মহিষাদল, 13 মে: কোরোনা ভাইরাসের প্রভাবে দেশজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে । রাজ্য সরকারের তরফ থেকে কোরোনা মোকাবিলায় বিশেষ আর্থিক সহযোগিতার তহবিল তৈরি করা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যেখানে রাজ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শুরু করে ব্যক্তিগত উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই । এবার মুখ্যমন্ত্রীর কোরোনা মোকাবিলা তহবিলে অর্থ দান করলেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি ।
কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে রেড জ়োনে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা । জেলায় ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা 45 পার হয়েছে । এমন পরিস্থিতিতে কোরোনা মোকাবিলায় শামিল হতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য তুলে দিলেন মহিষাদল ব্লকের 11 টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা । বুধবার মহিষাদল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দে-র হাতে তাঁরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য তাঁরা একটি চেক তুলে দেন । আজ 11টি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এক লাখ দশ হাজার টাকার একটি চেক এবং মহিষাদল পঞ্চায়েত সমিতির তরফ থেকে পঞ্চাশ হাজার টাকার একটি চেক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় ।
এবিষয়ে মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক কুমার চক্রবর্তী বলেন , ‘‘কোরোনা মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করতে হবে । মুখ্যমন্ত্রী যেভাবে মাঠে নেমে সারাদিন কাজ করে চলেছেন তা অবর্ণনীয় । তাই তাঁর হাতকে আরও শক্ত করতে এবং রাজ্যের মানুষকে এই পরিস্থিতি থেকে দ্রুত বের করে আনতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির তরফে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম । আমরা চাই এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে এগিয়ে আসুক ৷ সহযোগিতার হাত বাড়িয়ে দিক ।
আর্থিক সহায়তার প্রাপ্তি স্বীকার করে মহিষাদল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দে বলেন , ‘‘কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারের রিলিফ ফাণ্ডে ব্লকের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির তরফে আর্থিক সহযোগিতা করার জন্য তাঁদের ধন্যবাদ জানাই । আশা করি, ভবিষ্যতেও তাঁরা এলাকার বাসিন্দাদেরও এই বিপদের দিনে পাশে দাঁড়াবেন।’’