পটাশপুর, 9 জানুয়ারি : পূর্ব মেদিনীপুরের জেলার পটাশপুর দু'নম্বর ব্লকের পচেট গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজে ব্যাপকহারে দুর্নীতির অভিযোগ । এর বিরুদ্ধে সরব হয়েছেন জবকার্ড হোল্ডাররা । অভিযোগ, অনেককেই 100 দিনের কাজ করে টাকা কম দেওয়া হচ্ছে । অনেকে আবার বহুদিন ধরে টাকা না পাওয়ার অভিযোগ তুলেছেন ।
সরকারি হিসেব অনুসারে 100 দিনের কাজে প্রতিদিনের জন্য বরাদ্দ 204 টাকা । কিন্তু সেই জায়গায় তাদের 190 টাকা করে দেওয়া হচ্ছে । এই নিয়ে সাধারণ জবকার্ড হোল্ডারদের সঙ্গে সুর মিলিয়েছে বিজেপিও । জবকার্ড হোল্ডার সুনীল জানা বলেন , "সরকার থেকে আমাদের কাজের মূল্য 204 টাকা করে । কিন্তু আমাদের 190 টাকা করে দেওয়া হচ্ছে । আর সব টাকা তৃণমূলের লোকেরা নিয়েছে ।" অপরদিকে স্থানীয় বিজেপি নেতা শংকর জানা বলেন, "এ নিয়ে বারবার পঞ্চায়েতের কাছে অভিযোগ জানিয়েছি । কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি । তাই এবার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাব ।"
আরও পড়ুন : কোচবিহারে 100 দিনের কাজ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
যদিও এলাকার প্রধান জোৎস্না পট্টনায়ক এসব অভিযোগ অস্বীকার করেন । তাঁর দাবি, "100 দিনে কী পরিমাণ মাটি কাটা হচ্ছে সেই হিসেবে টাকা ভাগ করে দেওয়া হয় । এসবের নজরদারির জন্য একজন আধিকারিক থাকেন । তাঁরা মাটি মেপে দেখার পর হিসেব অনুযায়ী টাকা দেওয়া হয় । আর বিরোধীদের কাজই হচ্ছে অভিযোগ করা । আর যারা টাকা পাননি তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব ।"