ETV Bharat / state

TMC Delegation In Egra: এগরায় বিক্ষোভের মুখে তৃণমূলের প্রতিনিধি দল; ছোট রাজনীতির সময় নয়, বললেন দোলা - মানস ভুইয়াঁ

এগরায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের প্রতিনিধি দল ৷ তবে তারা জানিয়েছেন যে, এটা ছোট রাজনীতির ইস্যু নয় ৷ সরকার হতাহতদের পরিবারের পাশে আছে ৷

TMC Delegation In Egra
TMC Delegation In Egra
author img

By

Published : May 17, 2023, 2:46 PM IST

Updated : May 17, 2023, 3:49 PM IST

এগরায় বিক্ষোভের মুখে তৃণমূলের প্রতিনিধি দল

এগরা, 17 মে: এগরার বিস্ফোরণস্থলে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ৷ তাঁদের দেখে একটানা বিক্ষোভ দেখাতে থাকেন কিছু লোকজন ৷ ওঠে 'চোর হঠাও' স্লোগান ৷ যদিও মানস ভুইয়াঁ ও দোলা সেনরা এ দিন বলেছেন, সরকার দুর্গতদের পরিবারের পাশে আছে ৷ এটা ছোট রাজনীতির সময় নয় ৷

বুধবার সকালেই এগরায় গিয়ে শাসকদলের বিরুদ্ধে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এগরার বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি তোলার পাশাপাশি এই ঘটনায় পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও পদত্যাগ দাবি করেন তিনি ৷ তিনি অভিযোগ করেন যে, কারখানার মালিক ভানু বাগ তৃণমূলের সদস্য এবং ওই কারখানা থেকে প্রতি মাসে তোলা তুলত পুলিশ ৷

শুভেন্দু চলে যাওয়ার কিছু পরেই খাদিকুলে যায় তৃণমূলের প্রতিনিধি দল ৷ ভয়াবহ বিস্ফোরণের পর এগরার পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট সংগ্রহের জন্য সাহাড়ার খাদিকুলে আজ দলের 6 জন সদস্যকে পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বুধবার দুপুরে সেখানে গিয়ে পৌঁছন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ ও তৃণমূলের মন্ত্রী মানস ভুঁইয়া, সাংসদ দোলা সেন, সৌমেন মহাপাত্র এবং স্থানীয় বিধায়ক তরুণ মাইতি ৷ তবে গ্রামে ঢোকার পরই তাঁদের স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় ৷ তাঁদের ঘিরে ধরে ক্ষোভ-বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা ৷ কোনও রকমে প্রশাসনের সঙ্গে কথা বলে ফিরে যায় তৃণমূলের প্রতিনিধি দল ৷

রাজ্যের মন্ত্রী মানস ভুইয়াঁ এ দিন সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁরা এগরায় গিয়েছিলেন ৷ নিহত ও আহতদের পরিবারের সঙ্গে তাঁরা কথা বলেছেন ৷ তবে একদল লোক অশান্তি পাকানোর চেষ্টা করছিল বলে অভিযোগ করেন তিনি ৷ তবে তাঁরা সেই প্ররোচণায় পা দেননি বলে জানান মানস ভুইয়াঁ ৷ তিনি আরও বলেন, "অনুসন্ধান জোরকদমে চলবে ৷ গ্রামবাসীরা শান্ত থাকুন ৷ প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন ৷"

বিরোধী দলনেতার অভিযোগগুলির প্রসঙ্গে জিজ্ঞাসা করা তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, "এটা ছোট রাজনীতির বিষয় নয় ৷ যে ঘটনা ঘটেছে আমরা মর্মাহত ৷ তাঁদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি ৷ হতাহতদের সাহায্যের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আমরা হতাহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি ৷ তাঁরা ভালোভাবে কথা বলেছেন ৷ তাঁরা শুধু দুটি দাবি জানিয়েছেন ৷ তাঁদের পাশে দাঁড়ানোর আবেদন করেছেন তাঁরা আর দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ৷"

আরও পড়ুন: পঞ্চায়েতের আগে তৃণমূলের জন্যই বোমা তৈরি হচ্ছিল, এগরায় বিস্ফোরক শুভেন্দু

এগরায় বিক্ষোভের মুখে তৃণমূলের প্রতিনিধি দল

এগরা, 17 মে: এগরার বিস্ফোরণস্থলে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ৷ তাঁদের দেখে একটানা বিক্ষোভ দেখাতে থাকেন কিছু লোকজন ৷ ওঠে 'চোর হঠাও' স্লোগান ৷ যদিও মানস ভুইয়াঁ ও দোলা সেনরা এ দিন বলেছেন, সরকার দুর্গতদের পরিবারের পাশে আছে ৷ এটা ছোট রাজনীতির সময় নয় ৷

বুধবার সকালেই এগরায় গিয়ে শাসকদলের বিরুদ্ধে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এগরার বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি তোলার পাশাপাশি এই ঘটনায় পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও পদত্যাগ দাবি করেন তিনি ৷ তিনি অভিযোগ করেন যে, কারখানার মালিক ভানু বাগ তৃণমূলের সদস্য এবং ওই কারখানা থেকে প্রতি মাসে তোলা তুলত পুলিশ ৷

শুভেন্দু চলে যাওয়ার কিছু পরেই খাদিকুলে যায় তৃণমূলের প্রতিনিধি দল ৷ ভয়াবহ বিস্ফোরণের পর এগরার পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট সংগ্রহের জন্য সাহাড়ার খাদিকুলে আজ দলের 6 জন সদস্যকে পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বুধবার দুপুরে সেখানে গিয়ে পৌঁছন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ ও তৃণমূলের মন্ত্রী মানস ভুঁইয়া, সাংসদ দোলা সেন, সৌমেন মহাপাত্র এবং স্থানীয় বিধায়ক তরুণ মাইতি ৷ তবে গ্রামে ঢোকার পরই তাঁদের স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় ৷ তাঁদের ঘিরে ধরে ক্ষোভ-বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা ৷ কোনও রকমে প্রশাসনের সঙ্গে কথা বলে ফিরে যায় তৃণমূলের প্রতিনিধি দল ৷

রাজ্যের মন্ত্রী মানস ভুইয়াঁ এ দিন সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁরা এগরায় গিয়েছিলেন ৷ নিহত ও আহতদের পরিবারের সঙ্গে তাঁরা কথা বলেছেন ৷ তবে একদল লোক অশান্তি পাকানোর চেষ্টা করছিল বলে অভিযোগ করেন তিনি ৷ তবে তাঁরা সেই প্ররোচণায় পা দেননি বলে জানান মানস ভুইয়াঁ ৷ তিনি আরও বলেন, "অনুসন্ধান জোরকদমে চলবে ৷ গ্রামবাসীরা শান্ত থাকুন ৷ প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন ৷"

বিরোধী দলনেতার অভিযোগগুলির প্রসঙ্গে জিজ্ঞাসা করা তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, "এটা ছোট রাজনীতির বিষয় নয় ৷ যে ঘটনা ঘটেছে আমরা মর্মাহত ৷ তাঁদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি ৷ হতাহতদের সাহায্যের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আমরা হতাহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি ৷ তাঁরা ভালোভাবে কথা বলেছেন ৷ তাঁরা শুধু দুটি দাবি জানিয়েছেন ৷ তাঁদের পাশে দাঁড়ানোর আবেদন করেছেন তাঁরা আর দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ৷"

আরও পড়ুন: পঞ্চায়েতের আগে তৃণমূলের জন্যই বোমা তৈরি হচ্ছিল, এগরায় বিস্ফোরক শুভেন্দু

Last Updated : May 17, 2023, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.