ETV Bharat / state

অবৈধ নির্মাণ, 11,000 ভোল্টে প্রাণ গেল রাজমিস্ত্রির

তমলুক পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পদুমবসানের ঘটনা । বাড়ি প্লাস্টারের কাজ করছিলেন রাজমিস্ত্রি শেখ হারুণ । অসাবধানতাবশত তাঁর হাত লেগে যায় 11,000 ভোল্টের তারে। ঘটনাস্থানেই মৃত্যু হয় হারুণের ।

electrocution
ছবি
author img

By

Published : Jan 2, 2020, 4:41 AM IST

তমলুক, 2 জানুয়ারি : বাড়ি নির্মাণের সময় অসাবধানতাবশত 11,000 ভোল্টের তারে হাত । ঘটনাস্থানেই মৃত্যু হল রাজমিস্ত্রির । মৃতের নাম শেখ হারুণ (৩৮) । তমলুক পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পদুমবসানের ঘটনা ।

পৌরসভার ইন্দিরা কলোনির জমি । এলাকা দিয়ে গেছে ১১ হাজার ভোল্টের তার । তাই পৌরসভার তরফে কাউকে বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হয়নি । কিন্তু নিয়মের তোয়াক্কা না করেই বেআইনিভাবে বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিলেন খাওয়ার হোটেলের ব্যবসায়ী বিজয় শিট । গতকাল সকাল থেকে বাড়ি প্লাস্টারের কাজ করছিলেন রাজমিস্ত্রি হারুণ । বিকেল নাগাদ বিদ্যুতের তার সংলগ্ন বাড়ির দেওয়াল প্লাস্টার করার সময় অসাবধানতাবশত তাঁর হাত লেগে যায় তারে । বিদ্যুতের মাত্রা এতটাই বেশি ছিল যে, হাত লাগা মাত্রই আগুন জ্বলতে শুরু করে । হাতের একাংশ ছিন্ন হয়ে তিন তালা থেকে নিচে পড়ে যায় । কার্নিশের উপর পড়ে থাকে দেহ । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । কিন্তু হাইটেনশন তার থাকায় কেউ সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেনি । খবর দেওয়া পুলিশে । মৃতদেহ উদ্ধার করতে এসে বিপাকে পড়েন পুলিশ কর্মীরাও । প্রায় ঘণ্টা দেড়েক পর বিদ্যুৎ দপ্তরের তরফে পরিষেবা বন্ধ করে নামানো হয় দেহ ।

ঘটনায় স্থানীয় বাসিন্দা শেখ রাজা জানান, চোখের সামনে আগুনে জ্বলে হাতটা কেটে পড়ে গেল । বাঁচানোর ইচ্ছে থাকলেও আতঙ্কে কেউ কাছে যেতে পারলাম না । কারণ ১১হাজার ভোল্টের লাইন কোনওভাবেই আমাদের দ্বারা বন্ধ করা সম্ভব নয় । চোখের সামনেই মৃত্যু হল । বহু মানুষের এই কলোনিতে বাস । আর উপর দিয়ে বিদ্যুতের তার গেছে । আমরা চাই অবিলম্বে এই তার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক । তমলুক পৌরসভার প্রধান রবীন্দ্রনাথ সেন জানান, সরকারি জায়গায় অনুমতি ছাড়াই বিপজ্জনকভাবে এত বড় বাড়ি নির্মাণের বিষয়টি তাঁর জানা ছিল না । দুর্ঘটনার খবর পেয়েছেন । বাড়ি মালিকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।

তমলুক থানার OC কৃষ্ণেন্দু প্রধান জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । বাড়ি মালিকের বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

তমলুক, 2 জানুয়ারি : বাড়ি নির্মাণের সময় অসাবধানতাবশত 11,000 ভোল্টের তারে হাত । ঘটনাস্থানেই মৃত্যু হল রাজমিস্ত্রির । মৃতের নাম শেখ হারুণ (৩৮) । তমলুক পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পদুমবসানের ঘটনা ।

পৌরসভার ইন্দিরা কলোনির জমি । এলাকা দিয়ে গেছে ১১ হাজার ভোল্টের তার । তাই পৌরসভার তরফে কাউকে বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হয়নি । কিন্তু নিয়মের তোয়াক্কা না করেই বেআইনিভাবে বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিলেন খাওয়ার হোটেলের ব্যবসায়ী বিজয় শিট । গতকাল সকাল থেকে বাড়ি প্লাস্টারের কাজ করছিলেন রাজমিস্ত্রি হারুণ । বিকেল নাগাদ বিদ্যুতের তার সংলগ্ন বাড়ির দেওয়াল প্লাস্টার করার সময় অসাবধানতাবশত তাঁর হাত লেগে যায় তারে । বিদ্যুতের মাত্রা এতটাই বেশি ছিল যে, হাত লাগা মাত্রই আগুন জ্বলতে শুরু করে । হাতের একাংশ ছিন্ন হয়ে তিন তালা থেকে নিচে পড়ে যায় । কার্নিশের উপর পড়ে থাকে দেহ । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । কিন্তু হাইটেনশন তার থাকায় কেউ সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেনি । খবর দেওয়া পুলিশে । মৃতদেহ উদ্ধার করতে এসে বিপাকে পড়েন পুলিশ কর্মীরাও । প্রায় ঘণ্টা দেড়েক পর বিদ্যুৎ দপ্তরের তরফে পরিষেবা বন্ধ করে নামানো হয় দেহ ।

ঘটনায় স্থানীয় বাসিন্দা শেখ রাজা জানান, চোখের সামনে আগুনে জ্বলে হাতটা কেটে পড়ে গেল । বাঁচানোর ইচ্ছে থাকলেও আতঙ্কে কেউ কাছে যেতে পারলাম না । কারণ ১১হাজার ভোল্টের লাইন কোনওভাবেই আমাদের দ্বারা বন্ধ করা সম্ভব নয় । চোখের সামনেই মৃত্যু হল । বহু মানুষের এই কলোনিতে বাস । আর উপর দিয়ে বিদ্যুতের তার গেছে । আমরা চাই অবিলম্বে এই তার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক । তমলুক পৌরসভার প্রধান রবীন্দ্রনাথ সেন জানান, সরকারি জায়গায় অনুমতি ছাড়াই বিপজ্জনকভাবে এত বড় বাড়ি নির্মাণের বিষয়টি তাঁর জানা ছিল না । দুর্ঘটনার খবর পেয়েছেন । বাড়ি মালিকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।

তমলুক থানার OC কৃষ্ণেন্দু প্রধান জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । বাড়ি মালিকের বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Intro:তমলুক,১ জানুয়ারি: পাকা বাড়ি নির্মাণের সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে মৃত্যু হল এক রাজমিস্ত্রির। পুলিশ জানিয়েছে মৃতের নাম শেখ হারুন(৩৮)। বুধবার বিকেল নাগাদ দুর্ঘটনাটি ঘটে তমলুক পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পদুমবসান এলাকায়।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পৌরসভার ইন্দিরা কলনির সরকারি জমিতে বেআইনিভাবে পাকা বাড়ি নির্মাণ করেছিলেন এলাকার বাসিন্দা বিজয় সিট।বাড়ির ওপর দিয়ে গিয়েছে রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের ১১হাজার ভোল্টের বিদ্যুতের তার। তাই পৌরসভা তরফ থেকে কাউকে দেওয়া হয়নি পাকা বাড়ি নির্মাণের অনুমোদন। নিয়মের তোয়াক্কা না করেই বেআইনিভাবে বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিলেন খাওয়ার হোটেলের ব্যবসায়ী বিজয় । এদিন সকাল থেকে বাড়ি প্লাস্টারের কাজ করছিলেন রাজমিস্ত্রি হারুন। বিকেল নাগাদ বিদ্যুতের তার সংলগ্ন বাড়ির দেওয়াল প্লাস্টার করার সময় অসাবধানতাবশত তার হাত লেগে যায় বিদ্যুতের তারে। এলাকাবাসীর দাবি তারে হাত লাগা মাত্রই গোটা হাতে আগুন জ্বলতে শুরু করে। পরে আগুন নিভে তিন তালার উপর থেকে হাত কেটে পড়ে যায়। যদিও হারুনের বাঁচাও বাঁচাও চিৎকারেও কেউই সাহস করে তাকে বাঁচাতে যেতে পারেননি। ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করতে গিয়ে বিপাকে পড়েন পুলিশকর্মীরা। ঘটনার প্রায় ঘণ্টা দেড়েক পরে বিদ্যুৎ বন্টন পরিষেবা বন্ধ করে এলাকাবাসীর সহযোগিতায় কার্নিশ থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।Conclusion:স্থানীয় বাসিন্দা শেখ রাজা জানিয়েছেন, চোখের সামনে হাত আগুনে জ্বলে কেটে পড়ে গেল। বাঁচানোর ইচ্ছে থাকলেও আতঙ্কে কেউ কাছে যেতে পারলাম না। কারন ১১হাজার ভোল্টের লাইন কোনোভাবেই আমাদের দারা বন্ধ করা সম্ভব নয়। চোখের সামনেই মৃত্যু হল। বহু মানুষের এই কলোনিতে বাস। উপর দিয়ে গিয়েছে বিদ্যুতের তার। আমরা চাই অবিলম্বে বিদ্যুৎ বিভাগ তার অন্যত্র সরিয়ে নিয়ে যাক।

এ বিষয়ে তমলুক পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ সেন জানিয়েছেন, সরকারি জায়গায় অনুমতি ছাড়াই বিপদজনক ভাবে এতো বড় পাক বাড়ি নির্মাণের বিষয়টি তাঁর জানা ছিল না। দুর্ঘটনা ঘটার পর খবর পেয়েছি। বাড়ি মালিকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

তমলুক থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাড়ি মালিকের বিরুদ্ধে এখনও কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.