দিঘা, ১৩ ডিসেম্বর : দিঘায় তৈরি হবে সাংস্কৃতিক মঞ্চ 'ঢেউ সাগর' । বুধবার দিঘায় বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । মূলত পর্যটকদের বিনোদনের জন্যই এই উদ্যোগ বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান । সমুদ্রসৈকতেই গড়ে উঠবে এই 'ঢেউসাগর' ।
বুধবার বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী । শিল্পপতিদের কাছে তিনি দাবি করেন দিঘা একটি আন্তর্জাতিক পর্যটন শহরে পরিণত হয়েছে । শিল্পপতিরা চাইলে ট্যুরিজ়ম সেক্টরে নতুন করে বিনিয়োগ করতে পারেন । শিল্প সম্মেলনের প্রথম দিনই শিল্পপতিরা জানান দিঘাতে তাঁরা দুটি পাঁচতারা হোটেল করবেন । সম্মেলনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন , দিঘাতে সাংস্কৃতিক মঞ্চ গড়ে তোল হবে ।
এর আগে দিঘার যাত্রানালায় শিল্প সম্মেলন উপলক্ষে গড়ে উঠেছিল একটি অস্থায়ী সাংস্কৃতিক মঞ্চ । এবার সমুদ্রসৈকতেই নতুন করে গড়ে তোলা হবে স্থায়ী মঞ্চ । সপ্তাহের প্রতি শনি ও রবিবার এবার থেকে দিঘার সমুদ্রের পাড়ে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান । মঞ্চের নামকরণ করেন ঢেউ সাগর। ফলে সৈকত শহরে এবার নতুন সাংস্কৃতিক মঞ্চ গড়ে ওঠায় পর্যটকদের ভিড় সপ্তাহান্তে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
রাজ্যের অধিকাংশ মানুষইই স্বল্প খরচের পর্যটন স্থান হিসেবে দিঘাকে পছন্দ করেন । তাই সমুদ্রের টানে পর্যটকরা বারবার ছুটে আসেন সৈকত নগরী দিঘাতে। শুধু সমুদ্র নয় এবার দিঘায় সাংস্কৃতিক অনুষ্ঠানেও শামিল হবেন তাঁরা । সপ্তাহে দু'দিন স্থানীয় শিল্পী সমন্বয়ে হবে পূর্ব মেদিনীপুরের 'বেণীপুতুল' নাচ । সেই সঙ্গে তুলে ধরা হবে গ্রামীণ লোকসংস্কৃতি ও নাচ গান । সমস্ত অনুষ্ঠানের তত্ত্বাবধানে থাকবে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর ।