ETV Bharat / state

Mamata Slams BJP on Violence: রামের নাম বদনাম করছে বিজেপির গুন্ডারা, অভিযোগ মমতার - দিঘায় তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের দিঘায় তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, বাংলায় হিংসা ছড়িয়ে বিজেপি আসলে রামের নাম বদনাম করছে ৷

Mamata Slams BJP on Violence
Mamata Slams BJP on Violence
author img

By

Published : Apr 4, 2023, 3:18 PM IST

Updated : Apr 4, 2023, 4:00 PM IST

দিঘা (পূর্ব মেদিনীপুর), 4 এপ্রিল: বাংলার বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, বাংলায় হিংসা ছড়াচ্ছে বিজেপি ৷ অপরাধীদের নিয়ে এসে এই ধরনের হিংসা বিজেপি সংগঠিত করছে বলেও তিনি অভিযোগ করেন ৷ একই সঙ্গে তাঁর দাবি, রামের নাম বদনাম করছে বিজেপির গুন্ডারা ৷

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে দিঘায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সম্মেলন হয় ৷ সেখানে হাজির হয়েই বিজেপির বিরুদ্ধে হিংসা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী তথা বাংলার শাসক দলের সুপ্রিমো ৷ এদিন তিনি বলেন, ‘‘আমি এখানে মিটিংয়ে এসেছি ৷ আসবার জো নেই ৷ সারাক্ষণ আমাকে পড়ে থাকতে হয় ৷’’ কেন সারাক্ষণ চিন্তিত থাকেন তিনি, এর পর তিনি সেই ব্যাখ্যা দেন ৷ বলেন, ‘‘কখন বিজেপিকে গিয়ে কোথায় হিংসা ছড়াবে ৷’’

এর পরই হিংসা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, ‘‘এরা বোঝে না বাংলার মানুষ হিংসা ভালোবাসে না ৷ হিংসা ছড়ানো বাংলার সংস্কৃতি নয় ৷ হিংসা আমরা ছড়াই না ৷ মানুষ কখনও হিংসা পছন্দ করে না ৷’’ কিন্তু কেন বিজেপি বাংলায় হিংসা ছড়াচ্ছে বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী ৷ এদিন দিঘার মঞ্চ থেকে সেই কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি বলেন, ‘‘বিজেপির লোকেরা আজকে পারে না ৷ তাই হিংসা ছড়ানোর জন্য বাইরের গুন্ডাদের ভাড়া করে নিয়ে আসে ৷ এটা হিংসা নয়, এটা ক্রিমিনাল ভায়োলেন্স ৷ এটা হচ্ছে ক্রিমিনালদের নিয়ে ভায়োলেন্স করা ৷’’

প্রসঙ্গত, রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করার অভিযোগ তোলা হয় তৃণমূল কংগ্রেসের তরফে ৷ সোমবার সেই অভিযোগ অস্বীকার করা হয় ৷ কিন্তু মঙ্গলবার ওই মিছিলে ভাইরাল হওয়া বন্দুকধারী এক যুবককে বিহার থেকে গ্রেফতার করা হয় ৷ এদিন নিজের বক্তব্যের মাধ্যমে সেই প্রসঙ্গও তোলেন মমতা ৷

তিনি বলেন, ‘‘রামনবমীর মিছিলে বাধা দেওয়া হয়নি ৷ রামের নাম বদনাম করার জন্য বুলডোজার, ট্রাক্টর, পেট্রল বোমা নিয়ে ঢুকেছে ৷ পুলিশের অনুমতি ছিল না ৷’’ তাঁর অভিযোগ, হাওড়া শান্ত হতেই রিষড়ায় গিয়ে গোলমাল পাকানো হয়েছে ৷ বিজেপির নেতারা মিটিং করে ইন্ধন দিয়েছেন ৷ একই সঙ্গে মমতা বলেন, ‘‘যে ধর্মে গুন্ডামি আছে, তাকে আমি ধর্ম বলে মনে করি না ৷ হিন্দু ধর্মের বদনাম করছে এরা ৷ বন্দুক ধরে মানুষের রক্ত নিচ্ছে ৷ ঘর জ্বালিয়ে দিচ্ছে ৷ এরা কোনও ধর্মের নয় ৷ এরা বিজেপির গুন্ডা ৷’’

তিনি টেনে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিহারে দেওয়া বক্তব্যকেও ৷ মমতার কথায়, বিহারে বলছে হিংসাকারীদের উল্টো করে পেটাবে ৷ বাংলায় কী করছে ? বাংলায় তো বিজেপি হিংসা ছড়াচ্ছে ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে কোনও প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘হিংসার প্ররোচনায় পা দেবেন না ৷ হিংসা থেকে দূরে থাকুন ৷ হিংসায় জড়িতদের রেয়াত করা হবে না ৷ সিবিআই-ইডি দেখাবেন না ৷’’

আরও পড়ুন: 'শিবপুরে আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল তরুণ' গ্রেফতার মুঙ্গেরে ! সরব কুণাল

দিঘা (পূর্ব মেদিনীপুর), 4 এপ্রিল: বাংলার বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, বাংলায় হিংসা ছড়াচ্ছে বিজেপি ৷ অপরাধীদের নিয়ে এসে এই ধরনের হিংসা বিজেপি সংগঠিত করছে বলেও তিনি অভিযোগ করেন ৷ একই সঙ্গে তাঁর দাবি, রামের নাম বদনাম করছে বিজেপির গুন্ডারা ৷

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে দিঘায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সম্মেলন হয় ৷ সেখানে হাজির হয়েই বিজেপির বিরুদ্ধে হিংসা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী তথা বাংলার শাসক দলের সুপ্রিমো ৷ এদিন তিনি বলেন, ‘‘আমি এখানে মিটিংয়ে এসেছি ৷ আসবার জো নেই ৷ সারাক্ষণ আমাকে পড়ে থাকতে হয় ৷’’ কেন সারাক্ষণ চিন্তিত থাকেন তিনি, এর পর তিনি সেই ব্যাখ্যা দেন ৷ বলেন, ‘‘কখন বিজেপিকে গিয়ে কোথায় হিংসা ছড়াবে ৷’’

এর পরই হিংসা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, ‘‘এরা বোঝে না বাংলার মানুষ হিংসা ভালোবাসে না ৷ হিংসা ছড়ানো বাংলার সংস্কৃতি নয় ৷ হিংসা আমরা ছড়াই না ৷ মানুষ কখনও হিংসা পছন্দ করে না ৷’’ কিন্তু কেন বিজেপি বাংলায় হিংসা ছড়াচ্ছে বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী ৷ এদিন দিঘার মঞ্চ থেকে সেই কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি বলেন, ‘‘বিজেপির লোকেরা আজকে পারে না ৷ তাই হিংসা ছড়ানোর জন্য বাইরের গুন্ডাদের ভাড়া করে নিয়ে আসে ৷ এটা হিংসা নয়, এটা ক্রিমিনাল ভায়োলেন্স ৷ এটা হচ্ছে ক্রিমিনালদের নিয়ে ভায়োলেন্স করা ৷’’

প্রসঙ্গত, রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করার অভিযোগ তোলা হয় তৃণমূল কংগ্রেসের তরফে ৷ সোমবার সেই অভিযোগ অস্বীকার করা হয় ৷ কিন্তু মঙ্গলবার ওই মিছিলে ভাইরাল হওয়া বন্দুকধারী এক যুবককে বিহার থেকে গ্রেফতার করা হয় ৷ এদিন নিজের বক্তব্যের মাধ্যমে সেই প্রসঙ্গও তোলেন মমতা ৷

তিনি বলেন, ‘‘রামনবমীর মিছিলে বাধা দেওয়া হয়নি ৷ রামের নাম বদনাম করার জন্য বুলডোজার, ট্রাক্টর, পেট্রল বোমা নিয়ে ঢুকেছে ৷ পুলিশের অনুমতি ছিল না ৷’’ তাঁর অভিযোগ, হাওড়া শান্ত হতেই রিষড়ায় গিয়ে গোলমাল পাকানো হয়েছে ৷ বিজেপির নেতারা মিটিং করে ইন্ধন দিয়েছেন ৷ একই সঙ্গে মমতা বলেন, ‘‘যে ধর্মে গুন্ডামি আছে, তাকে আমি ধর্ম বলে মনে করি না ৷ হিন্দু ধর্মের বদনাম করছে এরা ৷ বন্দুক ধরে মানুষের রক্ত নিচ্ছে ৷ ঘর জ্বালিয়ে দিচ্ছে ৷ এরা কোনও ধর্মের নয় ৷ এরা বিজেপির গুন্ডা ৷’’

তিনি টেনে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিহারে দেওয়া বক্তব্যকেও ৷ মমতার কথায়, বিহারে বলছে হিংসাকারীদের উল্টো করে পেটাবে ৷ বাংলায় কী করছে ? বাংলায় তো বিজেপি হিংসা ছড়াচ্ছে ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে কোনও প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘হিংসার প্ররোচনায় পা দেবেন না ৷ হিংসা থেকে দূরে থাকুন ৷ হিংসায় জড়িতদের রেয়াত করা হবে না ৷ সিবিআই-ইডি দেখাবেন না ৷’’

আরও পড়ুন: 'শিবপুরে আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল তরুণ' গ্রেফতার মুঙ্গেরে ! সরব কুণাল

Last Updated : Apr 4, 2023, 4:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.