ETV Bharat / state

Khejuri Murder : পারিবারিক বিবাদের জেরে ভাইকে কুপিয়ে খুন, আহত আরও তিন - Khejuri Murder

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার দক্ষিণ কলমদান গ্রামে পারিবারিক বিবাদের জেরে দাদা কুপিয়ে খুন করে ভাইকে(Brother Hacked) ৷ মৃত ভাইয়ের নাম বিকাশ মণ্ডল ৷

Khejuri Murder Case
পারিবারিক বিবাদের জেরে ভাইকে কুপিয়ে খুন
author img

By

Published : May 23, 2022, 9:27 PM IST

খেজুরি, 23 মে : পারিবারিক বিবাদের জেরে ভাইকে কুপিয়ে খুন আহত আরও তিন (Brother Hacked)। ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার দক্ষিণ কলমদান গ্রামে (Khejuri Murder)। মৃতের নাম বিকাশ মণ্ডল ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ জানা গিয়েছে, দুই ভাইয়ের মধ্যে সম্পত্তির সংক্রান্ত বিরোধের জেরে নিজের ভাইকে নিজে খুন করে দাদা । সঙ্গে মৃতের স্ত্রী ও দুই নাবালিকা মেয়েকে খুনের চেষ্টা করায় আহত 3 জন জেলা হাসপাতালে ভর্তি ।

আরও পড়ুন : জমি নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন, গ্রেফতার 2 মহিলা-সহ 6

স্থনীয় সূত্রে জানা যায়, পারিবারিক সম্পত্তি সংক্রান্ত নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ ছিল দীর্ঘদিনের । রবিবার বিকেলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাই হাতাহাতিতে জড়ায় । এরপর বিকাশকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে দাদা মুক্ত মণ্ডল বলে অভিযোগ । বিকাশকে বাঁচাতে গিয়ে গুরুতর রক্তাক্ত হয় স্ত্রী ও তার দুই নাবালিকা মেয়ে । রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর লুটিয়ে পড়ে বিকাশ । স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে খেজুরি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে ।

পারিবারিক বিবাদের জেরে ভাইকে কুপিয়ে খুন

অবস্থার অবনতি হতেই তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । ঘটনার খবর পেয়ে হাজির হয় খেজুরি থানার পুলিশ । অভিযুক্ত মুক্তি মণ্ডলকে গ্রেফতার করে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

খেজুরি, 23 মে : পারিবারিক বিবাদের জেরে ভাইকে কুপিয়ে খুন আহত আরও তিন (Brother Hacked)। ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার দক্ষিণ কলমদান গ্রামে (Khejuri Murder)। মৃতের নাম বিকাশ মণ্ডল ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ জানা গিয়েছে, দুই ভাইয়ের মধ্যে সম্পত্তির সংক্রান্ত বিরোধের জেরে নিজের ভাইকে নিজে খুন করে দাদা । সঙ্গে মৃতের স্ত্রী ও দুই নাবালিকা মেয়েকে খুনের চেষ্টা করায় আহত 3 জন জেলা হাসপাতালে ভর্তি ।

আরও পড়ুন : জমি নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন, গ্রেফতার 2 মহিলা-সহ 6

স্থনীয় সূত্রে জানা যায়, পারিবারিক সম্পত্তি সংক্রান্ত নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ ছিল দীর্ঘদিনের । রবিবার বিকেলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাই হাতাহাতিতে জড়ায় । এরপর বিকাশকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে দাদা মুক্ত মণ্ডল বলে অভিযোগ । বিকাশকে বাঁচাতে গিয়ে গুরুতর রক্তাক্ত হয় স্ত্রী ও তার দুই নাবালিকা মেয়ে । রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর লুটিয়ে পড়ে বিকাশ । স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে খেজুরি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে ।

পারিবারিক বিবাদের জেরে ভাইকে কুপিয়ে খুন

অবস্থার অবনতি হতেই তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । ঘটনার খবর পেয়ে হাজির হয় খেজুরি থানার পুলিশ । অভিযুক্ত মুক্তি মণ্ডলকে গ্রেফতার করে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.