ETV Bharat / state

দিঘায় জনতার দরবারে মমতা, বিলোলেন চকোলেট - CM

মহিলা মৎস্যজীবী গৌরি সিং বলেন, "মুখ্যমন্ত্রীকে আগে কোনওদিন এত কাছ থেকে দেখিনি । আমার স্বামী অসুস্থ । পঙ্গু হয়ে গেছেন । তিনজন মেয়ে । অভাবের সংসার । মুখ্যমন্ত্রীকে জানিয়েছি সব কথা । তিনিও আশ্বস্ত করেছেন আমাদের ।"

দিঘায় জনতার দরবারে মমতা
author img

By

Published : Aug 19, 2019, 8:25 PM IST

Updated : Aug 19, 2019, 10:50 PM IST

দিঘা, 19 আগস্ট : হাওড়ার প্রশাসনিক বৈঠকের পর তিন দিনের সফরে দিঘায় পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন তিনি । বুধবার করবেন প্রশাসনিক বৈঠক । আজ হাওড়ায় প্রশাসনিক বৈঠক থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী আচমকাই ঢুকে পড়েছিলেন স্থানীয় বস্তি পরিদর্শনে । মুখ্যমন্ত্রীর আচমকা আগমনে খুশি বস্তিবাসীও । হাওড়া সফর শেষ করেই আজ বিকেলে দিঘা যান মুখ্যমন্ত্রী । সেখানে পৌঁছে নিজেই নামেন জনসংযোগের কাজে । স্থানীয় পদিমা 2 নম্বর পঞ্চায়েতের মৈত্রাপুর গ্রামে গিয়ে করেন জনতার দরবার । শোনেন মৎস্যজীবীদের অভাব-অভিযোগের কথাও । বার্তা দেন সব ধরনের উন্নয়ন করার ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

লোকসভা নির্বাচনে BJP-র উত্থানই প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের । BJP-কে ঠেকাতে একাধিক কৌশল গ্রহণ করেছে বাংলার শাসকদল । প্রশান্ত কিশোরের মতো দুঁদে রাজনৈতিক পর্যবেক্ষককেও নিয়োগ করেছে তৃণমূল । হারানো মাটি ফিরে পেতে জনসংযোগে বাড়তি গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । বিধায়ক-জনপ্রতিনিধিদের জন্য তিনি নিজেই চালু করেছেন 'দিদিকে বলো' কর্মসূচি । এসবের পরও মানুষের মন পেতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন মাঠে ।

স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভেন্দু সিংয়ের বাড়িতে বসে জনদরবার করেন তিনি । আধঘণ্টা সময় ধরে কথা বলেন মৎস্যজীবীদের সঙ্গে । তাঁদের অভাব-অভিযোগের কথা শুনে সব ধরনের উন্নয়নের বার্তা দিয়ে আশ্বস্তও করেন । মুখ্যমন্ত্রীর এই আচমকা আগমনে খুশি মৎস্যজীবীরা । মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং বিধায়ক অখিল গিরি সহ প্রশাসনিক কর্তারা ।

মহিলা মৎস্যজীবী গৌরী সিং বলেন, "মুখ্যমন্ত্রীকে আগে কোনওদিন এত কাছ থেকে দেখিনি । আমার স্বামী অসুস্থ । পঙ্গু হয়ে গেছেন । তিনজন মেয়ে । অভাবের সংসার । মুখ্যমন্ত্রীকে জানিয়েছি সব কথা । তিনিও আশ্বস্ত করেছেন আমাদের ।" অপর মহিলা মৎস্যজীবী আরতি সিং বলেন, "মুখ্যমন্ত্রী আমাদের অভাবের কথা শুনেছেন । আশ্বাস দিয়েছেন উন্নয়ন করার ।" শুধু অভাব-অভিযোগ শোনাই নয়, এদিন কার্যত স্থানীয়দের ভিড়ে মিশে যান মুখ্যমন্ত্রী । চকোলেট বিতরণ করেন স্থানীয় কচিকাঁচাদের মধ্যে ।

দিঘা, 19 আগস্ট : হাওড়ার প্রশাসনিক বৈঠকের পর তিন দিনের সফরে দিঘায় পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন তিনি । বুধবার করবেন প্রশাসনিক বৈঠক । আজ হাওড়ায় প্রশাসনিক বৈঠক থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী আচমকাই ঢুকে পড়েছিলেন স্থানীয় বস্তি পরিদর্শনে । মুখ্যমন্ত্রীর আচমকা আগমনে খুশি বস্তিবাসীও । হাওড়া সফর শেষ করেই আজ বিকেলে দিঘা যান মুখ্যমন্ত্রী । সেখানে পৌঁছে নিজেই নামেন জনসংযোগের কাজে । স্থানীয় পদিমা 2 নম্বর পঞ্চায়েতের মৈত্রাপুর গ্রামে গিয়ে করেন জনতার দরবার । শোনেন মৎস্যজীবীদের অভাব-অভিযোগের কথাও । বার্তা দেন সব ধরনের উন্নয়ন করার ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

লোকসভা নির্বাচনে BJP-র উত্থানই প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের । BJP-কে ঠেকাতে একাধিক কৌশল গ্রহণ করেছে বাংলার শাসকদল । প্রশান্ত কিশোরের মতো দুঁদে রাজনৈতিক পর্যবেক্ষককেও নিয়োগ করেছে তৃণমূল । হারানো মাটি ফিরে পেতে জনসংযোগে বাড়তি গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । বিধায়ক-জনপ্রতিনিধিদের জন্য তিনি নিজেই চালু করেছেন 'দিদিকে বলো' কর্মসূচি । এসবের পরও মানুষের মন পেতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন মাঠে ।

স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভেন্দু সিংয়ের বাড়িতে বসে জনদরবার করেন তিনি । আধঘণ্টা সময় ধরে কথা বলেন মৎস্যজীবীদের সঙ্গে । তাঁদের অভাব-অভিযোগের কথা শুনে সব ধরনের উন্নয়নের বার্তা দিয়ে আশ্বস্তও করেন । মুখ্যমন্ত্রীর এই আচমকা আগমনে খুশি মৎস্যজীবীরা । মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং বিধায়ক অখিল গিরি সহ প্রশাসনিক কর্তারা ।

মহিলা মৎস্যজীবী গৌরী সিং বলেন, "মুখ্যমন্ত্রীকে আগে কোনওদিন এত কাছ থেকে দেখিনি । আমার স্বামী অসুস্থ । পঙ্গু হয়ে গেছেন । তিনজন মেয়ে । অভাবের সংসার । মুখ্যমন্ত্রীকে জানিয়েছি সব কথা । তিনিও আশ্বস্ত করেছেন আমাদের ।" অপর মহিলা মৎস্যজীবী আরতি সিং বলেন, "মুখ্যমন্ত্রী আমাদের অভাবের কথা শুনেছেন । আশ্বাস দিয়েছেন উন্নয়ন করার ।" শুধু অভাব-অভিযোগ শোনাই নয়, এদিন কার্যত স্থানীয়দের ভিড়ে মিশে যান মুখ্যমন্ত্রী । চকোলেট বিতরণ করেন স্থানীয় কচিকাঁচাদের মধ্যে ।

Intro:দিঘা, ১৯ আগস্ট: হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী আচমকাই ঢুকে পড়েছিলেন স্থানীয় বস্তি পরিদর্শনে।মুখ্যমন্ত্রীর এমন আচমকা আগমনে খুশি হয়েছিলেন বস্তিবাসী।হাওড়ার সফর শেষ করেই সোমবার বিকেলে দিঘা আসেন মুখ্যমন্ত্রী।আর দিঘা পৌঁছেই নিজেই নামলেন জনসংযোগের কাজে।স্থানীয় পদিমা ২ পঞ্চায়েতের মৈত্রাপুর গ্রামে গিয়ে করলেন জনতার দরবার।শুনলেন মৎস্যজীবীদের অভাব-অভিযোগের কথাও।বার্তা দিলেন সব ধরনের উন্নয়ন করার।Body:লোকসভা নির্বাচনে বিজেপি-র উত্থানই প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের।বিজেপি-কে ঠেকাতে একাধিক কৌশল গ্রহণ করেছে বাংলার শাসকদল।প্রশান্ত কিশোরের মতো দুঁদে রাজনৈতিক পর্যবেক্ষককেও নিয়োগ করেছে তৃণমূল।হারানো মাটি ফিরে পেতে জনসংযোগে বাড়তি গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিধায়ক-জনপ্রতিনিধিদের জন্য তিনি নিজেই চালু করেছেন 'দিদিকে বলো' কর্মসূচি।এসবের পরও মানুষের মন পেতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও নেমেছেন মাঠে।



স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভেন্দু সিংয়ের বাড়িতে বসে জন দরবার করেন তিনি।আধঘন্টা সময় ধরে কথা বলেন মৎস্যজীবীদের সঙ্গে।মহিলা মৎস্যজীবীরা চা খাওয়ান মুখ্যমন্ত্রীকে।চা খেতে খেতেই শুনেনেন তাঁদের অভাব-অভিযোগের কথা।মুখ্যমন্ত্রী সব ধরনের উন্নয়নের বার্তা দিয়ে আশ্বস্ত করেন তাঁদের।মুখ্যমন্ত্রীর এই আচমকা আগমনে স্বভাবত খুশি মৎস্যজীবীরা।মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ শিশির অধিকারী,দিব্যেন্দু অধিকারী, বিধায়ক অখিল গিরি সহ প্রশাসনিক কর্তারা।Conclusion:মহিলা মৎস্যজীবী গৌরি সিং বলেন, মুখ্যমন্ত্রীকে আগে কোনওদিন এত কাছ থেকে দেখিনি।আমার স্বামী অসুস্থ্য।পঙ্গু হয়ে গেছেন।তিনজন মেয়ে।অভাবের সংসার।মুখ্যমন্ত্রীকে জানিয়েছি সব কথা।তিনিও আশ্বস্ত করেছেন আমাদের।" অপর মহিলা মৎস্যজীবী আরতি সিং বলেন," মুখ্যমন্ত্রী আমাদের অভাবের কথা শুনেছেন।আশ্বাস দিয়েছেন উন্নয়ন করার।" শুধুই অভাব-অভিযোগ শোনাই নয়, এদিন কার্যত স্থানীয়দের ভিড়ে মিশে যান মুখ্যমন্ত্রী।চকোলেট বিতরণ করেন স্থানীয় কচিকাঁচাদের মধ্যে।দুদিনের জেলা সফরে মঙ্গলবার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।বুধবার করবেন প্রশাসনিক বৈঠক।
Last Updated : Aug 19, 2019, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.