌরসভা ও পুলিশের উদ্যোগে ভিড় এড়াতে বাজারের পাশের খেলার মাঠে স্থানান্তরিত করা হয় বাজার । এবার থেকে লকডাউন শেষ না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহেই দুপুর 2 টো থেকে বিকেল 5 টা পর্যন্ত চলবে এই বাজার । নতুন চালু হওয়া এই বাজারে প্রশাসনের তরফে প্রত্যেক বিক্রেতাকে আজ 5 ফুট দূরত্বে বসানো হয় । এছাড়াও সেখানে ক্রেতারা নির্দিষ্ট দুরত্ব থেকে তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনছে কি না তা দেখার জন্য মোতায়ন করা হয় পুলিশ । কোরোনার প্রকোপ রুখতে সামাজিক দূরত্ব তৈরি করার জন্য পুলিশ ও পৌরসভার এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা ৷

market is now at play ground in haldia to maintain social distance
ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে হলদিয়ায় বাজার বসল খেলার মাঠে

বাজারে আসা স্থানীয় বাসিন্দা অসীম প্রামাণিক বলেন, "বাড়িতে থেকে সব রকম সুরক্ষা নিয়ে বাজারে এলে ভয় লাগত । কিন্তু পৌরসভা যেভাবে বাজার স্থানান্তরিত করে সামাজিক দূরত্ব তৈরি করেছে তা বর্তমান সময়ের জন্য অত্যন্ত উপযোগী । এখানে বাজার করে নিজেদের নিরাপদ মনে হচ্ছে ৷ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই ।" বাজারের এক সবজি বিক্রেতা রাম দাস বলেন, "ভিড়ের মধ্যে অনেক মানুষই টাকা না দিয়ে পালিয়ে যেত । নজর দিতে পারতাম না । বড় মাঠে বাজার ফাঁকা থাকায় বিক্রি করতে কোনও অসুবিধা হবে না । সেই সঙ্গে সরকারের নির্দেশ মেনে আমরা নিরাপদে থেকে সবজি সাধারণ মানুষের হাতে তুলে দিতে পারব । "

হলদিয়া পৌরসভার স্বাস্থ্যদপ্তরের পৌরপরিষদ আজিজুর রহমান বলেন, "এই প্রথম সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য 25 নম্বর ওয়ার্ডের বাজারটিকে স্থানান্তরিত করেছি । অন্যান্য বাজারের ব্যবসায়ীদের সাথে কথা চলছে । তাঁরা রাজি হলেই বাজারগুলিকে পৌর এলাকায় থাকা অন্যান্য মাঠগুলিতে বসানো হবে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.